নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল

“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল › বিস্তারিত পোস্টঃ

বইমেলা ২০১৯, বই ০৯

২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩০



#বইমেলা২০১৯
#বই০৯

০৯.

লেখক সর্বোপরি বাংলা সাহিত্যের মনোযোগী পাঠক। খুব বেশী পড়তে ভালোবাসেন।

বাংলা সাহিত্যকে ভালোবেসে অল্পবিস্তর লিখে যাচ্ছেন প্রায় যুগের কাছাকাছি সময় ধরে।

বাংলা সাহিত্যের বড় লেখক হয়ে ওঠার মত যোগ্যতা বা স্বপ্নও উনার নেই একদম। শুধু চারপাশে দেখা গল্পগুলোকে বলে যেতে চেয়েছেন।

প্রতিটা মানুষের চারপাশে হাজার গল্প, নিজের সাথে,পাশের মানুষটির সাথে কিংবা আশেপাশে ঘটে যাওয়া ঘটনা কিংবা জীবনের গল্পগুলোকে আমরা অন্যজনের সাথে বলতে ভালোবাসি। একজীবনে বলে বলে সেইসব গল্প কজনের কাছেই পৌছাতে পারবো?

আর, এজন্য অল্পবিস্তর লিখে সেই গল্পগুলোকে বলে যাচ্ছেন নিজের মতো করে।

লেখকের চলে যাওয়ার উনার বলতে চাওয়া ''গল্পটা কেউ একজন পড়ে হাসবে,কাঁদবে! এমন প্রাপ্তিও কম কিসে?''

লেখকের আকাঙ্ক্ষা এটি।

এবারের গল্পের বইয়ের নাম 'কালো চাদর'। গল্পের নামে বই করার রীতি হলেও, নামের প্রয়োজনে কালো চাদর নামে একটা গল্প লিখে হয়েছে।

এই বইয়ে মোট ১২ টি গল্প।

বলা হয়ে থাকে, ইদ্রিস রিয়াদ তথা লেখক গল্প লেখেনা,চারপাশের জীবন বলে।

এই বইয়ের ১২ টি গল্পেও তাই করার চেষ্টা করেছেন।

জীবনের না বলা গল্পগুলো নিজের মত করে বলেছেন। কারো ভালো লাগলে সার্থক হবেন, এই বিশ্বাস এখনো পাঠকের উপর আছেন।

বলছিলাম, লেখক ইদ্রিস রিয়াদ এর কথা।

আপনার বই আপনাকে উঁচু নিয়ে যাক, আপনি বেঁচে থাকুন হৃদয়ে।

#বইয়েরদুনিয়ায়স্বাগতম

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৪৭

তারেক_মাহমুদ বলেছেন: শুভ কামনা।

২| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভ কামনা

৩| ২৮ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২

আবু আফিয়া বলেছেন: অভিনন্দন

৪| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আপনাকে বিশেষ ধন্যবাদ।
আপনার মাধ্যমে নতুন বই সম্পর্কে জানতে পারছি।

৫| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৬

রাজীব নুর বলেছেন: আপনাকে বিশেষ ধন্যবাদ।
আপনার মাধ্যমে নতুন বই সম্পর্কে জানতে পারছি।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

আকতার আর হোসাইন বলেছেন: ছড়িয়ে পড়ুক বইয়ের কথা

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: আপনাদের সবাইকে ধন্যবাদ।


বই পড়ুন, নিজেকে মানুষ বানান।


জড় বস্তু/যন্ত্রমানব হবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.