![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
১।
দাবি আদায়ের লক্ষ্যে কঠোর আন্দোলনের ডাক দিয়েছেন ডাক্তাররা। প্রিন্ট মিডিয়া প্রতিদিন তাদের আন্দোলনের ছবি ছাপে। কিন্তু দাবি আর আদায় হয় না। হে হে। আগে ভাবতাম খালি বাঙালি ডাক্তারদের হাতের লেখাই আমরা বুঝি না। এখন তো দেখতাছি আমাদের ডাক্তাররাও আন্তর্জাতিক মানের এবং এক্সপোর্ট কোয়ালিটির।
২।
বুঝা যাচ্ছে ডাক্তারদের মত আমাদের পলিটিসিয়ানরাও আন্তর্জাতিক মানের। জন্ম থেকেই এমন ই দেখে আসছি এগুলারে।
৩।
১৯৯০ এ টিভি মোটকা ছিল। মানুষ ছিল চিকনা। আর এখন তার উল্টাটা। কি আর করা। সব কাজ তো যন্ত্র ই করে। চিকনা তো ও ই হবে।
৪।
ফেসবুক প্রোফাইল পিকচার আর বাস্তবতার পার্থক্য। মেয়েদের ক্ষেত্রে আরও কঠিন ভাবে প্রযোজ্য।
৫।
দুই ভদ্রলোক ভার্চুয়াল প্রেম করে ডেটিং করতে এসেছে। এখনো এমন হয়।
৬।
এই পোলা এইদিকে পড়লে কি অবস্থা হবে??
৭।
এমন বউ থাকলে দেরি করে বাড়ি ফেরা?? অসম্ভব!!
৮।
জেনারেশন গ্যাপ।
৯।
যখন পাখি সম্প্রদায় হরর মুভি দেখে!!
১০।
কুইজঃ বলেন তো দেখি। কালো পাখিটা কি ভাবতেছিল?
১১।
আহারে। তুমার বাবুডা কত্ত ছুডু।
১২।
কঠিন বাস্তব। সত্যি বললে মাইর খাওয়ার সম্ভাবনা থাকলেও সত্যি বলাই ভালো।
১৩।
আমিও like. কোন Comment?? ওকে একমত হইলে share.
১৪।
উনি জীবনে পারফেক্ট কারো জন্য ওয়েট করতে করতে নিজেই ইনপারফেক্ট হই গেছেন।
১৫।
সায়েন্স ফিকশন। এটা টেন জি জেনারেশনের অবস্থা।
১৬।
টেন জি জেনারেশনের শিশুরা হয়ত এভাবেই জন্মাবে। কে জানে!!
এবার কিছু বিজ্ঞাপন।
১৭।
কোকাকোলা। বাপ দাদা চৌদ্দ গুষ্টি খাইয়া আসতেছে বুঝানোর জন্য গাছ। এটা ফ্যামিলি ট্রি।
১৮।
কোডাক ক্যামেরায় ছবি তোলা এতই সোজা যে গাধাও পারবে আপনার ছবি তুলে দিতে।
১৯।
বাঘকে এভাবে ক্লাম্প দিয়ে আটকিয়ে একশন ছবি তোলার দিন শেষ। ক্যানন ক্যামেরায় তুলুন লাইভ একশন।
২০।
এই পেস্ট দিয়ে দাঁত মাজলে দাঁতের অবস্থা এমন ই হয় যে বিলবোর্ডের লোহা তো পানি ভাত!!
২১।
এই খাবার শুধুমাত্র রাস্তা খুঁড়তে পারে এমন শক্তিশালী কুকুরের জন্য।
২২।
মুখের দুর্গন্ধে পাখি ডেড। শুধু কুকুরের জন্য নয়। আপনার মুখে দুর্গন্ধ থাকলে এই মাউথ ফ্রেসনার আপনার ও লাগবে।
২৩।
গ্রিজলি ভাল্লুকের হাত থেকে বাঁচতে উপায় খুঁজে নেটে সার্চ লাগান। মোবাইলের স্পীড এত ফাস্ট যে বেঁচে যাবেন।
২৪।
এক্স এর বিজ্ঞাপনের সব থিম ই একরকম। ফাউল। মাইয়াগো আর কাম নাই!!
২৫।
ন্যাচারাল হেয়ার বলতে আপনি কি বুঝেন?? এটাই ন্যাচারাল।
২৬।
নেসক্যাফে র এড। কি বুঝাইতে চাইছে কে জানে। কিন্তু পেঁচাটা সুন্দর।
২৭।
সচেতনতামূলক বিজ্ঞাপন। প্রত্যক্ষ ভাবে আপনি মাছ ধরছেন। কিন্তু পরোক্ষ ভাবে ক্ষতি করছেন আরও অনেকের।
২৮।
এই এরোসল এতই পাওয়ারফুল যে রুমে স্পাইডার ম্যান পলাইয়া থাকলেও শেষ!!
২৯।
দৃষ্টি আকর্ষণের আইডিয়াটা ভালোই। কি বলেন??
৩০।
কিঞ্চিৎ ১৮+ এটা শুধুমাত্র মেয়েদের হেয়ারড্রেসার। তাই এ অবস্থা। খারাপ কিছু দেখি না যদিও। আসলে আমি বুঝি না।
৩১।
পিছনের সিটে বসা মানেই আপনি সেফ না। সিট বেল্ট বাঁধুন। সচেতনতামূলক বিজ্ঞাপন।
৩২।
ফায়ারফক্স প্রটেকশন বলতে কি বুঝাতে চাইছে?? এন্টিভাইরাস, ফায়ারওয়াল নাকি প্যাকেট??
সবাইকে ঈদ মোবারক। কুরবানির বর্জ্য যথাস্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখুন। ভালো থাকুন।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৪
স্বপ্নসমুদ্র বলেছেন: অনেক গুলা ধন্যবাদ প্রথম কমেন্টের জন্য।
২| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ৭ , ৯ ,১০,১১, ১৯,২০,২৩,২৯ ভাল্লাগছে!!!!
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪০
স্বপ্নসমুদ্র বলেছেন: আমার তো ২২ ও ব্যাপক লাগছে! কুকুরের মুখের গন্ধে পাখি মইরাই গেছে.................. হা হা!
৩| ১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬
Kawsar banggalii007 বলেছেন: এতোগুলা আজব ছবি কই থেকে সংগ্রহ করছেন?
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
স্বপ্নসমুদ্র বলেছেন: নেট এ অনেক অনেক আছে ভাই। মজা পাবেন সার্চ দিলে...
৪| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:১৬
আমাবর্ষার চাঁদ বলেছেন: ছবি গুলান ভালা হইছে
ধইন্যা...........
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
স্বপ্নসমুদ্র বলেছেন: আপনারেও ধইন্না। আর ঈদ মুবারক।
৫| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:১৬
কালোপরী বলেছেন:
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪৩
স্বপ্নসমুদ্র বলেছেন:
৬| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:১৯
ভুং ভাং বলেছেন: ভাল লাগলো
১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৭
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৭| ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ২:২৪
পেন্সিল স্কেচ বলেছেন:
হাম্বা মুবারক
১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৪
স্বপ্নসমুদ্র বলেছেন: ঈদ মুবারক।
৮| ১৬ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১২
অন্ধকারের রাজপুত্র বলেছেন: পোস্ট ভালো লেগেছে..
ঈদ মোবারক
১৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:০৪
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ।
৯| ১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৪১
নীল েমঘ বলেছেন: সংগ্রহ করে রাখলাম
১৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৩
স্বপ্নসমুদ্র বলেছেন: রাখেন।
১০| ১৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৫
সাদা রং- বলেছেন: দারুন হইছে ছবির বিবরণ।
২০ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৬
স্বপ্নসমুদ্র বলেছেন: ধন্যবাদ ভাই।
১১| ০৯ ই নভেম্বর, ২০১৪ সকাল ১১:২৪
মাতাল ভাবনা বলেছেন: সেইরাম মজা পায়ইলাম
১২| ১০ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
সাদা মনের মানুষ বলেছেন: ফাটিফাটা.........কয়েকটা দেখে তো হাসতে হাসতেই শেষ হয়ে গেলাম, বিশেষ করে ১২নং টা
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
চলতি নিয়ম বলেছেন: +