নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ০৪

২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২১




#বইমেলা২০১৯
#বই০৪

০৪.

একজন লেখকের সবচেয়ে বড় অনুপ্রেরণা কে?

প্রখ্যাত লেখক?

বিশিষ্ট ব্যক্তি সাহিত্যিক?

নাকি

সমকালীন কেউ?

উত্তর এখানে হলেও, আজকের এই লেখকের ক্ষেত্রে তা ভিন্ন।

আমাদের আজকের এই 'থ্রিলার' লেখক এর সবচেয়ে বড় অনুপ্রেরণা হচ্ছেন উনার 'মা', যিনি কি না নিজেও একজন সাহিত্যনুরাগী এবং সাহিত্যের সবচেয়ে জটিল এবং গভীর বিষয় নিয়ে চর্চা করে গিয়েছেন।

'কবিতা।'

লেখকের হাতে-খড়ি বেশ ছোটবেলা থেকে, স্থানীয় দৈনিক পত্রিকাগুলো লেখা লিখি করতে করতে একসময় নিজের ভিতরের শব্দগুলো গুছিয়ে আজকে 'বই' আকারে আমাদের হাতে পৌঁছে দিচ্ছে।

তবে, পথ কিন্তু মসৃণ ছিলো না। একদম না।

এটি লেখকের দ্বিতীয় থ্রিলার বই, ভ্যাম্পায়ার থ্রিলার, এবং ব্যক্তিগতভাবে আমি বইটার উপর অতি আগ্রহী।

কারণ, ছোটবেলা থেকে ইই আমার নিজেকে 'ভ্যাম্পায়ার' রূপে দেখতে ইচ্ছে করতো!!

লেখকের প্রথম বই থ্রিলার ছিলো, ফেসবুকের কল্যাণে যখন পরিচিত 'রিভিউদাতা' পুরুষ-মহিলাকে উনি নিজের বইয়ের কথা জানান দিয়েছিলেন.... অনেক 'মহিলা রিভিউদাত্রী' (!) ভেবে নিয়েছিলেন, 'আমাকে পটানোর জন্য হয়তো এভাবে বলছে, বইয়ের কথা বলে আমার সাথে প্রেম করতে চায়!'

ভাবতে পারেন?

আমাদের মানসিকতা কোথায় গিয়েছে?

আমাকে এবার অনেক ইনবক্সে নিজের প্রথম বইয়ের ছবি দিয়ে কেনার আমন্ত্রণ জানায়।

'নবীন লেখক' শোনামাত্র আমি বিকাশে উনাকে অগ্রিম টাকা পাঠিয়ে বইয়ের প্রি অর্ডার করে দেই।

আপনি হলে করতেন?

দেশের সাহিত্য কি প্রজ্ঞাবান আর পেঁকে যাওয়া লেখক-সাহিত্যিকদের হাতে ছেড়ে দিবেন?!

উনারা 'পরলোক' এ গেলে, আপনার-আমার বাংলা সাহিত্যও পরলোকে যাবে।

লেখকের একটা আক্ষেপ,

দেশে 'মৌলিক থ্রিলার' বইগুলোকে এখনো নাক সিঁটকানো হয়, অনুবাদগুলোর দাম বেশ বেশি!

যদিও, মৌলিক থ্রিলারের জন্য আমি ব্যক্তিগত কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই, 'বাতিঘর' এর প্রকাশক #মোহাম্মদনাজিমউদ্দিন ভাইকে। উনার শ্রম, মেধা, কষ্ট আর ধৈর্য্যের ফসল হিসেবে বাংলা সাহিত্যে 'থ্রিলার' জনরা এগিয়ে গিয়েছে।

আরে, এতোখন বলছিলাম এক থ্রিলার প্রেমী পাঠকের বই, ভ্যাম্পায়ার সৃষ্টিকারী লেখকের কথা।

তিনি তুর্জয় শাকিল!

আপনার বইয়ের জন্য ভালোবাসা ভাই।

আপনি আপনার পদাঙ্ক এঁকে যান সাহিত্যের পাতায়।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: এবার আমার বইমেলা থেকে অনেক বই কিনতে হবে। এটাও সংগ্রহ করবো।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

মাহমুদুর রহমান বলেছেন: ভেরী গুড।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.