নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আত্ম জাগরণ

খাজা জামাল হোসেন

খাজা জামাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

" বাবা শাহ্ আলী বোগদাদীয়া " আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "

১৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০১

" বাবা শাহ্ আলী বোগদাদীয়া "
আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
কথা ও সুরঃ- শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ)
শিল্পীঃ- বাউল শংকর দাস, +৮৮০১৭১২০১৭৪৬৩
এ্যালবামঃ- বাংলা আউলিয়ার জননী,


বাবা শাহ্ আলী বোগদাদীয়া
বোগদাদ হতে এলে বাংলায়
প্রেমের সুধা সঙ্গে নিয়া ।।

পাঁচ'শ বছর আগে এলে
পীরের হুকুম লইয়া
বাংলার মানুষ হলো ধন্য
তোমার প্রেমের পরশ পাইয়া ।।

এক চল্লিশের চিল্লা নিলে
ঢাকা মীরপুরে আসিয়া
উনচল্লিশে চিল্লার দরজা
ভক্তগনে দেয় খুলিয়া ।।

না পাইলো তোমার দেখা
চিল্লার দরজাটি খুলিয়া
এক টুকরা রক্ত মাংস
জজবা হালে রয় পড়িয়া ।।

মারিফতের খনি তুমি
সুলতানুল আউলিয়া
পেয়ে তোমার চরণ ধুলি
কতজনা হয় আউলিয়া ।।

কারো আশা হয় না বিফল
তোমার দরবারে আসিয়া
রাজায় প্রজায় ডাকে বাবা
কান্দে ফরিদ ব্যাকুল হইয়া ।।

তারিখঃ ২৩ - ০৩ - ৮৩ খৃঃ
স্থানঃ মনিপুর,মীরপুর,ঢাকা,

আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
ক্রমিক নং - সাত,পৃষ্ঠা নং - ২৩,
[email protected]
+৮৮০১৭১৮৩২৮৮৪২,

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.