![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
১। গত পাঁচদিন কারেন্ট যায় না। বাসায় গেস্ট আসলো। খুব বড় গলায় পার্ট নিয়া তারে বললেন, “আরি আমাদের এখানে তো কারেন্ট ই যায় না।” অবশ্যই ঐ দিন কারেন্ট যাবে। এবং আপনার কপাল আরও খারাপ হলে ৪/৫ বার যাবে।
২। লিফটে উপরে যাবেন বা নিচে নামবেন?? অন্ততঃ ৯০% ক্ষেত্রে আপনি যেখানে লিফট তার বিপরীত দিকে থাকবে। আপনাকেই বাটন প্রেস করে লিফট ডাকা লাগবে।
৩। বিশাল খাওয়া দাওয়া করে বিছানা বালিশ পিডায়া নরম তুলতুলা করে খুব আরাম করে একটা ঘুম দিলেন এবং চোখ লেগে আসলো। ঠিক তখনি ফোন বেজে উঠবে আর ঘুমের ১৮ তা বাজবে। (অন্য সময় সারাদিনেও একটা কল না আসলেও।)
৪। প্রচণ্ড জ্যাম আর আপনি একটা বাসে। গরমে বা কাজের তাড়ায় বিরক্ত হয়ে নেমে হাঁটা দেয়ার সিদ্ধান্ত নিলেন। আপনি নামার কয় সেকেন্ড পর ই জ্যাম ছুটে সব আবার ফকফকা হয়ে যাবে।
৫। পরীক্ষা চলছে। তুমুল প্রস্তুতি নিলেন। কিন্তু একটা চাপটার বাদ দিলেন গত ৭ বছরেও এখান থেকে কিছু আসে নাই তাই। এমনি পোড়া কপাল আপনার যে এ বছর ই ওখান থেকে কয়েকটা প্রশ্ন আসবে।
৬। প্রচণ্ড তাড়াহুড়া? সিএনজি বা রিক্সা খুঁজছেন। অন্য সময় ঘরের সামনে ৪/৫ টা রিক্সা থাকলেও ঐ সময় ২ মাইল রেডিয়াসের মধ্যেও কোন খালি রিক্সা পাবেন না।
৭। আবহাওয়া অফিসরে একটুও বিশ্বাস করেন না আপনি। তাই সব সময় ছাতা নিয়ে বের হন। কিন্তু যেদিন ভুলে বাসায় ছাতা ফেলে আসবেন ঐ দিনই তুমুল বৃষ্টির খপ্পরে পড়বেন আপনি। কপাল আরও খারাপ হলে ৫/৬ ঘণ্টার কুত্তা বিলাই বৃষ্টি।
৮। বাইকের কাগজপত্র নিয়ে যেদিন বের হবেন না ওইদিন ই দেখবেন রাস্তার মোড়ে মোড়ে বাইক আটকিয়ে ট্রাফিক পুলিশ সেলামি তুলছে।
৯। বাংলাদেশের ট্রেন কোন টাইম টেবিল মানে না। ১১৪০ আসার কথা থাকলে আসে ১২৩০ এ। ১০ মিনিট পরে গেলেও কিছু হবে না। এই যদি ভেবে থাকেন তবে ঐ ১০ মিনিটের জন্যই আপনি ট্রেনটা মিস করবেন। (আমি নিজেই কুমিল্লা থেকে একবার ট্রেন মিস করেছি ঘড়ি ৫/৭ মিনিট স্লো থাকার অপরাধে।)
১০। ফজরের নামাজ আজ পড়বেনই দুনিয়া উল্টে গেলেও। এলাম দিয়ে দিলেন ঘুম। ঠিক টাইম এ ঘুম ও ভাঙল। কিন্তু মনে করলেন আর ৫ মিনিট একটু ঝিম মেরে তারপর উঠি। দুর্ভাগ্য আপনার। আর নামাজটা পড়া হবে না।
কী?? কয়টা মিল খাইল??
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬
স্বপ্নসমুদ্র বলেছেন: খালি কি হারপিক??? কত আজব এড যে দেয় খাইতে বইলে।।
২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ঠিক কথা
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৭
স্বপ্নসমুদ্র বলেছেন: হরে ভাই। ক্যান যে এরকমটা হয়!
৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৬
rakibmbstu বলেছেন: হুম!!!!!!!
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৮
স্বপ্নসমুদ্র বলেছেন: পুরাই হুম। খালি হুম না
৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
ম্যাংগো পিপল বলেছেন:
ঠিক কইছেন ।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১২
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনার পিক টা চরম হইছে। না বলে পারলাম না।
৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
রমনা টেক বলেছেন: আপনি তো দেখি আমার কুফাগুলি হবহু তুলে ধরেছেন।
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
স্বপ্নসমুদ্র বলেছেন: ভাই বুইজতাম ফারি ন। ক্ষেমা দেন।
৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১২
স্বপনবাজ বলেছেন:
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪
স্বপ্নসমুদ্র বলেছেন: কি ভাবেন??
৭| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬
আমি ব্লগার হইছি! বলেছেন: ম্যাক্সিমামই আমার সাথে মিলে যায়। আরো আছে, যখন খুব তাড়াহুড়া করে সিগারেট কিনতে যাই তখনই দোকানদার নতুন প্যাকেট খোলে। আর তালা খুলতে গেলে সবগুলো চাবি দিয়ে ট্রাই করার পর একেবারে শেষ চাবি দিয়ে তালা খোলে বেশীরভাগ সময়।
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
স্বপ্নসমুদ্র বলেছেন: সিগারেট ত খাই না। তাই এটা জানি না। চাবিরটা ও সত্য। আমারও হয় প্রায়ই।
৮| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৫
রবিন মিলফোর্ড বলেছেন:
প্রায় সবগুলাই তো মিলে যায় !!!
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৫
স্বপ্নসমুদ্র বলেছেন: বাহ! ভালো তো। আরও দুই একটা নতুন বলেন।
৯| ০৬ ই এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৬
আশিক মাসুম বলেছেন: হাসাই তো।
কোন একটা বিষয় নিয়া পোস্ট দিমু দিমু ভাব , যেদিন আমি দিমু দেখি কে জানি দিয়া ফালাইছে
০৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
স্বপ্নসমুদ্র বলেছেন: আহহারে। চরি বাই।
১০| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫১
পূরান পাগল বলেছেন: অচাম হৈচে রে
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৮
স্বপ্নসমুদ্র বলেছেন: হাচা নি কুনু?? ধইন্না।
১১| ১৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৭
শ্রাবণ জল বলেছেন: ৬ টা মিলসে রে
২১ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১২
স্বপ্নসমুদ্র বলেছেন: মোট্টে ৬ টা। হা হা। যাক তাও ত মিলছে।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৩
গ্রাম্যবালিকা বলেছেন: বিশেষ মজা পেলাম। অনেক মিলে।
আমার একটা রাগ লাগে, টিভি দেখতে দেখতে খাচ্ছি ঠিক সেই সময় হারপিকের এড!