নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বকবক আমার স্বভাব।\n

কবঠ

মোস্তাক খসরু

শয়তানের সংখ্যা তিন ছয় বাইবেলে আছে।

মোস্তাক খসরু › বিস্তারিত পোস্টঃ

৭ মার্চ কুচক্রিদের হরতাল মানি না। মানব না।

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:০৪

এ কোন নিষ্ঠুরতায় দেশ আজ নির্মজিত। পুলিশের বড় কর্তা তিনি সাংবাদিকদের বলেন, “আমাদের কাছে আগেই খবর ছিল, বিএনপির আজকের বিক্ষোভ-সমাবেশে জামায়াত-শিবির নাশকতা করতে পারে।”এই বিষয়টি নিয়ে বিএনপি নেতাদের সঙ্গেও আলোচনা করা হয়েছে জানিয়ে মেহেদী হাসান বলেন, “তারা (বিএনপি নেতা) আমাদের নিশ্চয়তা দিয়েছিল যে কোনো ধরনের নাশকতার ঘটনা ঘটবে না এবং আলাপ চারিতায় বিএনপি জানিয়ে দিয়েছিল এমন সন্দেহ অমুলক। জামাত বিএনপির সভা থেকে কোন নাশকতা চালাবে না। আমারা শান্তি পুর্ন সমাবেশ করবো। দুইভাগে বিভক্ত দুটি জামাত শিবিরের দল নাইটঙ্গেল এর মোড়ে পুলিশের উপর হামলে পড়ল। গাড়ী জ্বালালো আতংকিত মানুষের ছুটোছুটিতে পুলিশে রাবার বুলেট, কাদানে গ্যাস ও গুলির মুখে সবাই যখন দিকবিদিক ছুটছে ঠিক তখনই বিএনপির কার্যালয় থেকে পুলিশের নির্লজ্জ আক্রমনে তারা অবাক হবার ভান করে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল দেয়ার ঘোষনা দিয়ে বসল।



আগামী কাল ৭মার্চ বাংলা ও বাঙ্গালীর চির স্বরনীয় একটি দিন। এই দিনে বাংলার র্শাদুল বঙ্গবন্ধু ঘোষনা করেছিলেন "এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম"। এই দিনটিকে ট্রাগেট করে জামাতবিএপি সাড়া বাংলাদেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে নিয়েছে। এটি একটি পরিকল্পিত হলতাল। লক্ষ কোটি মানুষের বিজয় মিছিলে আমরা ভরে তুলবো সরওয়ার্দি উদ্যান। দেখাযাক ওদের পিকেটাররা কোথায় কোথায় বাধা প্রদান করে। বাধা দিলেই বাদবে লড়াই বিএনপি কিংবা জামাত হলেও ঝুলতে হবে মোল্লা কাদের ছাইদি ছাবের ফটুক ধরে। এই হরতাল দিয়ে ওরা বুঝিয়ে দিতে চাচ্ছে বাংলা বা বাঙ্গালীর শ্রেষ্ঠতম দিন গুলিকে যেভাবেই হোক প্রশ্নবিদ্ধ করে তুলতে হবে। আর নয় মরহুম হুমায়ূন আজাদ স্যারের পাক ছার জমিন সাদ বাদ গড়তেই ওরা আজ একত্রিত হয়েছে। সম্ভবত আগামী ২৬মার্চও ওরা হরতালের আওতায় নিয়ে আসবে। বাঙ্গালী ইতিহাসের প্রতিটি শ্রেষ্ঠতম দিনগুলিকে এভাবেই ওরা একে একে ভুলুন্ঠিত করবে।



আগামীকাল হরতাল থাক আর ভয়তাল থাক সরোওয়ার্দি উদ্যানে সবাইকে পৌছুতে হবেই।



মৃত্যু যদি আসে আসুক বীরের বেশে।

জীবনটাকে নিক না ডেকে ভালবেসে।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:১৮

শরীফ িবিড বলেছেন: মৃত্যু যদি আসে আসুক বীরের বেশে।
জীবনটাকে নিক না ডেকে ভালবেসে।

আ: লীগ/বিএনপির পোলাপানরা শুধু ব্লগেই এ ধরনের কথা বলতে পারে, কাজে দেখাতে পারে শিবির (ঠিক/বেঠিক যাই হোক না কেনো)।

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:২০

রঁমাকান্তকামারঁ বলেছেন: মৃত্যু যদি আসে আসুক বীরের বেশে।
জীবনটাকে নিক না ডেকে ভালবেসে।

আ: লীগ/বিএনপির পোলাপানরা শুধু ব্লগেই এ ধরনের কথা বলতে পারে, কাজে দেখাতে পারে শিবির (ঠিক/বেঠিক যাই হোক না কেনো)। সহমত !!

৩| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৪৯

শিপু ভাই বলেছেন:
দেশ বিরোধী হরতাল- মানি না- মানবো না!!!

৪| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৩

সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলেছেন: আপনার কথা থেকেই একটা প্রশ্ন করি , জামাত শিবির পুলিশের উপর হামলা করল (!) পুলিশ কেন বিএনপির সমাবেশ লক্ষ্য করে গুলি চালাল ? কেন জামাত শিবিরের কোন নেতা কর্মি হতাহত হল না বা গ্রেফতার হল না ? কেন শুধু বিএনপির নেতা কর্মিরা হতাহত হল ? ত্বথ্য প্রযুক্তির যুগে দালালি করে মানুষ ভোলান যাই না , এইটা যত তারাতারি দালাল গুলা বুঝবে তত তারাতারি দেশের মঙ্গল ,,,,

৫| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১০:৫৪

মায়াবী রূপকথা বলেছেন: আর যেদিন থাকুক আর না থাকুক, ১৭ মার্চ হরতাম থাকবেই। ২৬ শে মার্চ হরতাল দিতে পারে এই সম্ভাবনাও ব্যাপক। কোথা থেকে যে কোথায় চলেছে দেশ!!

৬| ০৭ ই মার্চ, ২০১৩ রাত ১২:৪০

কলাবাগান১ বলেছেন: সম্ভবত আগামী ২৬মার্চও ওরা হরতালের আওতায় নিয়ে আসবে। বাঙ্গালী ইতিহাসের প্রতিটি শ্রেষ্ঠতম দিনগুলিকে এভাবেই ওরা একে একে ভুলুন্ঠিত করবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.