![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ বানর থেকে আসেনি ঠিকই, কিন্তু মানুষ যে দিনদিন বানর হয়ে যাচ্ছে তার প্রমাণ আমার বান্ধবী ‘‘যতি’’। বিয়ের আগেই সে বলে রেখেছে তার ‘‘টারজান’’ জামাই লাগবে। সারে চার ফিট্ মানুষ তুই, তোর টারজান জামাই লাগবে কেন! তুই কি তাকে গাছের মগডালে উঠাবি? মানুষ যে সবসময় তার প্রয়োজনের চেয়েও বেশি পেতে চায় তারও প্রমাণ এই যতি!!
যতি’র এই অসামাজিক ইচ্ছা প্রথম শুরু হলো যেদিন ওকে আমি জিজ্ঞেস করলাম ; যতি তোর সেকেন্ড ফেভারিট মুভি কোনটা রে..?
যতি বলল ফাস্ট টা জিজ্ঞেস করছিস না কেন!
আমি মাতবরি করে বললাম ফাস্ট টা তো ‘‘টারজান’’ মুভিই!!
যতি বলল ‘কি বলিস এইটা তো আমি দেখিই নাই, দাঁড়া আজকেই দেখবো’!!
যতি বাংলা মুভিকে বলে ‘বই অথবা ছবি’! শুধু ইংলিশের বেলাতেই বলে ‘মুভি’! টারজান মুভি দেখার পর থেকে তার রুচিতে বিশেষ পরিবর্তন এসেছে। সে শুধু কাঁছা দেওয়া ছেলেদের পছন্দ করছে। একবার সিটি করপোরেশনের এক ময়লাওয়ালা যাচ্ছে কাঁছা দিয়ে। আমি বললাম যতি দেখ এইটাই টারজান। যতি সারাদিন তার পেছন পেছন ঘুরল।
শেষ বিকেলে বললাম যতি তুই বাঙালি, এতো ইংলিশ স্টাইলের আসা করে লাভ কি? সারাজীবন ইংলিশ স্টাইলের আসায় থাকবি, মুখস্থ করবি সময়মত দেখবি অটোমেটিক বাঙলা স্টাইল চলতাছে!! ইদানিং যতির খালাতো ভাই শাকিল দেখি গামছা পড়ে কাঁছা দিয়ে ঘুরে! তার থুরার পশম গুলা গোল্ডেন ব্রাউন কম্বিনেশনে কালার করা....!
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:২২
Kazi Emran বলেছেন: Na vai
২| ০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ঘটনা পরিস্কার না।
২৪ শে জুলাই, ২০২১ দুপুর ২:২৩
Kazi Emran বলেছেন: Hm
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০২০ দুপুর ২:০৯
রাজীব নুর বলেছেন: আর একটূ বিস্তারিত বলা যায় কি?