![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ত্রিশ সেকেন্ড, চোখাচোখি
ত্রিশ সেকেন্ড পড়া,
কি ছিলো সেই, চোখের ভাষা
একটু যাচাই করা।
ঠোটের ফাকে, লাজুক হাসি
লজ্জা রাঙ্গা গাল।
ছুতোর জন্য, যুক্ত করো
কথার ইন্দ্রজাল।
চালাও যদি, একটি দুটি
কথার মতো কথা,
দেখবে কেমন ধীরে ধীরে
কমছে অস্থিরতা।
বারো মিনিট, অনেক সময়
একটি প্রেমের জন্য।
হও না তুমি গাধা, কিংবা
হও না তুমি বন্য।
২| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪০
এম এ কাশেম বলেছেন: বারো মিনিটে যে প্রেম গড়ে
তেরো মিনিটে ভাঙ্গে
ষোলো মিনিটে জোয়ার উঠে
শুজনি মরা গাঙ্গে।
কবিতায় ভাল লাগা।
৩| ২৬ শে এপ্রিল, ২০১৪ ভোর ৪:৪৪
সাদিয়ার কিছু কথা বলা বলেছেন: প্রেম .।.।.।.।.। আহা
৪| ২৬ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৮
ডার্ক ম্যান বলেছেন: :> :> :>
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১৫
ফয়সাল খালাসী বলেছেন: