নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খাইরুন নাহার বিনতে খলিল

খাইরুন নাহার বিনতে খলিল › বিস্তারিত পোস্টঃ

এমন একটা ভুবন পেতাম যদি

০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪২

এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় আঁধার কালো রাতে
থাকতো না কোনো ভয়;
অরুণ রাঙা প্রভাতে
ছিনিয়ে আনা যেতো শত কোটি জয়।

এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় অর্থ বিত্তের চিন্তায়
কারো জীবন ফুরোয় না।
অল্পতে সবে তুষ্ট থাকে
বেশি চায় না।


এমন একটা ভুবন পেতাম যদি....
যেথায় একে অপরকে
বাসতে পারে ভালো;
অন্য জনের আঁধার ঘরে
ছড়াতে পারে আলো।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৪৯

চাঁদগাজী বলেছেন:


স্কেন্ডানেভিয়ান দেশগুলোেতে আপনার স্বপ্নের কাছাকাছি পরিবেশ আছে।

০৭ ই জুন, ২০১৭ সকাল ৯:৫৬

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: এখানে একটি দেশকে কল্পনা করা হয়নি ।আশা করি আপনার মতো বিচক্ষণ মানুষ সেটা বুঝতে পেরেছে। মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১১

সত্যের ছায়া বলেছেন: আপনি আপনার কল্পনার জগৎ কে ইচ্ছেমত সাজিয়ে নেন। দেখবেন আপনার ভুবন আপনার কাছে ধরা দিবে।

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৪৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৩| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:১২

সত্যের ছায়া বলেছেন: আপনার চশমা কিন্তু সুন্দর।

৪| ০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:২০

মোস্তফা সোহেল বলেছেন: আপনার আশা পূরন হোক।

০৭ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ধন্যবাদ।এমেন ভুবন আমি সকলের জন্যই কামনা করি।আমার একার জন্য নয়।

৫| ০৭ ই জুন, ২০১৭ দুপুর ১:৩৬

রাজীব নুর বলেছেন: আপনার কবিতায় সহজ সরল ভাবে মনের আকুতি ফুটে উঠেছে।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:০৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ রাজীব সাহেব। ভালো থাকবেন।

৬| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:১৬

অনুকথা বলেছেন: এরকম ভুবন আমাদের সকলের নিকটই বোধহয় কাম্য।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৮

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: অনেক দিন পর আপনাকে পেলাম। মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

৭| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২০

ভীনদেশী বলেছেন: আমি অনুকথার সাথে সহমত পোষণ করছি।এরকম ভুবন হলে ভালো হতো।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৯

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: ভীনদেশী ভাই মন্তব্যের জন্য ধন্যবাদ।

৮| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:২৫

নিয়াজ সিডনি বলেছেন: সুন্দর কবিতা ।সুন্দর এক ভুবনের স্বপ্ন।

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৪:৩০

খাইরুন নাহার বিনতে খলিল বলেছেন: আমার ব্লগে আপনকে স্বাগতম।

৯| ০৭ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৫

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
সবার তরে এমন ভুবন হোক।
খুব সুন্দর কবিতা।
শুভকামনা রইল।

১০| ০৭ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ধ্রুবক আলো বলেছেন: যার আছে ভুঁড়ি ভুঁড়ি সে চায় আরও বেশি,
এরকম ভুল এখন দুষ্প্রাপ্য কেউ অল্পতে তুষ্ট।

আশা করি আপনার আশা পূরণ হোক। কবিতায় +

১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৩৮

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১২| ২৩ শে এপ্রিল, ২০১৮ রাত ১০:১৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজ ও সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.