![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উটতি যুবক, অনেক গুলি স্বপ্ন নয়ে বেঁচে আছি...অনেক ঘুরতে পছন্দ করি,,,,লিখতে ভালো লাগে,,,,বই পড়তে ভালো লাগে.।বিশেষ করে উপন্যাস।
চিন্তা করোনা তুমি...
তোমাকে আমার সুখের ভাগিদার করলেও
তোমাকে আমি আমার দুঃখের অংশ দিব না.
চিন্তা করোনা তুমি,
তোমাকে আমার হৃদয়ের সব টুকু ভালোবাসা উজাড় করে দিলেও,
তোমাকে আমার কষ্টের চাদরে মোড়া সময়ে গুলোতে কাছে ডাকবো না.
চিন্তা করোনা তুমি,
তুমি আমাকে কষ্ট দিয়েছো বলেই আমি তোমাকে কষ্ট দিব সেটা তুমি চিন্তা করোনা।
তুমি যখন ক্লান্ত হয়ে রাজ পথের অলিতে গলিতে হেটে বেড়াচ্ছো, ঠিক তখনই তোমাকে আমি সঠিক পতের দিশায় এনেছি বলে তুমি চিন্তা করোনা তোমাকে আমার এই অসময়ে কাছে ডাকবো।
তুমি হয়তো ভুলে গেছো অতিত স্মৃতি, তবে আমার মনে পড়ে ক্ষনে ক্ষনে দিবানিসি তোমারে পঙ্গতি মালা, রবনা দূরে এসেছি কাছে দার খুলো দার খুলে হে অভিনাসী, আমি ক্লান্ত প্রথিক, চাই একটু খানি ছায়া,
তবে শেষের অবেলায় বলে যেতে চাই
যতই দাওনা বেথা তবু রবে এই হৃদয় দার খোলা।
©somewhere in net ltd.