নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাধীন,মুক্ত চিন্তার অধিকারী...

খালিদ ইমদাদ

প্রতিমুহুর্তে মৃত্যুর দিকে ধাবিত

খালিদ ইমদাদ › বিস্তারিত পোস্টঃ

ইসলামী প্রতিষ্ঠান,সংগঠগুলোর কাছে উদাত্ত আহ্বান

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫

আমাদের বন্ধু সার্কেলে সবচেয়ে বেশী তাকে নিয়েই মজা করা হয় যার অর্থনৈতিক দিয়ে খুব সচ্ছল নয়।
পরিবারে সেই সদস্যকে অবহেলিত হতে হয় যার আয় উপার্জন নেই বা খুবই কম ভূমিকা রাখে পরিবারে।

তো,বর্তমানে আমাদের ইসলামী সংগঠন,ব্যাক্তিত্বকে এরকম অবহেলিত,কটাক্ষের ও নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।মুখোমুখি হতে হচ্ছে সমাজ,রাষ্ট্রে তাদের অর্থনৈতিক ভূমিকা নিয়ে ?

ইসলামী সংগঠন,প্রতিষ্ঠান,ব্যাক্তিগণ যতক্ষণ না অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবেননা।সমাজে অনন্য শ্রেণীর মুখোপেক্ষি,হাত পাতা হওয়া থেকে ফিরে আসবেননা,ততোদিন তাদের এভাবে নেগলেট হতেই হবে।আর কখনো তারা প্রভাব সৃষ্টি করতে পারবেনা সমাজে।

বুখারী,মুসনাদ আবু আওয়ানাতে 'আবু হুরায়রা' কতৃক বর্ণিত এক হাদিসে রাসূল বলেন,উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাতের চেয়ে উত্তম।(১)

ইউসুফ কারদাবীর 'তাওয়াক্কুল'গ্রন্থে দুইটা ঘটনার উল্লেখ রয়েছে,

প্রথমটা হচ্ছে,''আবু বকর (রাঃ) খলিফা নির্বাচিত হওয়ার পরও ব্যবসার উদ্দেশ্যে বাজারে যেতেন।তাকে জিজ্ঞাসা করা হলো কেন?তিনি বলেন,আমার পরিবারের জীবিকা উপার্জনে যাচ্ছি।''
একজন খলিফা হয়েও রাষ্ট্র,বা অন্য কারো মুখোপেক্ষিতে চাননি।দেখুন অবস্থা!

পরেরটি হচ্ছে ,ওমর (রাঃ) একবার নামাজের পর বেশ কিছু যুবককে মসজিদে বসে থাকতে দেখেন।তখন তিনি তাদেরকে মানুষের উপার্জন ভক্ষণকারী বলে নিন্দা করেন।(২)

কুরআনে বলা হয়েছে,''তোমরা নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে।''(৩)

ফিকাহ শাস্ত্রের ইমাম সুফিয়ান ইবনে সাঈদ ছাওরী বলেন,''যে আলেমের জীবিকা উপার্জনের ব্যবস্থা থাকবেনা সে তার ধর্ম বিক্রি করে খাবে'' (৪)

বুখারীতে এক হাদিস আছে,যেখানে বলা হয়,তুমি তোমার ছেলেকে মানুষের কাছে হাত পাতার জন্য অর্থহীন রেখে যাওয়া থেকে ধনাঢ্য রেখে যাওয়া উত্তম।(৫)

ইসলাম সর্বদিক দিয়েই হাত পাতা, কাউরো মুখাপেক্ষি হয়ে থাকা,অনুদান নির্ভর জীবন ব্যবস্থা নিরুৎসাহিত করে।বিপরীত দিয়ে স্বনির্ভর,পরিশ্রমের উপার্জনে উৎসাহিত করে।

যেহেতু এবিষয়ে আলোচনা উঠেছেই,সেহেতু আলেমগণের এব্যাপারে সচেষ্ট হওয়া জরুরী।হ্যাঁ,ইসলামে দানের কথা খুব বলা হয়েছে।তবে তা মানুষ করবে স্বতস্ফূর্তভাবে।

আশা করা যায়,ইসলামী প্রতিষ্ঠান,ব্যাক্তিবর্গগণ সমাজ,রাষ্ট্রের সকল সেক্টরগুলোয় তাদের ভূমিকা জারি রাখবেন।এতে তাদের বিলীয়মান সম্মান রক্ষা পাবে।তারা হয়ে উঠবে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে।

তথ্যসূত্রঃ
১।[আল-আদাবুল মুফরাদঃপরিচ্ছেদ-৯৯ঃহাদিস- ১৯৫]
২।তাওয়াক্কুল-পরিচ্ছেদঃসাহাবী ও তাবেয়ীগণের আদর্শ-৫৩পৃষ্টা
৩।সূরা জুময়া(১০)
৪।তাওয়াক্কুল-পরিচ্ছেদঃসাহাবী ও তাবেয়ীগণের আদর্শ-৫৪পৃষ্টা
৫।বুখারী-২৭৪২

আজকের ভাস্কর্য বিরোধী মিছিলে পুলিশের হামলা।ছবিঃবিডি নিউজ

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

চাঁদগাজী বলেছেন:



পেশাবিহীন মানুষ জাতির জন্য বোঝা।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৫

খালিদ ইমদাদ বলেছেন: জ্বি,অনেকটা তাই...

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:০৪

অধীতি বলেছেন: আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি দুনিয়া মু'মিনের জাহান্নাম।ধন সম্পদ দিয়ে লাভ নাই।আল্লাহ খাওয়াবে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৭

খালিদ ইমদাদ বলেছেন: নাহ ভুল জেনেছেন বা শুনেছেন।ইসলামই একমাত্র ধর্ম ,যে ধর্ম মানুষকে ইহকালীন ও পরকালীন জীবনে ভারসম্য করতে বলে।ওই কথা যারা বলে তারা অবশ্যই ভুল বলে।আশা করি,রেফারেন্সের বিষয়গুলো দেখবেন।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সেই সময়ে অর্জিত সবটাইতো লুট পাটের টাকা।কে কি ব্যবসাটা করতো শুনি।আর চাষ বাসই বা কে করতো।উন্নত অঞ্চলগুলো লুট পাট করাই ছিল তাদের প্রধান কাজ।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৪৯

খালিদ ইমদাদ বলেছেন: নাহ,আপনে ভুল জানেন।বেদূঈনদের মধ্যে সে প্রবণতা ছিল কিন্তু মক্কায় ব্যবসায়ী ও মদিনায় কৃষি চালু ছিল।তারা সে কাজই করতেন।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৩৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগারদের আহ্বান জানায়ে দেখেন, কাজ হবে।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৮:৫০

খালিদ ইমদাদ বলেছেন: ব্লগাররা কিভাবে ভূমিকা রাখতে পারে এতে?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:১১

এমেরিকা বলেছেন: মাদ্রাসা মক্তবে সরকারের উচিত ছিল আরো বেশি বিনিয়োগ করা, যাতে সেখানে শাহরিয়ার কবিরের "খোদা কেন মূর্তি বানানো হালাল করেছেন" টাইপের বইপুস্তকের উপর পিএইচডি করা যায়। তা না করে সরকার ডান্ডা পেটা করে এইসব অশিক্ষিত মূর্খদেরকে জিহাদে উদ্বুদ্ধ করছে - লক্ষণ ভালো না।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৭

খালিদ ইমদাদ বলেছেন: তাদের দূরে সরিয়েই বেশী ভুল করেছি আমরা।

৬| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: এই আধুনিক যুগে ধর্ম দিয়ে দেশের উন্নতি সম্ভব না।

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

খালিদ ইমদাদ বলেছেন: ধর্ম ছাড়া আধুনিকতা মানব সভ্যতার জন্য হুমকিস্বরুপ হবে।ধর্মই একমাত্র নৈতিকতার ভিত্তি।

৭| ০৫ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১:১৬

নেওয়াজ আলি বলেছেন: একটা ছবি দেখলাম পুলিশ এক হুজুরের পাছায় লাথি মারতেছে । আপনি দেখেছেন ??

০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৫৯

খালিদ ইমদাদ বলেছেন: বেশ কয়েকটিই দেখেছি,স্পেসিফিক করে দিলে হয়তো ভালো হতো!

৮| ০৫ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৯

রাােসল বলেছেন: Thanks, for the first time I found such explanation about Islam. Though much people know one of your reference from "The Holy Quaran". But we don't recognize especially opposition party of Islam.

৯| ০৫ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:২৩

মরুর ধুলি বলেছেন: অনেক সমস্যা থেকে একটি সমস্যা চিহ্নিত করে কথা বলেছেন। বেশ সুন্দরভাবে গুছিয়ে সমস্যা তুলে ধরেছেন। সমাধানের যে রাস্তাটা বাতলেছেন সেটাও মনে হচ্ছে যথার্থ। কিন্তু একটা সমস্যা ভাই, বেশিরভাগ হুজুরদের দেখেছি তারা ক্ষমাপ্রবন আর ধৈর্যশীল মানসিকতা লালন ও পালন করেন। যে কারণে বদমাশ পাবলিক তাদের সুযোগ পেলেই তাদের হেনস্তা করে। আপনার পরামর্শ যদি ব্যক্তিগতভাবে সবাই অনুশীন করে তাহলে ভাল হবে। হুজুররা আরো যা করতে পারেন : ► পাড়ার যে লোকটি জীবনভর ইসলাম বিদ্বেষ প্রকাশ করতো তার মৃত্যুতে জানাযা না পড়ান।
► ঘুষখোরের জানাযায় না যাওয়া ।
► চোর-বাটপার, তৈলবাজ, ইসলাম বিদ্বেষী লোকের দাওয়াত গ্রহণ না করা।
► প্রত্যেক পাড়ায় পাড়ায় নিজেদের কল্যানে সামাজিক ও আর্থিক সংগঠন তৈরী করা।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। হয়তো আবার ফিরে আসবো আপনার ব্লগে। আমন্ত্রন রইলো আমার ঠিকানায়।

১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৪৫

খালিদ ইমদাদ বলেছেন: ধন্যবাদ আপনাকে।ঘুরে এসেছি আপনার ব্লগ থেকে।

১০| ১২ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




মাদ্রাসায় পড়া এতিম ছেলেদের মিসগাইড ও মিসইউজ করছে একদল লোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.