নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খািলদ১৯

আমি একজন এনড্রয়েড মোবাইল এপ্লিকেশান ডেভেলপার ।

খািলদ১৯ › বিস্তারিত পোস্টঃ

আমার ডাইরি থেকে নেওয়া ।

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:১৭

জীবনের কথা। ২৪/০৭/০৭













আমি একজন পথ হারা পথিকের মত হতে যাচ্ছি । পথিক হারায় পথের মাঝে, আর আমি হারিয়ে যাচ্ছি আমার মাঝে , স্বপ্নের মাঝে, বাস্ববতার মাঝে । আমার মনের কথাগুলো কখনো প্রকাশ পায় না বা প্রকাশ পেতে চায় না । সূর্যোদয়ের মত হাজারো কথা মনের কোণে বাসা বাধে আবার সূর্যয়াস্তের মত আবার বিলীন হয়ে যায় শূন্যতায় । স্বপ্নেরা বাসা বাধে, কিন্তু পূর্ণাঙ্গতা পায় না । স্বপ্নের আকাশটা বিশাল, তাই দুঃখের সীমা দীর্ঘ । কষ্টের সংজ্ঞা বুঝতে পেরেছি আমার মনের কষ্ট দিয়ে । দুঃখের মাঝে থেকে আমি অনেকটা তৃপ্তি অনুভব করি, তাই দুঃখ আমাকে ছেড়ে যেতে চায় না । তাই দুঃখের মাঝে আমি হারিয়ে গেছি । তাই আমি দুঃখের গান গাই । মন বিদ্রোহী হতে ইচ্ছে করে, কিন্তু বিদ্রোহ কার সাথে করব । তাই মনের সাথে বিদ্রোহ চলে অবিরত । আমি দেখেছি বাস্ববতা বড়ই নিষ্ঠুর, সে মানুষকে গ্রাস করে ঠেলে দেয় অন্ধকার গহ্বরে । আমি সেই বাস্তবতাকে চাইনা । আমি বাস্তবতাকে চাই আমার কাছে, অপরের কাছে, শান্তির কাছে । এই সান্ত্বনা নিয়ে জীবন তার আপন গতিতে প্রবাহিত হতে থাকবে, দেখা যাক কি ঘটে কার ভাগ্যে ।



সমাপ্ত







উপরের লেখাটা লিখেছিলাম অনেকদিন আগে । তখন নতুন একটা নোট বুক পেয়েছিলাম হাতে । সম্ভবত কিছু লিখার অভ্যাস গড়ে তুলতে আমার মনের কিছু কথা লিখেছিলাম হয়তোবা আবেগের বশেই লিখেছিলাম । তারিখটা ছিল ২৪/০৭/০৭ । ভাগ্যের কি নির্মম পরিহাস আজ আবারো সেই লেখাটা লিখতে হচ্ছে । কারণ আমি কখনো কল্পনা করতেও পারিনি আমার কি ভাগ্য ওতপেতে বসে ছিল । আজ আমার ডাইবেটিস । ভাবতেই আমার অবাক লাগে, আমি কি এটা চেয়েছিলাম । কত স্বপ্ন দেখেছি, একদিন আমি আমার না পাওয়া সবকিছু জয় করিব । যা ছিল দুর্জয়, সবকিছু জয় করিব । কত রাত কত স্বপ্ন দেখেছি, কত সুখের সাগরে হাবুডুবু খেয়েছি । স্বপ্নের বিশালতা আজ আমাকে চেপে ধরেছে । আজ শুধুই ধরাবাধা নিয়ম, শুধুই ঘড়ির কাটা আর শুধুই বেঁচে থাকা । এতকিছু পরেও বাস্তবতা বলে এটাই স্বাভাবিকতা ।

তাই জীবন আমার স্বাভাবিক গতিতেই চলচ্ছে ।।





*** মনের খাথায় প্রথম পাতায়

লিখব তোমায় বলে

আশার হাওয়াই ভেসে বেড়াই

তুমি বুঝি এলে ।।





**** তুমি নেই বুকের মাঝে

শুন্য ঋদয় হাহাকার

আকাশ ভেঙ্গে পড়ল বৃষ্টি

একটু সুখের আহার ।।









***সুখের বৃষ্টি সেতো মরীচিকা ।***









মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.