![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জামতবিএনপিকে ভীমরতিতে ধরেছে। শর্তসাপেক্ষে সিটি করপোরেশনের র্নিবাচনে অংশ গ্রহণের কথা বলা হচ্ছে। আওয়ামী লীগ বিএনপির মতো প্রতিপক্ষ চায় না বলেই এতদিন নির্বাচন গুলি ঝুলিয়ে রেখেছিল। বিএনপির ছাগলগুলি কেন যে, এই সহজ সরল সত্যটা বুঝতে পারে না সেটা আমার বোধগম্যের বাইরে। সম্ভবত দরকশাকষি করে যদি কিছুটা সুযোগ সুবিধা আদায় করে নেয়া যায় তাতে লাভ বই ক্ষতি তো নেই। সে গুরে বালি। সন্ত্রাসি দল জামাতবিএনপিকে কোন ছাড় দেয়ার প্রশ্নই উঠে না। অদ্যাবধি তাদের অকার্যকর অবরোধ ও হরতাল বহাল আছে। কোথাও বিন্দুমাত্র ছেদ পরেনি। মা ছেলে স্বমস্বরে চিৎকার করছে। মা গৃহবন্দি ছেলে শরর্ণাথী হয়ে পাগলের প্রলাপ বকছে। তাই তাদের আক্ষেপের শেষ নেই। দেশ থেকে মা সরস্বতিকে বিদায় করে অসুরের ধ্বংশযজ্ঞে মেতে উঠেছে জামাতবিএনপি। আমি বেকুব লীগের সভাপতি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি,, জামাতবিএনপি র্নিবাচনে আসলে আসুক না আসলেও কোন ক্ষতি নেই। নির্বাচন র্নিধারিত সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে। জামাই আদর করে কাউকে নির্বাচনে আনার তো কোন প্রশ্নই উঠে না। সরকার কোন ভাবেই বেগম জিয়ার নিরাপত্তা বিঘ্নিত হতে দিতে পারেন না। জনরোষে তিনি যদি ক্ষতির স্বীকার হন কে তার দায় বহন করবে। জামাতবিএনপি ২১ আগাষ্টের মতো কার্যক্রম পরিচালনা করতে পারে কিন্তু আওয়ামী লীগ এতোটা নীচে নামতে পারে না। আওয়ামী লীগ গণতান্ত্রিক দল বিএনপির মতো সেনাশাসকের দল নয়।
©somewhere in net ltd.