![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১ জুলাই গুলশানে হলি আর্টিজনে জঙ্গী সন্ত্রাসীদের হামলায় দেশী বিদেশী ১৯ জনকে হত্যা করা হয় । জঙ্গিরা সবাই নিহত হয়- কিন্তু সে ভয়াবহ অবস্থায় ঘুরিয়ে বেরিয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক হাসনাত রেজাউল করিম- তার সাথে দেখা যায় কানাডায় এক বিশ্ববিদ্যায়য়ে পড়ুয়া তাহমিদ হাসিব খান- অস্ত্র হাতে সেই রেজাউল করিমের সাথে নির্ভয়ে কথা বলছেন । আমরা শুনেছি সেই রোজাউল করিম নাকি জঙ্গি বানানোর কারিগড় ! তার সাথে তাহমিদের কিসের কথা ? আমাদের মনে প্রশ্ন জাগে তার হাতে অস্ত্র কেন ছিল ? বেঁচে যাওয়া কয়েকজনদের মধ্যে মাহমিদ ও রেজাউল করিম ছিল- কিন্তু তাদের মধ্যে কোন ভীতি আমরা দেখতে পাইনি- পুলিশ তাদের গ্রেপ্তার করে- তার বিরুদ্ধে নাকি কোন মামলা হয় নাই- আবার তাকে কেন রিমান্ডে নেওয়া হলো ? অবশেষে সে জামিন পেয়ে বেরিয়ে আসলো- সে নাকি কোন প্রভাবশালী বিত্ববানের ছেলে ! আমাদের মনে সন্দেহ রয়েই গেল- কত নিরিহ নিরাপরাধ মানুষ বছরের পর বছর জেলে পঁচে মরে- কিন্তু এক জন সন্দেহ-জনক ব্যক্তি যদি জামিন পায়- তবে সব সত্য বেরিয়ে আসুক অপেক্ষায় রইলাম ।
©somewhere in net ltd.