![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু কিছু বিভ্রান্তি এমন যে আপনি বুঝতেই পারবেন না আপনি এর শিকার। প্রেম এমন ই একটা বিভ্রান্তি। আবার সমুদ্রের নীল ও একই। যখন বুঝবেন তখন আপনি ডুবে গেছেন।
১। কোন জায়গায় বাঘ, মাছ, ফুল, প্রজাপতি, পাখি বলতে গেলে সব কিছুই কথা বলতে পারে??
২। ৮ টা শূন্য ব্যবহার করে কিভাবে ১২৬ বানাবেন??
৩। ১৯৭৮ সালের ৬ মে ১২ টা ৩৪ মিনিটে একটি অভূতপূর্ব ব্যপার ঘটেছিল। সেটা কী!?
৪। এক বিড়ালের তিনটা বাচ্চাঃ জানুয়ারি, মে, জুন। তাদের মায়ের নাম কী।?
৫। এটা সবার পারা উচিত। ক্রিকেট খেলা চলছে। মমিনুল আর সাকিব দুই ব্যাটসম্যানেরই ৯৪ রান। জিততে হলে তিন বলে লাগবে সাত রান। কিন্তু কিভাবে দুই জনের ই সেঞ্চুরি হবে??
৬। গাধার পিছে গাধা। তার পরে আমি। আমার পিছনে পুরো জাতি। এটি একটি খুন। ব্যাখ্যা করুন।
৭। ১১ এর সাথে দুই যোগ করে কিভাবে এক পাওয়া যায়?
৮। বদু মিয়া ২ মিটার লম্বা একটা দড়িতে ছাগল বেঁধে বাজারে গেল। এসে দেখে ওইটা ৩ মিটার দূরে ঘাস খায়। ক্যামনে??
৯। এক শব্দে শূন্যস্থান পূরণ করুনঃ মতিন হারুনের ছেলে। তাহলে হারুন মতিনের বাবার ________।
১০। আমার ড্রয়ারে ২৬ টা কাল মৌজা, ১৩ টা নীল মৌজা, ১৪ টা সাদা মৌজা, আর ১৭ টা লাল মৌজা আছে। কারেন্ট নাই। অন্ধকারে এক টাইপের মৌজা পাইতে ড্রয়ার থেকে সর্বনিম্ন কয়টা নিমু??
১১। কোন সংখ্যা সেটা যা থেকে ৪ বিয়োগ করলেও যা আবার তাকে ৪ দিয়ে ভাগ করলেও তা?
১২। আমি টি দিয়ে শুরু আমি টি দিয়ে শেষ আর আমি টি দিয়ে ভরা। আমি কে??
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
স্বপ্নসমুদ্র বলেছেন: অনুগ্রহ করে নিচের মন্তব্য গুলো দেখতে থাকেন। কেউ না কেউ অবশ্যই চেষ্টা করবে। তাদের মজাটা নষ্ট করতে চাই না।
২| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১০
নিজাম বলেছেন: উত্তর নাই কেন?
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
স্বপ্নসমুদ্র বলেছেন: উত্তর অনেকেই দিচ্ছে। দেখেন।
৩| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:১৬
দালাল০০৭০০৭ বলেছেন: ????????
০৯ ই মার্চ, ২০১৪ রাত ৯:৫৯
স্বপ্নসমুদ্র বলেছেন: ।।।।।।।।।।।।।।
৪| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৩৮
ফয়সাল হুদা বলেছেন: ১। কার্টুন মুভি হতে পারে
৫। ৬,রান আউট,৬
৬। assassin
৮।১ মিটার লম্বা ছাগলের পায়ে দড়ি বেঁধে রাখা।
৯। নাম
১০। ড্রয়ার থেকে সর্বনিম্ন কয়টা নিব তা প্রশ্ন করা হয় নি
তাই অনেকগুলো উত্তর হতে পারে। আমি দিলাম ৪৫ টা
১২। টি-পট
(বাকি গূলো ভেবে পড়ে দেয়ার চেষ্টা করব)
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
স্বপ্নসমুদ্র বলেছেন: ৮ হয়নি। অন্যভাবে ভাবুন। ১০ নাম্বার এডিট করলাম। আবার চেষ্টা করুন। বাকিগুলো হয়েছে।
৫| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫১
ফয়সাল হুদা বলেছেন: ১১। 5.33333333333
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৫
স্বপ্নসমুদ্র বলেছেন: এটাও হয়েছে।
৬| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২০
ফয়সাল হুদা বলেছেন:
6. assassination (এডিট)
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬
স্বপ্নসমুদ্র বলেছেন: হাঁ।
৭| ০৯ ই মার্চ, ২০১৪ সকাল ১১:২৯
এম এ কাশেম বলেছেন: ৬# Assassination
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৬
স্বপ্নসমুদ্র বলেছেন: হয়েছে এটা।
৮| ০৯ ই মার্চ, ২০১৪ দুপুর ১২:০৩
ফয়সাল হুদা বলেছেন: ৩। ১৯৭৮ সালের ৬ মে ১২ টা ৩৪ মিনিটে
ঘড়িরকাটা শুদ্ধ ক্যালেন্ডারের ডিজ়িট গূলো এমন হতে পারে -১,২,৩,৪,৫,৬,৭,৮
তবে ৫ জুন হলে আরও সুন্দর হত।
০৯ ই মার্চ, ২০১৪ রাত ১০:০৭
স্বপ্নসমুদ্র বলেছেন: সম্ভবত আসল প্রস্নে এটাই ছিল। পোস্টটি লেখার সময় যাচাই করি নি। তবে উত্তর ঠিক আছে।
৯| ১৩ ই মার্চ, ২০১৪ রাত ২:০৭
রাসেলহাসান বলেছেন: এতো কিচু মাথায় খেলে না..
১৩ ই মার্চ, ২০১৪ রাত ১১:০২
স্বপ্নসমুদ্র বলেছেন: খেলাইলেই খেলবো।।
১০| ০১ লা এপ্রিল, ২০১৪ সকাল ৭:২৫
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: খেলাইলেই খেলবো। তাও খেলেনা.. তয় পড়তে মজা পাইছি...
১১ ই এপ্রিল, ২০১৪ ভোর ৬:২৭
স্বপ্নসমুদ্র বলেছেন: এটাই ভালো।
১১| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১২:৫৬
রিহান রাজা বলেছেন: ৭) ভুল করলে
৮)ছাগলটা দড়ির সাথে বাধা থাকলেও দড়ির অন্য প্রান্ত কোন কিছুর সাথে বাধা নেই।
১২| ১০ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২১
আরণ্যক রাখাল বলেছেন: কয়েকটা পাব| ছাগলের গলায় দড়ি ছিল কিন্তু খুঁটি ছিল না| তারপর ৬, অভার, ৬| চায়ের পাতার প্যাকেট| এতে দুজনেরই ১শ| আরো পাব ওগুলো কাল| এখন ঘুমাই| আর হ্যা ৭০টা মোজা বের করব
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৪৮
আহমেদ আলিফ বলেছেন:
ভাই, একটাও পারি না ।
এবার বলে দেন!