নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্ম জাগরণ

খাজা জামাল হোসেন

খাজা জামাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

আত্ম জাগরণ " তৃতীয় খন্ড " কথা সুরঃ ~ শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ) শিল্পীঃ বাউল শংকর দাস * বাউল লতিফ সরকার এ্যালবামঃ ~ পালা গান - শরীয়ত * মারফত, " ইয়া রাছুল আল্লাহ "

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১:৪৮

আত্ম জাগরণ " তৃতীয় খন্ড "
কথা সুরঃ ~ শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ)
শিল্পীঃ বাউল শংকর দাস * বাউল লতিফ সরকার
এ্যালবামঃ ~ পালা গান - শরীয়ত * মারফত,
" ইয়া রাছুল আল্লাহ "

ইয়া রাছুল আল্লাহ্
ইয়া হাবীব আল্লাহ্
ইয়া নাবীয়্যি, শাফীয়াল মুজনাবীন ||

লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাছুল আল্লাহ্
নাই কোন ইলা, এক আল্লাহ্ বিহীন |
তুমি নূরীম মিন নূরিল্লাহ
নূর মোহাম্মদ ছাল্লাল্লাহ্
তোমার দরুদ গাহে, রাব্বুল আলামীন ||

তুমি ছারোয়ারে কায়েনাত
লাভ করছ আব হায়াত
তাইত তুমি হায়াতুন নাবীয়্যিন |
তুমি আশরাফুল ইনছান
সরদারে দোজাহান
আফজালুল আম্বিয়া, খাতেমুন নাবিয়্যিন ||

তুমি ছাইয়্যিদুল মুরছালীন
ইমামুল মুত্তাক্বীন
কায়েদুল গোররিল মুহাজ্জালীন |
তুমি রাছুলে ছাক্কালাইন
ইমামুল ক্বেবলাতাইন
নাবীউল হারমাইন, সাদরিল আলামীন ||

তুমি রাছুলে মাকবুল
খোদার রাছুল
কহে রাব্বুল ইয়াছীন
তুমি রাছুলে কারীম
রাউফুর রাহীম
রাহমাতাল্লিল আলামীন ||

তুমি শামছুদ দোহা
বাদরিদ দোজা
নুরুল হুদা আনিছুল গারীবিন |
তুমি সিরাজুস ছালেকীন
শামছুল আরেফীন
মহামহিম, তোমার আশেক্বীন ||

তুমি নাবিয়্যি আবতাহী
মোহাম্মদ আরাবী
ইয়া মুজাম্মেল,তুমি উম্মতের জামীন |
তুমি সর্ব সৃষ্টির উছিলা
আবুল কাসেম বিন আবদুল্লাহ্
জাদদিল হাছান আল হোসাইন ||

তুমি ছাইয়্যিদিনা
তুমি মাওলানা
ছানাদানা তুমি নুরুদ্দিন |
তুমি মোহাম্মদ মোস্তফা
আহম্মদ মুজতাবা
নূরে খোদা তুমি, নূরুল আলামীন ||

তুমি আউয়ানুল নাবীয়্যি
আখিরুন নাবীয়্যি
জাহিরুন নাবীয়্যি, তুমি বাতেনুন নাবীয়্যিন |
তুমি মদিনাতুল এলেম
চাহি তোমার প্রেম
কান্দে পাপী ফরিদ উদ্দিন ||

স্থান : দরবার কক্ষ
তারিখ: ৮-০৯-১৯৯১ খৃ:

আত্ম জাগরণ  " তৃতীয় খন্ড "
ক্রমিক নং - আট, পৃষ্ঠা নং - ২৩-২৪,
[email protected]
+8801718328842

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.