![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উটতি যুবক, অনেক গুলি স্বপ্ন নয়ে বেঁচে আছি...অনেক ঘুরতে পছন্দ করি,,,,লিখতে ভালো লাগে,,,,বই পড়তে ভালো লাগে.।বিশেষ করে উপন্যাস।
ধরুন আমি দৌড়াচ্ছি ঘন্টায় ২০ কি,মি, জোরে...। কিন্তু আমি যে ট্রেন টি ধরতে চেষ্টা করছি সেই ট্রেন ছুটছে ঘন্টায় ৮০ কি,মি, জোরে তাহলে আমি কি ট্রেন টি ধরতে পারবো?
এই আমরা যারা মধ্যবৃত্ত পরিবার একান্নবর্তী ঘরের সন্তান, আমরা জীবনে নতুন কিছু করার স্বপ্ন নিয়ে কোন রকমে বড় হয়ে উঠার মাঝে কত না চড় উতরই মাঝে পড়েছি....। এই যেমন ধরুন অনেক সময় চিন্তা করেছি জীবনে অনেক বড় ব্যবসায়ী.। বহু রকম ব্যবসা চেষ্টাও করেছি, কিছু ব্যবসায় আমার সঞ্চিত অর্থ অকাতরে নষ্ট করেছি।
ছোট জীবনে বহু বড় বড় লোকদের কাছে গিয়েছি, তাহাদের স্বানিন্ধ পেয়েছি, তাদের থেকে অনেক বড় বড় বচন শুনেছি, তাদের কাছ থেকে অনেক কিছু শিক্ষার চেষ্টা করেছি, অনেক কিছু শিখেছিও। শিক্ষা গুলির মধ্যে একটা বড় শিক্ষা হলে চেষ্টা করলেও বড় হওয়া যায় না। এখানে প্রশ্ন আসতে পারে কিন্তু কেন, কারন বড় হতে হলে ব্যবসা করতে হবে, ব্যবসা করতে হলে টাকারে প্রয়োজন আছে। কিন্তু এই টাকা গুলি কে দিবে কে নিবে রিস্ক..।রিস্ক বলছি এই কারনে নতুন কোন ব্যবসা করা মানেইতো রিস্ক। এবার ধরুন অনেক বড় বড় তফসিলী ব্যাংক তাহাদের মনভুলানো বিজ্ঞানে নতুন ব্যবসায়ী বা উদ্যোক্তাদের জন্য ঋনের কথা বলে। আমি বহু আশা নিয়ে গেলাম বড় বড় নামি দামি কিছু ব্যাংকে তাদের কাছে আমার উদ্যোকটা শেয়ার করলাম তারা বেশ উৎসাহি হয়ে লোন দিতে চান......অতপর কিন্তু কি? তাদের জামানত দিতে হবে আমার ঘর বাড়ি..।যাহা পৌর এলাকার হলে ভালো হয়..জমির দলিল হলে ভালো হয়.।তার কিছু টাকা ব্যাংকে আগে ডিপোজিট করতে হয়। এত কিছুর যখন প্রশ্ন আশে তখন আর ব্যাংক লোনের নাম নিতেও ভয় হয়। আমার তো নিজের পৈত্রিক সূত্রে পাওয়া এই জীবনটা এবং মাথা গোজার জন্য পরিবারের সকলের জন্য বরাদ্দ করা একটি ঘর ছাড়া আর কিছুই না। আমি কি করে সম্পত্তি মটগেজ করে ব্যাংক ঋন নিতে পারি..।যদিও দলিল বা খতিয়ান দিতে যাই তখন প্রশ্ন আসে ব্যাংক ডিপোজিট কই পাবো.।
এই ভাবে আসলে চেষ্টা করিলেও বড় হওয়া যায়।
আমার কথায় কারো মনে ব্যার্থা পেলে আমি আন্তরিক ভাবে দুঃখিত।
ইহা একান্তই আমার ব্যক্তিগত মতামত মাত্র।
©somewhere in net ltd.