![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
জাপানে এক হাসিখুশি লোকের সাথে পরিচয় হয়েছিল। হিরোথা। পুরা নাম ভুলে গেছি। লোকটার হাতে কোন কাগজ পড়লেই নিমেষেই ভাজ করে অসাধারন সব জিনিস তৈরি করে ফেলত। খালি তাকিয়েই থাকতাম। কুল কিনারা করতে পারতাম না কোন। স্কুল লাইফে কাগজের নৌকা বা প্লেন বানানো পর্যন্তই আমার বিদ্যা। কিন্তু তাঁর ম্যাকাউ পাখি, ফাইটার প্লেন, ঘোড়া আর হার্ট দেখে অরিগামি নিয়ে আগ্রহ বেড়ে গেল। নেট ঘেঁটে বের করলাম এই সংক্রান্ত অনেক pdf আর ভিডিও। চেষ্টা করে তৈরিও করে ফেললাম কিছু কিছু। লিঙ্ক গুলো শেয়ার করলাম। আগ্রহ থাকলে বানাতে পারেন বই গুলো অনুসরন করে। এছাড়া ইউটিউব থেকে আরও জটিল কিন্তু সুন্দর কিছু জিনিস বানানো ও দেখে চেষ্টা করতে পারেন।
পিডিএফ লিঙ্কসঃ
১। Ikuko Mitsuoka - More 3D Origami
২। More_3D_origami
৩। Kunihiko Kasahara - Extreme Origami
৪। 52 art-pop- Origami Flowers
৫। Origami Flowers
৬। EncyclopediaOrigami
৭। Tomoko Fuse - Quick e Easy Origami Boxes
৮। Origami USA
৯। Yoshihide Momotani - Origami Amusement
১০। Michael G. Lafosse - Origami Butterflies
কিছু ছবি দেখতে পারেন। ভালো লাগবে হয়ত।
প্লেনঃ
ফুলদানিঃ
ঘোড়াঃ
ড্রাগনঃ
পাখির ঝাঁকঃ
ময়ূরঃ
হাতিঃ
শালিকঃ
রোবটঃ
২০ ডলারের ভালবাসাঃ
সবাইকে শুভেচ্ছা।
এই জাতীয় আরেকটি পোস্টঃ কাগজ কাটাকাটিও যখন শিল্প- pdf বইয়ের লিঙ্ক সহ ছবিব্লগ
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
স্বপ্নসমুদ্র বলেছেন: হে হে!! চোখ বড় করি লাভ নাই। আসলেই এগুলা বানান যায়।
২| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৪০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৫
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ বর্ষণ ভাই।
৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫৩
শূন্যবতী বলেছেন: ++++
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৬
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:০৬
তুহিন সরকার বলেছেন: শুভেচ্ছা চমৎকার পোস্ট।
শুভকামনা রইল।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
স্বপ্নসমুদ্র বলেছেন: উৎসাহের জন্য ধন্যবাদ।
৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:১৫
সুমন কর বলেছেন: গুড, বেরী গুড পোস্ট।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৭
স্বপ্নসমুদ্র বলেছেন: থ্যাংকস।
৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ২:৩২
যাফর বলেছেন: দারুন। ++++++++++
প্রিয়তে রাখলাম পরে টেরাই করে দেখবনে।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ভাইরে। লিঙ্ক আবার ডেড ও খাই যাইতে পারে পরে। মিডিয়াফায়ার তো। বুঝেন ই।
৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: ওয়াও !
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর তাই না??
৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১৮
অভিমানী মুন্না বলেছেন: সুন্দর তো,
একবার দেখেছিলাম এক লোক ছোট ছোট কাগজের টুকরো (কেমনে জানি ভাজ দেয়া) জোড়া লাগিয়ে বক বানাচ্ছিল ! দেখে অনেক কঠিন মনে হইছিল ! তবে সুন্দর...
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫১
স্বপ্নসমুদ্র বলেছেন: হা। জিনিস গুলা খুব মজার। সিম্পল কিছু থেকে এত সুন্দর কিছু যে হতে পারে ভাবতেই সেইরাম লাগে।
৯| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৩
সোহানী বলেছেন: দারুন তো...++++++++++++
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৫
স্বপ্নসমুদ্র বলেছেন: হা এবং অনেকটা ধৈর্যের ও।
১০| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩০
সাদা রং- বলেছেন: দারুন।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৭
স্বপ্নসমুদ্র বলেছেন: নিঃসন্দেহে।
১১| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩২
ইলুসন বলেছেন: দারুণ! তবে এই জিনিষ বানাতে ধৈর্য দরকার।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৮
স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। কিন্তু একটু চেষ্টা করলেই পারা যায়। যেগুলা একটু সহজ।
১২| ১৩ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
অপর্ণা মম্ময় বলেছেন: খুব সুন্দর লাগলো কাগজ দিয়ে তৈরি এই শিল্পের অভিনবত্ব। পাখির ঝাঁক টা অসাধারন
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০
স্বপ্নসমুদ্র বলেছেন: পাখির ঝাঁক টা অনেক কালারের কাগজের তাই দেখে আসলেই ভাল্লাগে। পাখিটা বানানো সোজাই। ৩D বানানোর মত না। চেষ্টা করে দেখতে পারেন।
১৩| ১৩ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৫
মদন বলেছেন: +++++++++++
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০০
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
১৪| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৮
ধানের চাষী বলেছেন: ভাল লাগলো, বইয়ের লিঙ্কগুলো জোগাড় করার জন্য ধন্যবাদ
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০১
স্বপ্নসমুদ্র বলেছেন: হুম। আরও ছিল। কিন্তু এগুলাকে কাজের মনে হয়েছে। তাই দিলাম।
১৫| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৪
এইচ. ইমরান বলেছেন: দারুণ!
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
১৬| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪০
বশর সিদ্দিকী বলেছেন: এই জিনিষ করতে গেলে আমার মাথা কেন জানি সব সময় গরম হয়। পারুম না।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৪
স্বপ্নসমুদ্র বলেছেন: পারুম না এ কথাটি কইয়ো না আর। একবার না পারিলে দেখ আরেকবার। এক গ্লাস ঠাণ্ডা পানি সাথে নিয়া বসেন। গরম হইলেই.।.।.।.।.।.।.।.। ভালো থাকবেন।
১৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৪১
আধখানা চাঁদ বলেছেন: সোজা শো কেইসে।
+++++++++++++
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
স্বপ্নসমুদ্র বলেছেন: নামাই ফেলেন। লিঙ্ক ডেড খাই গেলে মুই কিছু জানি না।
১৮| ১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০৫
দাদুচাচা বলেছেন:
দারুন।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
স্বপ্নসমুদ্র বলেছেন: দাদু নাকি চাচা?? ধন্যবাদ।
১৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৪
অস্পিসাস প্রেইস বলেছেন:
বাসার পিচ্চিগুলো দারুন এঞ্জয় করলো। আমিও তো বটেই। থ্যাংকস।
১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৭
স্বপ্নসমুদ্র বলেছেন: বানাতে পেরেছেন? পিচ্চি একটা কাজিন কে শিখাইছিলাম। পরে ও বাসার সব ম্যাগাজিনের কাগজ ছিঁড়ে পুরা ঘর পাখিময় করে ফেলেছিল।
২০| ১৪ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৮
কালোপরী বলেছেন: আমি ব্যাঙ বানাতে পারি
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪০
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনি বানাবেন পরী! কি সব ব্যাঙ বুং বানান। রোবট টার পিছনে পাঙ্খা লাগায়া দিবেন। দেখেন রোবট টা বানাতে পারেন নাকি।
২১| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
অস্পিসাস প্রেইস বলেছেন:
আমি নৌকা আর প্লেন
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪১
স্বপ্নসমুদ্র বলেছেন: আমি নৌকা, পেলেন, শাপলা, পাখি!! আর গুলা বই দেইখা পারি...
২২| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
হুমায়ুন তোরাব বলেছেন: rakhlam
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৩
স্বপ্নসমুদ্র বলেছেন: আচ্ছা রাখেন।
২৩| ১৪ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: EID Mubarok.
++++
Showcased
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৪
স্বপ্নসমুদ্র বলেছেন: ঈদ মুবারক ভাই। কাউ খরিদ করেছেন??
২৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
জামাল হোসেন (সেলিম) বলেছেন: দারুন সুন্দর একটি পোষ্ট! আগে প্রিয় তালিকায় রেখে তারপর কথাটা বলতে এলাম। এক ঝুড়ি ধন্যবাদ আপনাকে।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৮
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকেও অনেক গুলা ধন্যবাদ।
২৫| ১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
জুন বলেছেন: খুব সুন্দর একটা বিষয়। শালিক পাখিটা দারুন লাগলো স্বপ্ন সমুদ্র।
+
১৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
স্বপ্নসমুদ্র বলেছেন: আমার ব্লগেও স্বাগতম। আর ধন্যবাদ।
২৬| ১৯ শে অক্টোবর, ২০১৩ রাত ২:১২
হাসান তারেক বলেছেন: ভাই আপনার পোষ্টের জন্য প্লাস।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
২৭| ১৯ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
মশিকুর বলেছেন:
চমৎকার পোস্ট, চমৎকার।+
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৯
স্বপ্নসমুদ্র বলেছেন: চমৎকার ধন্যবাদ।
২৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
এহসান সাবির বলেছেন: প্রিয়তে.....
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:০১
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। লিঙ্ক আবার ডেড ও খাই যাইতে পারে পরে। আগ্রহ থাকলে নামাই ফেলেন।
২৯| ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: সুন্দর তো..............
মজা পাইলাম................ কয়টা লিংক ডাইনলোডও মারলাম..
ধইন্যা....
২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৫
স্বপ্নসমুদ্র বলেছেন: ধইন্না। এরপরে বানাইয়া ছবি আপলোড দিবেন। দেখতাম চাই।
৩০| ২৫ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
xewel বলেছেন: মজার একখান জিনিস দিচেন...বালা লাগলো.... ড্রামলোড দিবানে.... পিলাচ... +++++
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৪৯
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। ড্রামলোড দিছেন? বানাই আপলোড দিয়েন।
৩১| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৬
আদ্রিজা বলেছেন: চমৎকার পোস্ট।
প্রিয়তে।
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩২| ৩০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:০৩
এস এম কায়েস বলেছেন: +++++++++++++++
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২
স্বপ্নসমুদ্র বলেছেন: ওরে কত প্লাস রে। ধন্যবাদ।
৩৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২৯
রক্ত পলাশী বলেছেন: ভাল লাগল.।
২৬ শে জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৩
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। পড়ার জন্য।
৩৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০১
গোল্ডেন গ্লাইডার বলেছেন: চমৎকার পোস্ট, চমৎকার ++++্
০৬ ই মার্চ, ২০১৪ রাত ১১:৫০
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনাকে ধন্যবাদ।
৩৫| ১৭ ই মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
আশীষ কুমার বলেছেন: ২০ ডলারের ভালোবাসা কীভাবে বানায়?
১৭ ই মার্চ, ২০১৪ রাত ১০:১৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ভিডিও টা দেখেনঃ http://www.youtube.com/watch?v=ozky7JMFPbg অথবা এই লিঙ্কের স্টেপ গুলো ফলো করেন। Click This Link
বইগুলো নামায়াও খুজে দেখেতে পারেন। আরও ভালো কিছু অবশ্যই পাবেন। ভালো থাকবেন।
৩৬| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:২২
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: আমার ওস্তাদ সম বড় ভাই মাহফুজ ভাই এর মধ্যে কিছু কিছু বানাতে পারতেন.. এত দিন পর আপনার পোষ্টে এসে বেজাই নষ্টালজিক..
১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৮
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ। মাহফুজ ভাই এখন কই??
©somewhere in net ltd.
১|
১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৩৫
ল্যাটিচুড বলেছেন: