নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলায় দেখি স্বপ্ন করি বাংলায় চিৎকার

স্বপ্ন+সমুদ্র

স্বপ্নসমুদ্র

কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।

স্বপ্নসমুদ্র › বিস্তারিত পোস্টঃ

নারীদের সম্পর্কে গুগলের জ্ঞান ভাণ্ডার (ফান পোস্ট)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪





নারী মন বোঝা বড় দায়। কবি সাহিত্যিকরা অনেক আফসোস করেই বলে। কিন্তু গুগইল্লার ভাবসাব তো পুরাই আলাদা। নারী নিয়া তার পেটে জ্ঞান টন টন করতেছে। আসলে তাল দিয়া সবার সাথেই মিশে তো তাই একটু বেশি ই জানে। ক্ষেত্র বিশেষে আবার একটু আদটু তেল ও মেরেছে আপুদের। হে হে! দেখেন তাহলে নারী নিয়া গুগলের A টু Z



A





দেখেন অবস্থা। যে কোন মেয়ে প্রথম কয়টা দেখলে লাফাবে। :D কিন্তু waste of time আর attracted to money দেখলে তো প্যান প্যান করবে।X(( কি আর করা। একটু বেশি ই নিরপেক্ষ কিনা।:P



B





টপ আর বটমেই কিঞ্চিত ১৮+। কিন্তু ক্যান এটা মনে হইল? নিশ্চয়ই কারন আছে। বেটার লিডার মানতে পারলাম না। /:)দেশের অবস্থা দেখি তো।X((



C





Woman are crazy man are stupid. হা হা। সবাইর উপ্রে মেজাজ গরম। :D মে বি গুগলরে অতি মাত্রায় ডিস্টার্ব করে তাই রেগে আছে। catty বলতে কি বুঝাইল। আঁচড় দেয় নাকি নখ দিয়া? মনে হয়। তিনারা তো আবার নখ বড় ও রাখেন। এই পারপাসেই হয়ত।:P কনফিউজিং যে এটা সত্য। অতিমাত্রায়। এক জনকে ৫ মিনিটে তিন বার কথা ঘুরাতে দেখছি। তাই সাপোর্ট দিলাম।B-)



D





Woman are dying to be thin! হা হা! আসলেই। বাজারে শসার দাম বাড়াইতে ইনাদের তুলনা নাই।:P একটু মোটকা হইলেই সব ঝড় শসার উপর যায়। আর সকাল বিকাল দৌড় ঝাঁপ তো আছেই। deceitfull, dumb, demon, dirtier, disposable!! আমি বলি নাই। গুগল বলছে। বড় নখগুলা দিয়া খামচাইয়া ওর মাংস তুলে নেন। ;)কত্ত বড় সাহস বিড়াল বলে আবার demon (পিশাচ) ও বলছে।X((



E





সমান সমান। ইমোশনালি শক্তিশালী কিন্তু অস্থায়ী। আপা। বিশ্বাস কইরেন না। মনে হয় পাম দিলো? আপনি কি বল যে পাম খাইবেন??B-);)



F





এই লেটার দিয়া সার্চ দিতে ভয় পাইতেছিলাম। কি না কি দেখায়। :| নারীদের পরিবর্তনশীল মনোভাব (fickle) নিয়া গুগল অনেক চিন্তিত।:P



G





স্রস্টার সবচে সুন্দর সৃষ্টি। আমি এটা সত্যি বিশ্বাস করি।:)



H





হার্ড টু আন্ডারস্ট্যান্ড। X( এটা গুগল ও স্বীকার করে। ভালো।B-)



I





Impossible, idiotic, illogical, immature! কতকটি বকা দিছে।X( কিন্তু শেষে এটাও মানছে যে ইম্পরট্যান্ট। এটাই সব কথার শেষ কথা। কারন নারীরাই মা, নারীরাই বউ।:D



J





Women are jealous। মনে হয় ঠিক কথাই বলছে। নারীদের ক্ষতির জন্য অধিকাংশ ক্ষেত্রে নারীরাই দায়ী।:-* উদাহরনঃ আরেফিন রুমির ২ আর ৩!!:P:D



K





দয়ালু।। ছেলেদের চেয়েও??:-/ কই?? ইতিহাসে তো কোন রেকর্ড নাই। নাকি এখানেও হিংসা?:D



L





ওরে বাপ্রে! গুগল তো ব্যাপক কনফিউজড এবার। এত কিছুর মত লাগে ক্যান? কি খাইছে কে জানে।:PB-);)



M





মনে হয় অনেকগুলা খাঁটি কথা।:|



N





মেয়েরা ফানি না। তবে ফান অতি মাত্রায় বুঝে। সিম্পল জোকস বুঝলেও হেসে কুটিকুটি হয় (বাস্তব অভিজ্ঞতা)। women are not attracted to google. :((বেচারা। ৭ নাম্বারটা সত্যিই দুঃখজনক মন্তব্য। পাবলিক এগুলাও সার্চ দেয়।X((



O





Out of control!! :D;)



P





কিছু সত্য, কিছু মিথ্যা।B-)



Q





quotes নিয়া এত সিরিয়াস ক্যান গুগলি? :|



R





Women are rubiks cube!! আমি জীবনেও জিনিস টা মিলাইতে পারলাম না।X(( কিন্তু দেখতে সিম্পল ই লাগে। rarely allowed to enter most mosques!! মনে করি প্রায় সব মসজিদেই মেয়েদের নামাজ পড়ার আলাদা পরিবেশ থাকা উচিৎ।



S





Women are stronger then man!! যখন women এর বয়স ২৫ আর men এর ৩!! এছাড়া তো সম্ভব না।:D:D নারীরা প্রকৃতিগত ভাবেই দুর্বল। suppose to be very calm!! মিয়া গুগল, বাস্তব জগত সম্পর্কে তোমার কোন ধারনাই নাই।B-)



T





নারীদেরকে সমস্যা মনে হয়।?? root of evil!! ইভিল শব্দটা নাকি ইভ থেকে এসেছে।



U





U দিয়া un ই হয়। আর তাই প্রায় সবগুলাই নেগেটিভ রেজাল্ট। হা হা! খ্যাপা গুগল।:P



V





Women are from venus men are from mars!! মনে হয় কোন এ্যালবামের বা মুভির নাম। কিন্তু এর তাৎপর্য কি?? হুত্তরি কে জানে।:|



W





Worse drivers!! একটু আগেই কিন্তু best drivers বলছিল। কথার কোন ঠিক নাই দেখি।B-)



X





আমি তো জানতাম XX!! জানে না কিছু। আম রে কয় লিচু।B-):D



Y





কুরআনের আয়াত। অর্থ অনুবাদ করেই নারীবাদীরা লাফ দিয়েন না। বিস্তারিত তে যান।



Z





নাহ। শেষটাও হইল ১৮+ দিয়াই। নারী সম্পর্কে মানুষের কত কৌতূহল।:|:|



{{পুরা পোস্টটাই ফান। তাই সিরিয়াস হইয়া আমাকে আক্রমন করার কিছু নাই। আমার মত তেল থাকলে men are a,b,c,d…. লেইখা সার্চ দেন। অলমোস্ট একই রেজাল্ট পাবেন। মুলতঃ এখানে গুগলের জ্ঞানের কিছু নাই। সবাই নারীদের সম্পর্কে এভাবে লিখে সার্চ দেয় আর গুগল তার সার্ভারে সার্চ টি সেভ করে রাখে পরবর্তীতে ইউজারের সুবিধার্থে।। ভালো থাকবেন সবাই।}}

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:৫৮

মুকুল সালাহউদ্দীন বলেছেন: দারুণ গবেষণা র্ধমী পোষ্ট।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৪

স্বপ্নসমুদ্র বলেছেন: গুগলের গবেষণা! আমার না ভাই।

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:১১

~মাইনাচ~ বলেছেন: নারীর জয় জয় কার

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:২৩

স্বপ্নসমুদ্র বলেছেন: জয় জয়। তারেক তারেক।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১১

সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: হাহাহাহা.. ভাইরে এতদিন আপনি কোথায় ছিলেন?

০৪ ঠা জুলাই, ২০১৩ ভোর ৫:১৬

স্বপ্নসমুদ্র বলেছেন: ক্যান ভাই?? ছিলাম। এখানে সেখানে।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩১

মাক্স বলেছেন: :P

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১১

স্বপ্নসমুদ্র বলেছেন: :)

৫| ০৫ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৪

*কুনোব্যাঙ* বলেছেন: মজার পোষ্ট। জটিল অনুসন্ধান

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৮:১৩

স্বপ্নসমুদ্র বলেছেন: হে হে! এটা হচ্ছে অনভিপ্রেত কাকতাল আবিস্কার। ধন্যবাদ।

৬| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১১:২৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হা হা......................

১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২

স্বপ্নসমুদ্র বলেছেন: কি?? আজব না??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.