![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না- এটা কোন বিদেশী বা দেশী সিনেমার ছবি নয়- আমাদের দেশের হতভাগ্যে এক মায়ের ছবি- মানবতার ছবি ।
৭৪ সালে দুর্ভিক্ষে বসন্তীকে জাল পরিয়ে সারা পৃথিবীবে দেখাতে চেয়েছিল দুর্ভিক্ষে মানবতার বিপর্যায়ের ছবি সারা জাগিয়ে ছিল- কিন্তু সে বাসন্তীর জন্য কোন সরকার বা মানবতাবাদীরা এগিয়ে আসে নাই- একদিন সে বসন্তী অনাদরে অবহেলায় মারা গিয়ে ছিল । আজ এ মাকে যারা আর একটা বাসন্তীর রূপ দিয়ে ছবি তুলে পোস্ট দিয়েছেন- তাকে আমি অপরাধী করছি না- কিন্তু এ মায়ের মত অসংখ্য বাসন্তীরা রেল রাইনের ধারে- বা কোন রাস্তার পাশে জির্ন-শির্ন নিরান্ন অর্ধউঙ্গল হয়ে পরে আছে- অথচ যারা মানবতার কথা বলে চিল্লায়- সরকারের কর্তা ব্যক্তিরা যখন বলে আর একটি মানুষকে না খেয়ে বিনা-চিকিৎসার মারা যেতে দেব না ! আজ তো তাদের প্রশ্ন করতে ইচ্ছে করে- কোথায় মানবতা- আর সরকারের নজরদারী ? আজ হয় তো শত শত এ মায়ের মত বাসন্তীরা অনাদরে আবহেলা পরে আছে কোন চলমান রাস্তার ধরে- তাদের দ্বায়িত্ব কে নিবে ?
©somewhere in net ltd.