![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
#বইমেলা২০১৯
#বই০৮
০৮.
আজকের এই লেখক নবীন না হলেও উনার প্রতিটি শব্দ নবীন।
ইচ্ছেগুলো নবীন।
লিখে আসছেন বেশ সময় ধরে এবং প্রতিটি ধাঁচে নিজেকে ফুটিয়েছেন সুচারুভাবে।
"দুপুরের কমলা রোদে একদিন হারাবো" অনিন্দ্য এক নাম।
এই নামের মোহে পড়ে কিনে নিয়েছি এই বই।
লেখকের সাথে কথা বলার সময় লেখকের ধৈর্য্য, লেখার প্রতি ভালোবাসা ফুটে উঠেছে।
লেখকের সৃষ্ট চরিত্রগুলো সবসময় নিজের সাথে ঘুরে ফিরে আসে, নিজের সাথে থাকে সবসময়।
নিজের সাথে চলতে থাকা উপন্যাসগুলো নিজের মতো করে লিখে যাচ্ছিলো নিজের আত্নগাঁথা।
অদ্ভুত এক মিল আর সৌন্দর্য আছে লেখকের বইয়ের, কিছু কিছু উদ্ধৃতি যেন জীবনের সত্যের সাথে মিশে যায়।
জীবনধর্মী এই অনিন্দ্য বই পড়ার, জানার আর সমালোচনা করার জন্য পাঠকদেরকে আমন্ত্রণ জানাচ্ছি।
লেখকের এই বই অন্যান্য বইগুলোর চেয়ে আরো বেশি উচ্চে যাবে, এই শুভকামনা ও ভালোবাসায় সিক্ত করছি।
বলছিলাম, শব্দকথক Kazi Saiful Islam এর কথা!
#বইয়েরদুনিয়ায়স্বাগতম
২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: এত এত বই পড়বো কখন?
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৭
রাজীব নুর বলেছেন: এত এত বই পড়বো কখন?
৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৪
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: ধন্যবাদ।
বইগুলো এক বসায় পড়লে ১-২ ঘন্টায় শেষ হয়ে যাবে।
আর, যেহেতু, ঈদের সিজন, ঈদের বই তো কিনে পড়বেন।
আমি নবীন লেখক বেছে বেছে ৪০ জন এর বই কিনছি, প্রায় তিন-চার মাস লেগে যাবে ওগুলো পড়তে।
এরপর আবার নতুন কিছু সন্ধানে যাবো।
আপনিও পড়ুন, আপনারাও পড়ুন।
বই পড়ুন, নিজেকে চিনুন।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২
নষ্টজীবন® বলেছেন: ভালো লাগলো রিভিউ লেখক পরিচিতি। শুভকামনা রইল বইটির জন্য