নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খালিদ হাসান জীবন

https://www.facebook.com/Zibonnnn

আমার জীবন

একজন আম পাব্লিক, যার প্রথম প্রেম হলো এডোবি ইলাস্ট্রেটর, দ্বিতীয় প্রেম এডোবি ফটোশপ এবং তৃতীয় প্রেম কোনো এক বালিকা!

আমার জীবন › বিস্তারিত পোস্টঃ

ফিরলুম অনেক দিন পর... :-&

১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৩:৫৮

তো হয়েছে কি দাদা, অপু তানভীর দাদার একখানা ব্লগের লিঙ্ক ধরে সামুতে এলুম। এসে আমার একবার লগইন করার সাধ হলে.. লগইন করে তো আমি পুরো স্পীকার হয়ে গেলুম দাদা! B:-) দেখলুম কি- সামুতে আমার বয়স ২ বছর ৮ মাস হয়ে গেছে মাইরি! :-* এই সুদীর্ঘ সময়ে ব্লগ লিখেছি মাত্র ৩৫ টি, আর মন্তব্য করেছি ১০১২ টি!



লাস্ট ব্লগ লিখেছিলুম ফেব্রুয়ারীর ২৪ তারিখে, এ বছরই। তারপর নিজের কাজ নিয়ে একটু ব্যস্ত হয়ে গেছুলুম। এ সময়ের মধ্যে ব্লগে কয়েক কোটি গ্যালন জল বয়ে গেছে, অনেক নতুন ফ্রতিবার জন্ম হয়েচে, অনেক পুরোনো ফ্রতিবা হারিয়ে গ্যাচে, অনেকে ব্লগে নিজের জুটি জুটিয়ে ফেলেচে (অপু তানভীর ভাইরে দ্যাখলেই বুঝা যায় :D ) !



আজ বড় ইচ্ছে হলে একবার কী-বোর্ডের ওপর ঝড় চালাবার। তাই এই শেষ রাত্তিরে আপনাদের জ্বালাতে বসে পড়লুম কী-বোর্ড নিয়ে।



ভাবদে পারেন আমি কলকাতার লোকেদের মতো কেনো কথা বলছি! ভাবতেই পারেন, এটা মোটেও অন্যায় নয়। কিন্তু দাদা এর পেছনে একটা গল্প আছে মাইরি ;) একবার হয়েছে কি দাদা, আমি কলকাতায় গেছুলুম একটা লুঙ্গি কিনতে। তো লুঙ্গি কিনতে কিনতে রাত হয়ে গেলো, আর ফিরে আসতে পারলুম না। ভাবলুম এক বন্ধুর বাড়ি থেকে যাই। তো গেলুম এক বন্ধুর বাড়ি। বন্ধুর মা আমাকে সেদ্ধ ডিম খেতে দিলে। অর্ধেকটা ডিম! দিলে আর বললে- আদ্দেকটা ডিম দিলুম বাবা, পুরোটাই কিন্তু খেতে হবে! সে কথা শুনে আমি এতটাই টাস্কিত হয়েছুলুম যে.. এতটাই টাস্কিত হয়েছুলুম যে তকন থেকে আর তাদের বাংলা বলার স্টাইলটা ভুলতে পারিনা, বুজেচেন? /:)



যাকগে, ভালো থাকুন সবাই। :D



(লেইক্ষা মজা লইছি =p~ এই মাঝ রাত্তিরে কেউ বিরক্ত না হওয়ার জন্য ধন্যবাদ)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১৩ ভোর ৪:১৯

যোদ্ধা ৭১ বলেছেন: মাইরি বলছি দাদা , সিরাম লিখেছেন =p~

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

আমার জীবন বলেছেন: ধন্যবাদ ;)

২| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৫১

ভিটামিন সি বলেছেন: মাইরি বলচি দাদা, যা লেইকেচেন না একদম আলুর ডাইল বা ধোকার ডালনার মতো ইসফিশাল টেস লাগতাচে।

১২ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:০৫

আমার জীবন বলেছেন: এই ধকার ডালনা জিনিসটা কি দাদা! :

৩| ১২ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভিটামিন সি বলেছেন: মাইরি বলচি দাদা, যা লেইকেচেন না একদম আলুর ডাইল বা ধোকার ডালনার মতো ইসফিশাল টেস লাগতাচে।

২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯

আমার জীবন বলেছেন: B-))

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.