![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র
একটি বই.. একটি স্বপ্ন এবং পরিবর্তন
এ স্লোগান কে সামনে রেখে এবার সৌদি আরবের গণমাধ্যম ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানী রিয়াদে চলছে দশ দিন ব্যাপি ‘রিয়াদ আর্ন্তজাতিক বই মেলা – ২০১৭’
বাৎসরিক এ মেলা শুরু হয়েছে চলতি মার্চ মাসের ৮ তারিখ হতে চলবে ১৮ তারিখ পর্যন্ত ।
প্রতি বছর এই মেলায় দূর-দূরান্ত হতে বহু দর্শনার্থী মেলায় এসে থাকে । কর্তৃপক্ষের হিসাব মতে এ মেলায় প্রতি বছর প্রায় চার (৪) লক্ষাধিক লোক এসে থাকে । মেলায় কতৃপক্ষ বই প্রদর্শনী, বিক্রী, ও প্রকাশ ছাড়াও আরো বিভিন্ন কর্মসূচী নিয়ে থাকে, যেমন বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান,
শিশু কিশোরদের জন্য বিভিন্ন আনন্দ বিনোদন মূলক অনুষ্ঠান, শিশু কিশোরদের জন্য পাঠভ্যাস গড়ে তোলার লক্ষ্যে কর্মশালা, হাতের লেখা ও চিত্রাঙ্কন কর্মশালা ইত্যাদি ।
মেলায় শিশু কিশোরদের শিক্ষা ও বিনোদনের জন্য রয়েছে আলাদা একটি বিশাল হল, যেখানে শিশুদের জন্য রয়েছে আকর্ষনীয় ছবি, কার্টুন সহ বিভিন্ন বই ও খেলনা সামগ্রী । রয়েছে এমন ব্যাবস্থা যেখানে শিশুরা মনের আনন্দে স্বাধীনভাবে খেলতে ও পড়তে পারে ।
মেলায় সরকারি বিভিন্ন সংস্থা, মন্ত্রণালয়, এবং বিভিন্ন ইউনিভার্সিটিগুলোর রয়েছে আলাদা আলাদা শো রুম, যেখানে জন সেবা সংক্রান্ত বিভিন্ন বই মেগাজিন বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে । ইউনিভার্সিটির শো-রুম গুলো বিশেষ ছাড়ে বিভিন্ন বই বিক্রী করে থাকে ।
এবারের বই মেলায় কিং সাউদ বিশ্ববিদ্যালয় প্রেস এর শো-রুম হতেও ৪০% ছাড়ে বই বিক্রী হচ্ছে ।
রিয়াদ আর্ন্তজাতিক বই মেলায় মিশর, লেবানন, ওমান সহ মধ্যপ্রাচ্য, এশিয়া এবং ইউরোপেরও বিভিন্ন প্রকাশনী, সংস্থা অংশ নিয়ে থাকে । প্রতি বছর একটি দেশ মেলায় গেস্ট অব অনার হিসেবে অংশ নিয়ে থাকে, এ বছর মেলায় গেস্ট অব অনার হিসেবে অংশ নিচ্ছে মালেশিয়া
উল্লেখ্য, এবারের বই মেলায় বিগত বছরগুলোর তুলনায় বেশী নিরাপত্তা ব্যাবস্থা চোখে পড়েছে ।
স্থান: রিয়াদ ইন্টারন্যাশনাল কনভেনশন এন্ড এক্সিবিশন সেন্টার, কিং আব্দুল্লাহ রোড, রিয়াদ ।
উল্লেখ্য: পূর্বে এ মেলা সৌদি আরবের সেরা বিশ্ববিদ্যালয় রিয়াদস্থ কিং সাউদ ইউনিভার্সিটিতে অনষ্ঠিত হত ।
সময়-সূচী: প্রতিদিন সকাল ১০:০০ মিনিট হতে রাত ১০:০০ পর্যন্ত । শুক্রবার বিকাল ৪:০০ মিনিট হতে রাত ১০:০০ মিনিট ।
http://riyadhbookfair.org.sa/page/2
উল্ল্যেখ সুযোগ-সুবিধা সমূহ:
- মেলায় আসার পূর্বেই অনলাইনে নিম্নোক্ত লিংকের মাধ্যমে বই খুঁজে জানা যায় যে বই মেলার কোন প্রকাশনীতে আছে, কত নম্বর উইংস, এবং কোন হলে আছে, বই এর নাম, লেখকের নাম অথবা প্রকাশনীর নাম উল্লেখ করে ।
তাছাড়া দেশের নাম অথবা প্রকাশনীর নাম দিয়ে সার্চ দিয়েও প্রকাশনী মেলার কোথায় আছে তাও জানা যায়।
http://riyadhbookfair.org.sa/books
- মেলাঙ্গনের বিভিন্ন স্থানে রয়েছে স্ট্যান্ড সার্চ কম্পিউটার যার সাহায্যে স্ট্যানড বাই মেলা সংক্রান্ত তথ্য, প্রকাশনীর অবস্থান ইত্যাদি তথ্য পাওয়া যায় ।
- মেলায় বিভিন্ন ইসলামী সংস্থা, সরকারী - বেসরকারী সেবা মূলক সংস্থা বিভিন্ন বই বিনামূল্যে বিতরন করে থাকে ।
উল্লেখ্য উক্ত মেলায় বাংলা ভাষাতেও বিভিন্ন প্রয়োজনীয় ইসলামী বই বিনামূল্যে বিতরন করা হয় ।
- যমযমের পানি বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে ।
- পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে পৃথক পৃথক ওযু ও নামাজের ব্যাবস্থা ।
- দশনার্থীদের গাড়ী পার্কিয়ের জন্য রয়েছে বিশাল পার্কিং এর সু-ব্যাবস্থা ।
- খাবারের জন্য রয়েছে উন্নত মানের রেষ্টুরেন্টের ব্যাবস্থা ।
- মেলায় ঢুকার পথেই দর্শনার্থীদের তথ্য সহায়তা এবং ল্যাগেজ সংরক্ষণের ব্যাবস্থা ও বই বহনের জন্য ট্রলি সরবাহের জন্য নির্দিষ্ট শো-রুম রয়েছে ।
- বিভিন্ন স্টলে চা, কপি খেঁজুর, চকোলেট, কলম ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে ।
- বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়ামের জন্য রয়েছে আলাদা আলাদা হল রুমের ব্যাবস্থা ।
ইত্যাদি ।
উল্লেখ্য, আমরা ইউনিভার্সিটি হতে হাউজিং কতৃপক্ষের ব্যাবস্থাপনায় আজ বিকেলে মেলায় গিয়েছে, পর্যাপ্ত লোকেশন এবং পর্যাপ্ত পরিমানে ছবি বা ভিডিও করার কোন পূর্ব পরিকল্পনা ছিল না, তাই যথেষ্ট ছবি বা ভিডিও দিতে পারিনি বলে দু:খিত ।
মেলার ডিজিটাল ব্যাবস্থাপনা ও নিরাপত্তা ব্যাবস্থা আমাদের ভাল লেগেছে । তবে দূ:খের বিষয় হলো, সৌদি আরবে বইয়ের দাম অত্যন্ত বেশী ।
©somewhere in net ltd.