![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন উটতি যুবক, অনেক গুলি স্বপ্ন নয়ে বেঁচে আছি...অনেক ঘুরতে পছন্দ করি,,,,লিখতে ভালো লাগে,,,,বই পড়তে ভালো লাগে.।বিশেষ করে উপন্যাস।
যা দিয়েছো তুমি হারাবার কিছু নাই।
যেটুকু হাঁসিয়াছি আমি, তার থেকে হারাবার কিছু নাই।
দুঃখি জাতি যার পরিচয় ছিল, তারে তুমি হাঁসাইয়াছো মন খুলে,
হাঁসিয়াছি আমি উচ্চ স্বরে, হা হা কলতানে,
যা দিয়েছো তুমি হারাবার কিছু নাই।
মন খারাপ করোনো তুমিও ঐ দলেরই একজন,
তুমিই নাম্বার ওয়ান, তুমিই নাম্বার ওয়ান,
যা দিয়েছো তার ঋন আজবদি শোধ করিতে মোরা পারি নাই।
তুমিই নাম্বার ওয়ান, তুমিতো সাকিব আল হাসান।
বস তুমি হয়োনা হতাস, করোনা ছোট মনটাকে
যা দিয়েছো তুমি তার থেকে হারাবার কিছু নাই।
বস তুমি বাংলার বাঘ উপাদি দিয়েছি হেসে,
যা দিয়েছো তুমি হারাবার কিছু নাই।
আপনি হলেন মাশরাফি।
মিষ্টার ডিফেন্ডেবল, আপনি করেছেন ছেলে খেলা,
যা দিয়েছের তার থেখে বেশি নিয়েছেন, এখনো আছে কিছু পাওনা,
আপনি হলেন (উকেটকিপার মুশফিক)
আপনি হলেন দলের মধ্যমনি,
আপনি কেনে করেন ছল চাতুরী,
দলে আপনি সিনিয়র,
দলকে দেওয়া দরকার মাহমুদুল্যাহ।
আপনি হলের কিলার,
যারে দরনে সে তো শেষ
আপনি দিয়েছেন বহু বার, নিয়েছেনও খুবই কম বার,
তার পরও আরো চাই, আপনি হলেন কিলার তামিম।
আপনাকে ধন্যবাদ দেওয়ার কিছু নাই।
আপনি স্বপ্ন দেখাইয়াছেন, আমরাও খুশি মনে স্বপ্ন বিলাসী ছিলাম
অবশেষ করিতে পারেন নাই শেষ, তারপরও আপনার জন্য শুভ কামনা জানাইতে করিলাম না ভুল।
আপনি হইলেন ইমরুল
অতপর: বাংলাদেশ দলের জন্য আমি নিজের অন্তর থেইকা অনেক অনেক শুভ কামনা জানাই।
এবং বলিতে চাই সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ।
১১ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:২০
কাজী আবদুর রহিম বলেছেন: ধন্যবাদ স্যার
২| ১৩ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৬
আহসানের ব্লগ বলেছেন: আপনি হলের কিলার,
যারে দরনে সে তো শেষ
আপনি দিয়েছেন বহু বার, নিয়েছেনও খুবই কম বার,
তার পরও আরো চাই, আপনি হলেন কিলার তামিম।
©somewhere in net ltd.
১|
১১ ই অক্টোবর, ২০১৬ রাত ১২:৩৯
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: সহমত