![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতদিন পর আওয়ামী লীগ তার নিদৃষ্ট লক্ষে পৌছুতে পেরেছে। রাজকার শিরোমনি গোলাম আযমের বিচারের রায় আজ ঘোষিত হলো। যা অনাভিপ্রেত, দেশের মানুষ ম্তম্ভিত। এই রায়তো জনগনের প্রত্যাশায় ছিল না। এটা কিসের টাইব্যুনাল। এই ট্যাইবুন্যালের রায় আমরা মানি না। রাজাকার সম্রাট গোলাম আযমের বিচারের রায় হবে মৃত্যুদন্ড। এটাই ছিল স্বাভাবিক কিন্তু বাংলাদেশের ষোলকাটি মানুষ দেখলো একটি সাজানো নাটক। যে নাটকের শুরু আছে কিন্তু শেষ নেই। এই রায় ঘোষিত হওয়ার সাথে সাথে বাংলাদেশ আওয়ামী লীগ হাড়িয়ে ফেললো তার সমস্তু বিশ্বাসের ভুমিটি। আজ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে একটি নতুন শব্দ যোগ হল। শব্দটা জন্মের সময় ছিল বঙ্গবন্ধু সেটার প্রয়োজনীতা ফুরিয়েছিল বলে বাদ দিয়ে দিয়েছিলেন। ধর্মান্ধ শেখ হাসিনা ওয়াজেদ সেই মুসলিম শব্দটি ফিরিয়ে আনলেন বড় যত্নের সাথে, আজ থেকে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ হিসেবে পরিচিতি পাবে।
জনগন হয়তো সংগঠিত হয়ে সরকারের বিরুদ্ধে কিছুই করতে পারবে না। হরতাল ভাঙ্গচুর আর জামাতবিএনপি ও আম্বাদের সাথে চলবে তাদের প্রতিবাদের লড়াই সংগঠিত শক্তির কাছে পরাজিত হয়ে ফিরে যাবে যে যার ঘড়ে কিন্তু তারপর তারপর কি হবে তা কি আম্বারা এখনো ভাবতে পারছে। সামনেই সংসদ র্নিবাচন গনরায় সেদিনই ঘোষিত হবে আওয়ামী মুসলিম লীগের বিপক্ষে। এই ভাগ্যটিও আওয়ামী মুসলিম লীগ এই রায়ের আলোকে লিখে ফেললো। যারা একটু কট্টর তার হয়তো ভোটের ধারে কাছেও ঘেষবে না। যারা একটু শহনশীল তারা এবং জামাতবিএনপি মিলে ভোটাধিকার প্রয়োগ করবে আম্বাদের গদিচ্যুত করতে। তখন হয়তো শেখ হাসিনা তার ভুলগুলি উপলোদ্ধি করতে পারবেন। কিন্তু তখন আর সংশোধনের সময় থাকবে না।
বাংলাদেশ পরিনত হবে একটি ভয়াল নগরীতে। আম্বাদের যে যেখানে পাবে সেখানেই ত্রিমুখি আক্রমনের শীকার হবে তারা জলে কুমির ডাঙ্গায় বাঘ ও বাতাসে ভেসে বেড়াবে জামাতের ভাইরাস। মুক্তবুদ্ধির মানুষগুলি হাটে ঘাটে প্রান দেবে। কেউ তাদের বাচাতে এগিয়ে আসবে না। আমাদের ভুলের দায় মাথায় নিয়ে নতুন প্রজন্ম নাজেহাল হতে থাকবে।
©somewhere in net ltd.