|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বাংলাদেশ বিশ্বের মধ্যে এমন একটি দেশ যেখানে হাসি কান্না একে অপরে ভাগাভাগি করে নেয়
 আমরা একজনের দুঃখে হাসি আরেক জনের সুখে হাসি। শুধু ব্যতিক্রম দেখলাম ফুটবল বিশ্বকাপে এখানে যারা আর্জেন্টিনার সাপোর্টারস তারা ব্রাজিলের ব্রা বের করার জন্য উঠে পড়ে লেগেছিল পক্ষান্তরে মেসির কেন বিয়ের আগেই একটি নাজায়েজ সন্তান আছে তা নিয়ে ব্রাজিলের সাপোর্টারস রা লেগেছিল।
বিশ্বকাপ শুরুর আগে সুমাইয়া আলো নামে একজন ব্লগার দুটি পোস্ট করেছিলেন একটি ব্রাজিলের পক্ষে আরেকটি আর্জেন্টিনার পক্ষে,  হয়ত ব্রাজিলের পোস্টটি ভাল হয়নি তাই নির্বাচিত পাতায় যায়নি কিন্তু যথারীতি আর্জেন্টিনার পোস্টটি নির্বাচিত পাতায় স্থান পায় তাতে কেউ কেউ এর বিরোধীতা করেন সেটাও ভাল কেননা দুটি দল না হলে কোন কিছুতেই মজা নেই।
এত কিছু বলার কারণ ব্রাজিলের সেমিতে ৭টি গোল খাওয়া। কেননা অনেকে বলেছিলেন ব্রাজিল ফাইনালে যেতে পারেন নি বিধায় আর্জেন্টিনাও পারবেনা।  কিন্তু সেটা ভূল প্রমাণিত হয়েছে,  এখন তারা বলছেন ফাইনালে নির্ঘাত হেরে যাবে তাদের এই ভবিষ্যৎ বানী সঠিক হয় কিনা শুধু তাই দেখার পালা।
সাথে অভিনন্দন জানা আপাকে তার পছন্দের দল ফাইনালে উঠেছে তাই 
 ৬ টি
    	৬ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই জুলাই, ২০১৪  রাত ৯:১৬
১০ ই জুলাই, ২০১৪  রাত ৯:১৬
খালা মনি বলেছেন: সামুতে কমেন্টের অভাব চলছে
২|  ১০ ই জুলাই, ২০১৪  রাত ১১:২৯
১০ ই জুলাই, ২০১৪  রাত ১১:২৯
প্রবাসী পাঠক বলেছেন: সাথে অভিনন্দন জানা আপাকে তার পছন্দের দল ফাইনালে উঠেছে তাই 
জানা আপা আর্জেন্টাইন সাপোর্টার এই তথ্য জানা ছিল না। 
  ১১ ই জুলাই, ২০১৪  রাত ৮:৩৩
১১ ই জুলাই, ২০১৪  রাত ৮:৩৩
খালা মনি বলেছেন: 
৩|  ১১ ই জুলাই, ২০১৪  দুপুর ২:২৭
১১ ই জুলাই, ২০১৪  দুপুর ২:২৭
মুহাম্মদ ইব্রাহিম বলেছেন: আপনি খালা মনি ক্যা ?
  ১১ ই জুলাই, ২০১৪  রাত ৮:৩৪
১১ ই জুলাই, ২০১৪  রাত ৮:৩৪
খালা মনি বলেছেন: যেহেতু আমি আপনার মায়ের বোন, বাপের শালি তাই 
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৪  দুপুর ২:০৪
১০ ই জুলাই, ২০১৪  দুপুর ২:০৪
সুমাইয়া আলো বলেছেন: