![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"আশরাফুলের" নাম যদি একটু ভিন্ন রকম হতো, তাইলে হয়তো তার শাস্তিও ভিন্ন রকম হতে পারতো।
১. আশরাফুল সেনগুপ্ত: আশরাফুল ক্রিকেট থেকে নিষিদ্ধ নন, তিনি আজ থেকে দপ্তর বিহীন ক্রিকেটার।
২. সৈয়দ আশরাফুল : আশরাফুল ক্রিকেটারও নন, ফুটবলারও নন। এই সব তথাকথিত স্পট
ফিক্সিং এর অভিযোগ দিয়া তার বিরুদ্ধে কিছু করা যাবে না।
৩. আবুল হোসেন আশরাফুল : আশরাফুল দেশপ্রেমিক, তার বিরুদ্ধে কেউ দুর্নিতির অভিযোগ প্রমান করতে পারে নাই।
৪.তানভীর মাহমুদ আশরাফুল ( হলমার্ক এমডি ): আশরাফুল স্পট ফিক্সি মাত্র কয়েক লাখ টাকা দুর্নিতি করেছে, তাকে আরো ঋন দিয়ে আগের দুর্নিতি করা টাকা উদ্ধার করার চেষ্টা করা হবে।
৫. মোল্লা আশরাফুল (ডিসি ডিবি): আশরাফুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খেলোয়ার থেকে বদলি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি করা হল।
২| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:২২
কাঙ্গাল মুরশিদ বলেছেন: ইন্জিনিয়ার আশরাফুল হোসেন( হাসিনার বেয়াই ): আশরাফুল স্পট ফিক্সিং করলেও দুর্ণিতি করে নাই।
৩| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩৬
জহির উদদীন বলেছেন:
৪| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:৪২
নিষ্কর্মা বলেছেন: সজীব আশরাফুল জয় (জাতির জনকের পরিবারের কেউ): বাকি যে ২% এর কথা আকসু তথা কানাডা চেপে গেছে তার ভেতরে ইনি অন্তর্ভুক্ত নন।
৫| ১১ ই জুন, ২০১৩ দুপুর ১:২০
ধৈঞ্চা বলেছেন: আশরাফুল উসমান: সে খাশ ক্রিকেট পরিবারের ছেলে, তার বাপ-দাদা ১৫ গোষ্টি ক্রিকেট খেলত, এসবই তার জনপ্রিয়তাকে বানচাল করার ষড়যন্ত্র।
৬| ১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:১৩
রিয়াজ৩৬ বলেছেন: ম খা আশরাফুল: আশরাফুল বাংলাদেশ ক্রিকেটের পিলার। এই পিলার কে বিরোধী দল ষড়যন্ত্র করে নাড়া দিয়ে দেশ থেকে ক্রিকেট কে উপড়ে ফেলতে চাইছে!
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: