![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্তের স্রোতাবহ শোক আর মৃত্যুর মিছিল চলে প্রতিদিন- এ রক্ত- মৃত্যু দেখে আর ভয় করি না-হৃদয়ের রক্তক্ষরণ প্রতিদিন বিপ্লবী চেতনায় শানিত-অামাকেও ডাকে মৃত্যুর মিছিল- হ্যঁ আমি মৃত্যু মিছেলে যাব- রক্তের স্রোতধারায় মিলিত হয়ে ঘটাবো মহা প্লাবন- খাদিজার রক্ত ঝরেছে- মৃত্যুর উঁকিঝুকি- অবশেষে ও বাঁচবে তো ! ওকে বাঁচতে হবে- প্রমাণসহ দেখাতে হবে ওরা মানুষ না পশু- ছাত্র না সন্ত্রাসী- ছাত্র লীগও কি সন্ত্রাসী হয় ! প্রামান ছিল আফসানারও- সে ছাত্র লীগের নেতা- ভারতে আত্বগোপন- ওর নেতারা বলছে রবিন ছাত্র লীগের কেউ না- এখনও বলছে- বদরুলও ছাত্র লীগের কেউ না- হা হা হা - ছাত্র রাজনীতি আমিও করেছি- সহযোদ্ধাকে ধরে এনে পুলিশের হাতে দিয়ে বলে ছিলাম- ও আমাদের সহযোদ্ধা ছিল- এখন একজন অপরাধী- বহিস্কার করলাম- ওকে শাস্তি দিন- লুকোচুরি নয়- সৎ সাহস থাকতে হয়- ছাত্র লীগের বন্ধুরা সাদাকে সাদা- কালোকে কালো বলুন- সে নিজের সহধর হলেও ।
©somewhere in net ltd.