| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
কথা ও সুর :- শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ)
শিল্পীঃ বাউল শংকর দাস,
এ্যালবামঃ - বাংলা আউলিয়ার জননী,
" গেছু দারাজ ছৈয়দ আহম্মদ "
গেছু দারাজ ছৈয়দ আহম্মদ
কল্লা শহীদ শাহ্ পীর
সোনার বাংলা হলো পরশ
পেয়ে বাবার পবিত্র শির ।।
ফুরাত কুলে কারবালাতে
কল্লা শহীদ শাহাদাতে
আবার খড়মপুর তিতাস কুলেতে
শহীদ কল্লা হয় জাহির ।।
শাহ্ পীর কল্লা শহীদ
প্রকাশিতে খোদার তৌহিদ
কাটা শিরে করেন পিরীত
কল্লা আল্লাহ্ হয় জিকির ।।
যত কল্লা, তত আল্লাহ্
কল্লা ছাড়া কে কয় আল্লাহ্
ফরিদ, কল্লা মানে আরশ আল্লাহ্
খড়মপুরে হলো স্থির ।।
শহীদিয়া পাক দরবারে
তৌহিদি নিশান উড়ে
কল্লা শহীদ নামটি ধরে
খেলছেন খেলা বেনজীর ।।
লা - ইলাহা ইল্লা আল্লাহ্
মুহাম্মাদুর রাছুল আল্লাহ্
এই কালিমা বলছেন কল্লা
মালিক হোসেন শাহ্ পীর ।।
আহম্মদী কল্লা'র শান
বিজাতি সব হয় মুসলমান
খড়মপুরে উদীয়মান
ছৈয়দ আহম্মদ জাত ফকির ।।
স্থানঃমাছিননগর,বান্ছারামপুর,
ব্রাহ্মনবাড়ীয়া।
আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
ক্রমিক নং - ৯ , পৃষ্ঠা নং -২৫,২৬,
[email protected]
+8801718328842
©somewhere in net ltd.