![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“আমি ধর্মকে মেনে চলে অসাম্প্রদায়িক ধার্মিকতাকে বুকে লালন করি কিন্তু আমি ধর্মান্ধ মোটেও নই!” ❤
"ভায়ো, পুরি দাও তো। গরম গরম ঝাল মাখায়া দিও। খিদায় পেট বসে গিছে..." ছেলেটি বলে উঠলো।
মুহুর্তের মধ্যে আকাশ ভেঙে পড়লো ছেলেটির পিঠে, এক পশলা বৃষ্টির মতো 'ধাড়ুম-ধুড়ুম' ধোলাই পর্ব হয়ে গেলো ততক্ষনে।
পশলা বৃষ্টির মতো ধোলাইয়ে সিক্ত হবার পর ছেলেটি আচমকা বলে উঠলো, "আরেহ, আমি তো সিলেটে আছি!"
(সমাপ্ত)
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৩২
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: হে ভাই। জানি। তবুও, আচমকা মনে পড়লো। তাই, দিয়ে দিলাম।
২| ০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৩৩
ম্যাড ফর সামু বলেছেন: ওহ হোঃ, সিলেটে তো মেয়েদের পুরি বলে। তাইতো পুরোটা না বললে বুঝতেই পারতাম না, প্রথমে ভেবেছিলাম মনে হয় চুরি বা ছিনতাই কেস।
০৩ রা মার্চ, ২০১৯ সকাল ৯:৩৩
মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ ফয়সল বলেছেন: বুঝতে পারার জন্য ধন্যবাদ ভাই!
৩| ০২ রা মার্চ, ২০১৯ দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: নট ভেরি ফানি।
৪| ০২ রা মার্চ, ২০১৯ বিকাল ৩:৪৪
মাহমুদুর রহমান বলেছেন: ভালো লাগলো না।
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৯ সকাল ১০:৩১
নয়া পাঠক বলেছেন: নাহ ভাই সিলেটে এখন আর এ ধরণের সমস্যা নেই। আমি সেই ২০০৭-০৮ সালে প্রায় ১ বছর ছিলাম। তখন হোটেলে বসে কত্ত কত্ত পুরি খেয়েছি। কোন প্রব্লেম তো হয়নি।