![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাই রাখেন তো আপনার মা দিবস। এই দেশে মা দিবস নামে কোন দিবসের দরকার নাই। এই দেশে শতকরা ৮৭ ভাগ মানুষ মুসলমান। মুসলিম বিশ্বে মা দিবসের তাৎপর্য অর্থহীন। এখানে নারীকে ভোগ্যপন্য হিসাবে ব্যাবহার করা হয়। মা একটা মেসিনের নাম যার কাজ বাচ্চা উৎপদন ও পুরুষের নানাবিধ অপকর্ম মুখবুজে সহ্য করে নেয়া। নারী অধিকারের কথা বলা হলে এখানে ধর্ম ক্ষতিগ্রস্থ হয়। ধর্মের চাইতে কি নারী বড়। সুরা নিশায় পরিস্কার ভাবে নারীর প্রাপ্য অধিকার বুঝিয়ে দেয়া হয়েছে এর বাইরে মুসলমানদের যাবার কোন উপায় নেই। এর বাইরে যাওয়া মানে আল্লাহ তায়ালার বিধিবিধানের পুর্ন লংঘন। নারী অধিকার নিশ্চিত করলে আল্লাহ ব্যাজার হবে এই বিশ্বাস যেই দেশের বেশীর ভাগ মানুষ মনে লালন করে সেই দেশে মা দিবস নিয়ে হুজ্জুতির কোন মানে হয় না। বরঞ্চ বাবা দিবস বা গর্বিত সোনা দিবস পালন করা যেতে পারে। এইটাতে কোন বাধা নাই। নারী সৃষ্টির মুল লক্ষ ছিল পুরুষকে আনন্দদান ও যেকোন উপায়ে পুরুষকে খুশি করা। নারী একটি শশ্যক্ষেত্র পুরুষ সেখানে তার মন মতো বিচরন করবে এটাইতো প্রকৃত অর্থে আমরা জেনে এসেছি। এর বর্তায় ঘটলে পুরুষের অধিকার সংকুচিত হয়ে পরবে। অধিকার সচেতন পুরুষরা তাই অতীব ধার্মিক। ইনিয়ে বিনিয়ে মায়ের জন্য কষ্ট, মায়ের পায়ের তলে সন্তানের বেহেস্ত এইগুলি গল্প। পতিতাও কারো না কারো মা তাই বলে কি পতিতাকেও মা এর অধিকার দেয়া হবে। আমার কাছে তো মনে হয় নারী মাত্রই পতিতা। একমাত্র মাই বলতে পাড়েন তার সন্তানের প্রকৃত পরিচয়। বাবাতো বাটারফ্লাই বাবার কোন দোষ নেই। সব দোষ ঐ নারীজাতীর। পুরুষের আলোচনায় নারী যতটা উপাদেয় সেখানে মাকে কি অপমানিত করা হচ্ছে না। সমস্ত নারীজাতীকে সম্মান করতে পারলেই তো মাকে সম্মান করা হয়। নারীর অধিকার নিশ্চিত করতে পারলেই মাকে সম্মান করা হবে। আর সাঈদী হুজুরের মতো যারা লম্বা আর ঘেরের বর্ননা দিতে অভ্যস্ত, হয় তারা মুসলমান, নয়তো তারা অমানুষ।
২| ১৩ ই মে, ২০১৩ সকাল ৭:৩৪
সেফানুয়েল বলেছেন: সত্য কথা শুনে মনে ব্যাথা পাই।।। সহমত----
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৩ রাত ৩:৫৯
সরলপাঠ বলেছেন: অল্প বিদ্যা ভয়ংকরীর মত ইসলাম সম্পর্কে না জেনে দোষারোপ করাটা ঠিক হয়নি। ইসলামে মায়ের অধিকার বাবার অধিকার থেকে তিনগুন বেশী। ইসলামের বিধান অনুসারে মা যদি সন্তানের কারণে সামান্যতম কষ্ট পায়, তবে তার সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়।
সমস্যা হচ্ছে আপনার চোখে যদি কালো লেন্স বসানো থাকে, তবে আপনি আলো বন্চিত হবেনই। ধর্ম বিদ্বেষের মানষিকতা নিয়ে ধর্মের প্রকৃত সুফল সম্পর্কে ধারনা পাওয়া যায়না।
আপনার লিখাটি তখনই কিছুটা হলেও বিবাচনাবোধের হত যদি আপনি ইসলামের জৈবিক শৃংখলার বিপরীতে পুঁজিবাদে নারীকে যে পতিতা হিসাবে ব্যাবহার করা হয় তা তুলে ধরার প্রয়াস পেতেন।