![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়দানঃ----------------
অপুর শখ হয়েছে জমি কেনার । ঢাকা শহরে জমি পাওয়া মুশকিল । শহর অল্প দুরে এক জায়গা অপুর পচন্দ হলো । দামেও সস্তা, তবে সমস্যা হচ্ছে, জমির ঠিক পাশেই কবরস্থান । এলাকার অনেকেই বলেছে, জমিটাতে হালকা ভৌতিক ঝামেলা আছে । অপু আরও একটু খোজখবর নিতে চাইল । সে যখন জমির কাছে পৌছাল, তখন সন্ধা সাড়ে সাতটা বাজে । অপু দেখল, জমির ডান পাশের বড় আমগাছটার নিচে দুজন লুঙ্গি পরা খালি গায়ের মানুষ কথা বলচে । অপু তাদের একজনকে সালাম দিয়ে বলল, ভাই, আমি এই জমিটা কিনতে চাই । এই জমির দাম কেমন হওয়া উচিত বলে আপনার মনে হয় ? ভদ্রলোক বিনীতভাবে উত্তর দিল , ভাই আমি আসলে পনেরো বছর আগে মারা গেছি । নতুন রেট বলতে পারব না । তবে আমার ছোট ভাই আসুক । ও গত সপ্তাহে মারা গেছে । সে আবার জমির দাম-টাম ভালোই বোঝে । আপনি একটু অপেক্ষা করলে ওর সঙ্গেই কথা বলতে পারবেন ।
সংগৃহীতঃ—18/04/08
“জীবন একটা জটিল জিনিস, আজ যেটা মনে হচ্ছে অসম্ভব । কাল সেটা সম্ভব । কাল আপনার সমস্যাটা অতীত হয়ে যাবে ।”(সারা যাকের)
২২ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৩৮
খািলদ১৯ বলেছেন: ধন্যবাদ আপনাকে । আমি আসলে এগুলো আমার ব্লগে সংরক্ষণ করে রাখছি । তাতে যদি কেউ আনন্দ পায় । আমার তো কোন সমস্যা নাই । বরং আমি উপকৃত হব এই যে এগুলো আমার কাছ থেকে হারাবে না । একটি হসির দাম অনেক । যা কখনো টাকার দামে পাওয়া যায় না ।
©somewhere in net ltd.
১|
২১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৩০
খাটাস বলেছেন: বেশ পুরান জোকস, যেগুলো শুনলে মনে হয় জানি, না শুনলে মনে হয় জানি না। আপনি এর আগেও একটা দিয়েছেন। পুরান জোকস গুলোর একটা কালেকশন সিরিজ করতে পারেন। কেও কমেন্ট না করলে ও মন খারাপ করবেন না। কাজের উদ্দেশ্য ভাল হলে মূল্য প্রয়োজন নেই।
একটা প্লাস। ভাল থাকবেন।