নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

ভোকাব ০১

২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৯




#Day 1
#Vocab 1

1. Awry - (Adj) - (অ্যারাই) - তির্যক, আঁকা-বাঁকা।

মনে রাখার উপায়ঃ

A তে ঐশ্বরিয়া, Wry তে রাই।

ঐশ্বরিয়া রাই যখন সিনেমার গানে নাচে, তখন কোমর Awry = (আঁকা-বাঁকা/তির্যক) করে নাচে।

2. Abject - (Adj) - (অ্যাবজেকট) - (শোচনীয় অবস্থা)

মনে রাখার উপায়ঃ

Reject থেকে Abject, যদি কোনো ছেলে কোনো মেয়েকে প্রপোজ করে হয়, আর বিনিময়ে ছেলেটা যদি চটকানা খায়, তবে অবস্থা Abject = (শোচনীয়) হবে।

3. Ablution - (N)-(আবলুশন) - (অজু, গোসল)

মনে রাখার উপায়ঃ

লোসন (Lution) আমরা শরীরে দেই গোসলের পরে, অযুর পরে।

তাহলে, Ab + লোসন (lution) = অযু, গোসল।


#পড়ুনজানুনশিখুনশেখান।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১

হাবিব বলেছেন: আমি এইটা ওরাকলের সাখাওয়াত স্যারের কাছ থেকে শিখেছিলাম

২| ২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

আমি মুক্তা বলেছেন: জ্বী শেখার পদ্ধতিটা দারুণ! কিন্তু আরো বিস্তারিত ও বিশদ আকারে দেওয়া গেলে আমার মত মূর্খদের একটু উপকার হতো।

২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০১

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: মূর্খ বলবেন না।


বিস্তারিত আর বিশদ বলতে?


একটু বড় করে বলুন।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করি চলবে,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

সুমন কর বলেছেন: ভালো কিন্তু মাত্র ৩ টি !!

৫| ২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৫

রাজীব নুর বলেছেন: বাহ!!

৬| ২১ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০০

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ।


অনুগ্রহ করে সাথে থাকুন, পাশে থাকুন।


ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করছি, সামনে থেকে ৫ হবে।


প্রতিদিন ১০ শব্দার্থ শিখা হবে, দুইবার ভেঙে ভেঙে আপনাদের জন্য দেওয়া হবে।

আপনারা নিজে শিখুন, অন্যদেরও শেখান।

ইংরেজি ভীতি ইন শা আল্লাহ আর থাকবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.