| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
" মা মা বলে যতই ডাকি "
আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
কথা ও সুর :- শাহ্ সূফী বাবা ফরিদ উদ্দিন আহাম্মদ চিশতী (মাঃ আঃ)
" মা মা বলে যতই ডাকি "
মা মা বলে যতই ডাকি
ততই লাগে মধু ময়
সন্তান পেটে নিয়ে মাতা
দুঃখ কষ্ট কত সয় ।।
সন্তানের মুখ দেখলে মাতা
ভুলিয়া যায় সকল ব্যথা
আছে হৃদয় ভরা মমতা
কাছে টেনে কোলে লয় ।।
মায়ের প্রাণে দিসনে ব্যথা
মা যে রে তোর পালন কর্তা
মায়ের ফুলে ছিল লুপ্ত আত্মা
ফুলের বোটা ছিড়ে প্রকাশ হয় ।।
মায়ের পদতলে বেহেস্ত খানা
মায়ের নামে বেচাকেনা
মুক্তি নাহি ভক্তি বিনা
পাক পাঞ্জাতন মা মা কয় ।।
না করিলে মায়ের পূজা
রাস্তা তোর হবে না সোজা
জতই করিস নামাজ রোজা
ভেবে চিন্তে ফরিদ কয় ।।
স্থান: মনিপুর,মিরপুর ঢাকা।
তাং :১৮-০৫-১৯৮৪ খৃঃ,
আত্ম জাগরণ " দ্বিতীয় খন্ড "
ক্রমিক নং - ১২ , পৃষ্ঠা নং -৩৬,
[email protected]
+8801718328842
©somewhere in net ltd.