![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
THE LAST STAND (2013) মুভিটা দেখলাম। Arnold Schwarzenegger কেন এতবড় স্টার? মুভিটা দেখলে খুব সহজেই বোঝা যায় । বয়সতো অনেক হয়েছে তবুও শুধু তাকে কেন্দ্র করেই কত সুন্দর ভাবে কাহিনী টা সাজানো হয়েছে।
Gabriel Cortez (Eduardo Noriega) নামের একজন ভংয়কর সন্ত্রাসী জেল থেকে স্থানান্তরের সময় অত্যান্ত দক্ষতার সাথে দ্রুত গতির মোডিফাইড (Chevrolet Corvette C6 ZR) গাড়ি নিয়ে পালিয়ে যায়। সে মেক্সিকান বর্ডার পার হতে পারবেনা জেনে একটি বাইপাস ব্রীজ তৈরী করার দায়িত্ব দেয় বর্ডার এলাকার স্থানীয় সন্ত্রাসী Burrell (Peter Stormare), কিন্তু সে তার কাজে বাধা দেয়াতে শেরিফের (Arnold Schwarzenegger) একজন ডেপুটি হত্যা করে বসে, ব্যাস সন্ত্রাসীদের মাঝে দেয়াল হয়ে দাড়িয়ে যান শেরিফ ওরফে Ray Owens (Arnold Schwarzenegger
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ক্ষ্যাপাপাগলা বলেছেন: লেখক বলেছেন: হুমম.. Eduardo Noriega জটিল পিস...
২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
শাওণ_পাগলা বলেছেন: দেখতে হবে। মারমার কাটকাট ছবি অনেকদিন দেখিনা!
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২০
ক্ষ্যাপাপাগলা বলেছেন: দেখেন। ভাল লাগবে আশা করছি।
৩| ০৪ ঠা জুন, ২০১৩ ভোর ৫:১৪
ঘুড্ডির পাইলট বলেছেন: সোয়াজনেগার এর মুভি অনেক একশন হয় !!!
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৩৭
Ali Khan Russell বলেছেন: ছবিটি আমি বড় স্ক্রীন এ দেখছি থাইল্যান্ডে চমৎকার ছবি কিন্তু নায়কের চেয়ে ভিলেনকে-ই আমার বেধশ ভাল লাগছে।