![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের প্রথম শ্রেনীর গ্রুপ অব কোম্পনীর অফিসার পদে চাকুরি। ৯-৬টা অফিস, যাতায়াতের জন্য নিজস্ব পরিবহন, মাস শেষে পরবর্তী মাসের প্রথম সপ্তাহে বেতন... কি চমৎকার তাই না?
এমন বাহ্যিক চিত্র প্রায় সব বেসরকারী প্রতিষ্ঠানের।
কিন্তু ভেতরের চিত্রটা আমরা কয়জনই জানি? জানলেও কি প্রকাশ করতে পারি? পারবো কি করে, অফিসার না! সাধারন শ্রমিক হলে তো কথা ছিলনা, নিজে নামতে পারতাম, কতো নেতা, কতো মোর্চা সংগঠন, মানবতাবাদী.... আন্দোলন, লাইভ টিভি কাভারেজ, দাবী আদায় না হলে সরকার পতন...
আপনি অফিসার, কোম্পানির অনিয়ম নিজেও দেখবেননা কাওকে দেখতেও দেবেন না এটা আপনার দায়ীত্ব! সরকারী ছুটির দিনেও অফিস চলবে! হোক সেটা ২১ ফেব্রুয়ারী, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর, ১লা বৈশাখ অথাবা ১৫ আগষ্ট! কোম্পনির আছে টিভি চ্যনেল আছে পত্রিকা ওখানে তো দিবস পালন হচ্ছেই! কারখানায় চেতনা বিলানোর কি আছে! কারখানা চলবে, উৎপাদন বিপনন চলবে, বছর ঘুরবে বেষ্ট বিজনেস এওয়ার্ড পাবে কোম্পানী! মিলবে আইএসও আপগ্রেড সনদ! সেখানে কে ছুটি পেলো না, নিজের বেতন থেকে কেটে নেওয়া ৫% প্রভিডেন্ড ফান্ডের টাকার জন্য ঘুরতে ঘুরতে জুতার ছাল তুলে ফেললো তাতে কার কি আসে যায়! এখানে এসবই নিয়ম, এগুলো মেনে পারলে চাকুরি করুন না তো দরজা খোলা...
এগুলো নিয়ে ঘাটাঘাটি করবেন না! চাকরি তো থাকবেই না, অনিয়মের শিরোনাম কোথাও হবেনা, হবে অজ্ঞাত পরিচয় লাশের....
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:১৯
শ্রাবণধারা বলেছেন: কোন কর্পোরেটে আছেন ভাই ? যে কর্পোরেটেই হোক, লোকাল আর ফরেন, সবই শ্রম বিক্রির জায়গা, কঠোর বাস্তবতার জায়গা ।
তবে আপনার বর্ণনার ছ্যাচড়া বাঙলা কর্পোরেট থেকে হয়ত কিছু বেটার কর্পোরেট আছে, যেখানে প্রভিডেন্ড ফান্ডের টাকার জন্য ঘুরতে হয়না, বা সাধারনত সরকারী ছুটির দিনে অফিস করতে হয়না । চাকর হতে হলে এসব কিছুটা নিয়ম ওয়ালা ফরেন টর্পোরেটের চাকর হওয়া ভাল বলে মনে করি ।