![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এ দেশের শ্রেষ্ঠ রূপকার
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
আমার চির অহংকার।
বঙ্গবন্ধু তুমিতো নও শুধু একটি নাম
তুমি একটি দেশ ও প্রতিষ্ঠান
তুমি সর্বদা চেয়েছো এ দেশের তরে কল্যাণ।
তোমায় খুঁজে পাই সকল রাগে অনুরাগে
তোমার নির্দশেনায় পথ চলতে ভালো লাগে।
তোমার নামে ছড়ায় যারা হাজার বিষবাণী
তারাই এখন চলছে পথ ফুলিয়ে বক্ষ খানি।
হয়তো দূর আকাশের তারার মতন নিজেকে জ্বালিয়ে
সকল আঁধার দূর করবে কুঝ্ঝটিকা সরিয়ে।
তোমার তরে সইব নাকো কোন অপমান
তুমি মোর চিরচেনা নায়ক সে মহান।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪৯
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: চমৎকার সমালোচনা।
অবশ্য ব্লগে আপনার মতো অনেকেই আছেন যারা লেখক নন বরং সমালোচক।
কি আর করবেন ভাই, লেখার গুন না থাকলে তো সমালোচনা দিয়েই চলতে হয় নাকি????
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৬
দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। আরো ভালো হতে পারতো। বেশিবেশি লিখুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অবশ্যই বেশি বেশি লেখার চেষ্টা করবো।
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:০৭
ডঃ এম এ আলী বলেছেন: বঙ্গবন্ধুকে নিয়ে খুব সুন্দর কবিতা লিখেছেন । ভাল লাগল ।
ঈদ শুভচ্ছা রইল ।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৪
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনাকেও ঈদ শুভেচ্ছা
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:০২
ভীনদেশী বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো। আরো ভালো হতে পারতো। বেশিবেশি লিখুন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩৫
খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। অবশ্যই বেশি বেশি লেখার চেষ্টা করবো।
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪৮
নীল আশরাফ বলেছেন: বঙ্গবন্ধু সম্পর্কে উল্টাপাল্টা বললে যদি শাস্তির ব্যবস্থা রাখা হয়, তাহলে তার চামচামি করলে পুরষ্কারের ব্যবস্থাও রাখা উচিত বলে মনে করি - নয়ত এক সময় ওনাকে নিয়ে কবিতা লেখার মত মানুষ ট্যালেন্ট হান্ট করেও পাওয়া যাবেনা।