নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুহম্মদ জুলহাস খান

সর্বদাই সত্যের উপর অবিচল

জুলহাস খান

সর্বদাই সত্যের উপর অবিচল

জুলহাস খান › বিস্তারিত পোস্টঃ

সন্তান প্রসবের পূর্ব মুহূর্তে ছুটি না দেয়ায় টয়লেটের ভিতরেই সন্তান প্রসাব

১০ ই মে, ২০১৫ সকাল ১০:৩৯



সন্তান প্রসবের পূর্ব মুহূর্তেও নারী শ্রমিক হামিদা আক্তারকে ছুটি দেয়নি ওই কারখানার সুপারভাইজার মো. রতন মিয়া ।

অন্তঃসত্ত্বা হামিদা আক্তার প্রসব বেদনায় অস্থির হয়ে সুপারভাইজার রতনের কাছে ছুটি চাইলেও রতন ছুটি না দিয়ে উল্টো তাকে মনোযোগ সহকারে কাজ করতে বলেন। এক পর্যায়ে হামিদা আক্তার প্রসব বেদনা সহ্য করতে না পেরে কারখানার টয়লেটের ভেতরে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন। সেখানেই একটি সন্তান প্রসব করেন ওই নারী শ্রমিক হামিদা। প্রসবের পর মাকে বাঁচানো গেলেও ভূমিষ্ঠ নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের দিকে গাজীপুরের কালিয়াকৈরে অ্যাপেক্স ফুটওয়্যার কারখানায় এ ঘটনা ঘটে।

কারখানার অন্য শ্রমিকরা জানান, কালিয়াকৈর উপজেলার ওই কারখানার লাস্টিং সেকশনে কাজ করেন নারী শ্রমিক হামিদা আক্তার। তিনি অন্তঃসত্ত্বা থাকায় গতকাল দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি কারখানার লাস্টিং সেকশনের সুপারভাইজার মো. রতন মিয়ার কাছে ছুটির আবেদন করেন।

কিন্তু তাকে ছুটি না দিয়ে মনোযোগ দিয়ে কাজ করতে বলেন ওই কর্মকর্তা। এক পর্যায়ে অবস্থার অবনতি হলে তিনি কারখানার ভেতরের একটি টয়লেটে যান। সেখানে যাওয়ার পর তিনি অজ্ঞান হয়ে পড়েন ও বাচ্চা প্রসব করেন।

পরে মা ও নবজাতককে উপজেলার সফিপুর মর্ডান হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন। সূত্র- ১০ মে’র অনলাইন পত্রিকা সমূহ।

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:০০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ঐ সুপারভাইজারের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে মামলা করা উচিত।

২| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:০১

আবু মুছা আল আজাদ বলেছেন: কেন রতন মিয়া তো আমাদেরই মাটির বাঙ্গালী সন্তান তার সিদ্ধান্ত কি খারাপ?

৩| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:০৮

সুদিন বলেছেন: এটা রতন মিয়ার সমস্যা না, সমস্যা আমাদের দেশের কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তথা মালিকপক্ষ ও এগুলো তদারকির দায়িত্বপ্রাপ্ত সরকারি প্রতিষ্ঠানগুলোর তথা সরকারের। কারণ রতন মিয়াকেও ঐভাবেই প্রেসারে রাখা হয় যেভাবে সে তার এই কর্মীকে প্রেসারে রেখেছিলো। এই শ্রমিককে তো মাতৃত্বকালীন ছুটিতে পাঠানো কারখানা কর্তৃপক্ষেরই দায়িত্ব (যদি সে এই ছুটি পাওয়ার মতো ম্যাচুরিটি ডে অর্জন করে)।

১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৬

জুলহাস খান বলেছেন: যাই হোক কেন এটা বিবেক বর্জিত কাজ। এটা বিচারের আওতায় আনা উচিত।

৪| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: দু:খজনক!

কি অমানবিকতা! হায় রে কর্পোরেট চামচারা! মানুষ মানবতার চেয়ে মনোযোগ দিয়ে কাজ করা গুরুত্বপূর্ন!!!

কাভা ভাইয়ের সাথে সহমত। দৃষ্টান্ত মূলক শাস্তি হওয়া উচিত।

১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৮

জুলহাস খান বলেছেন: দৃষ্টান্তমুলক শাস্তি হওয়া দরকার। ধন্যবাদ

৫| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:১৯

ফেরেশতা বলছি বলেছেন: মামলা করা উচিত।

৬| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:২০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন:

আরো একটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষন করছি-
অন্য যে কোন মাধ্যমে প্রকাশিত কোন গুরুত্বপূর্ন কোন লেখা বা খবর যা সকলের জানা প্রয়োজন এমন কোন লেখা যে কেউ চাইলে নিজ ব্লগে প্রকাশ করতে পারেন। তবে সেইক্ষেত্রে মুল লেখক বা প্লাটফর্মের অনুমুতি নেয়ার বিষয়টি মাথায় রাখতে হবে। যদি নিতান্তই এই বিষয়টি সম্ভব না হয়, তাহলে মূল লেখকের নাম, কোন মাধ্যমে প্রকাশিত হয়েছে তার নাম পোস্টে উল্লেখ্য করতে হবে- কোন লিংক দেয়া যাবে না।

তথ্যঋণ উল্লেখ্য না করে যে কোন পোস্টকে কপি পেস্ট পোস্টের তালিকায় অন্তর্ভুত করে সামগ্রিক ভাবে ব্লগ সাইটের কন্টেন্টের বৈচিত্র এবং মান রক্ষার জন্য ব্লগনীতি মালা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

ধন্যবাদ, শুভ ব্লগিং।

১০ ই মে, ২০১৫ সকাল ১১:৩৫

জুলহাস খান বলেছেন: ধন্যবাদ

৭| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:২৯

টি এম মাজাহর বলেছেন: পুরো দেশটাই তো চলছে অমানবিক কায়দায়, এ দেশে অন্যায় কে অন্যায় বলা যায়না, চুরি কে চুরি বলা যায় না, সব ধরনের খারাপ কাজের জন্যই দায়ী রাজাকারেরা, কোন রকমে ঘুরায় পেচায় রতন মিয়ার সাথে রাজাকারদের সাথে একটা কানেক্টিভিটি গড়ে তুললেই বিচার কমপ্লিট!

৮| ১০ ই মে, ২০১৫ সকাল ১১:৪৮

ঢাকাবাসী বলেছেন: এদেশের সবচাইতে নীচু প্রকৃতির অসভ্য লোভী দুর্ণীতিবাজ অশিক্ষিত কৃপন জঘন্য প্রকৃতির ব্যাবসায়ী হল এই গার্মেন্টস মালিকরা।

৯| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:১৮

হাসান বিন নজরুল বলেছেন: এই দেশের কি মা বাপ আছে ভাই? এমন ঘটনা গুলোর কি বিচার হয় বা হবে!?

১০ ই মে, ২০১৫ দুপুর ১২:২২

জুলহাস খান বলেছেন: হয় কিনা জানিনা তবে হওয়া প্রয়োজন।

১০| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:২৭

ইছামতির তী্রে বলেছেন: ঐ সুপারভাইজারের বিরুদ্ধে শিশু হত্যার অভিযোগ এনে মামলা করা উচিত। কাভা ভাইয়ের সাথে পুরোপুরি একমত। অবশ্যই আমরা ঐ কুলাঙ্গারের বিচার চাই।

১১| ১০ ই মে, ২০১৫ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:



দুস্টদের হাতে চলে গেছে ব্যবসা বাণিজ্য।

১২| ১১ ই মে, ২০১৫ দুপুর ২:২৯

জুলহাস খান বলেছেন: একমত।

১৩| ২৭ শে জুন, ২০১৫ বিকাল ৫:০০

চাঁদগাজী বলেছেন:

অবস্হার চাপে, বেশীর ভাগ মানুষের মানসিকতা নীচে নেমে গেছে।

১৪| ১৯ শে জুন, ২০১৬ রাত ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:




জেনারেল জিয়ার ত্বতীয় বিশ্বের ক্যাপিটেলিজম

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:৩৯

জুলহাস খান বলেছেন: মনে রাখা উচিত এটা জেনারেল জিয়ার শাসনামল নয়। ৭২ থেকে ৭৫, ৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ থেকে বর্তমান। বাংলাদেশে সবচেয়ে ন্যক্কারজনক ঘটনাগুলো এই শাসনামল গুলোতে ঘটেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.