নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ০৩

২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:২৬




#বইমেলা২০১৯
#বই০৩

০৩.

লেখকের সার্থকতা কোথায়?

শব্দ বিক্রি মাঝে?

বই বিক্রির মাঝে?

পাঠকের তৃপ্তির মাঝে?

নাকি,

অস্তিত্ব টিকিয়ে রাখার মাঝে? নিজেকে বাঁচিয়ে রাখার মাঝে?

লেখক প্রশ্নগুলোর উত্তর বেশ চমৎকার করে দিয়েছেন!

লেখক শরৎচন্দ্রের মতো বেঁচে থাকতে চান আর জীবনান্দ দাশের মতো নিজেকে মেলে ধরতে চান!

নিজের এই অভিলাষ তখন হয়েছে যখন লেখক নিজের উপর আস্থা রেখেছেন, নিজের লেখার উপর বিশ্বাস করেছেন, নিজের শব্দগুলো বুঝেছেন।

সত্যি তো!

কতজন লেখক আজকের দিনে নিজের লেখার উপর আস্থাশীল থাকে?

কতজন লেখক নিজের লেখাকে ভালোবাসে?

কতজন লেখক সবার আগে নিজের লেখাকে ভেঙে আপন দালান বানায়?

উত্তর যদি খুঁজতে চান, তবে এদিকে আসুন।

লিখতে ভালোবাসা এই লেখক বই লিখতে লিখতে অনেক দূরে চলে গিয়েছিলেন, কিন্তু যখন নিজের লেখাকে সমালোচনা করতে পারলেন, তখন নিজ হাতে গড়া স্বপ্নের দূর্গ ভেঙে দিলেন!

আপনি পারতেন?

আমি আমার বইয়ের ক্ষেত্রে পারতাম না, এখনো পারছি না!

নিজের বড়বোনের সাথে এই অত্যন্ত সংবেদশীল মুহূর্ত তিনি ভাগ করে থাকেন, পরিবারের সদস্যরা যখন লেখকের এই অনন্যসাধারণ প্রতিভার দর্শন করতে পারবে না!

আমাদের জন্য দুঃখের!

কথায় কথায় বইয়ের নাম 'শুক্লপক্ষ' রাখার কারণ জানতে চাইলে বেশ গুরুত্বপূর্ণ তথ্য আমায় দিলেন নবীন এই লেখক।

'শুক্লপক্ষ' আসলে মাসের একটি অংশের নাম, একটা অংশ কৃষ্ণপক্ষ অন্যটি শুক্লপক্ষ।

ভেবে দেখুন, এতো গভীর একটি অনুচ্ছেদ নিয়ে লেখক এগিয়েছেন!

সামাজিক গল্পের সমাহারে গড়ে উঠা বইয়ের প্রতিটি অংশে হয়তো মানব জীবনের এই শুক্লপক্ষ এর বিস্তৃত গবেষণা আর অনুসন্ধান রয়েছে।

আর হ্যাঁ, বলছিলাম, নবীন লেখক শওকত হোসাইন (ফেইসবুক আইডি Pipra Bidda)০ কথা, যিনি অদ্ভুত নামে নিজেকে পরিচয় করিয়েছেন নিজেকে!

সে গল্প অন্যদিন!!

বইমেলা সন্নিকটে, প্রি অর্ডার চাইলে লেখককে জানান। নিজের জীবনের 'পক্ষ' গুলো জানুন, চিনুন।

#বইয়েরদুনিয়ারস্বাগতম

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২

তারেক ফাহিম বলেছেন: শুভকামনা লেখকের জন্য।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৯

মেহেদী হাসান হাসিব বলেছেন: শুভ কামনা রইল লেখকের জন্য।

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯

ভাবুক কবি বলেছেন: লেখকের জন্য শুভ কামনা।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: এবার আমি বইমেলা থেকে শুধু নতুনদের বই কিনব।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ সবাইকে।

বইমেলায় স্বাগতম।

আমি নবীন লেখক এবং পছন্দের জনরা থ্রিলার এর বই নিচ্ছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.