নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

এক মিনিটের গল্প- প্যাচকিবাজ।

১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:০৬

আমার নাম মেহবুব।সবাই বলে প্যাচকিবাজ।এই গল্পটি শুনেন, খুবই ইন্টারস্টিং। আমার নিজের নামের কসম করে বলছি- পুরা গল্পটি শোনার পর আপনি বিরাট রকমের একটা টাসকি খাবেন। তাহলে গল্প বলা শুরু করি, ও সরি। গল্প বলছি কেনো-এটাতো একেবারে রিয়েল ঘটনা।



আমার চাচার একটি ছোট মুদির দোকান আছে। মাঝে মাঝে আমি রাজধানী ছেড়ে নিজের শহরে আসলে গলির মুখের এই মুদির দোকানে বসি।



ঘটনার দিন, বিকেল বেলা চাচা আমাকে দোকানে বসিয়ে একটু বাসায় গেলেন। আর, এই ফাঁকে আমি আর আমার বন্ধু আরিফ চুটিয়ে সারা দুনিয়াকে গরম তাওয়ার ওপর ফেলে ভাজা ভাজা করছি।



হঠাৎ দোকানে আসলেন-এক নাম্বার গ্যাড়াবাজ শামসু মিয়া। আমি দাঁড়িয়ে যতটুকু ভ্দ্র হওয়া যায় তারচেয়েও বেশি বিনয়ী হয়ে -বললাম-

স্লামুআলাইকুম চাচা, ভালো আছেন? কিছু লাগবে চাচা?

গ্যাড়াবাজ শামসু মিয়াতো, আমারে ব্যবহারে একেবারে গদগদ।

বললেন- তোমাকেতো আগে কোথাও দেখিনি ।



আমি বললাম, জ্বি চাচা। আমাকেতো আপনার চিনার কথা নয়। আমিতো ঢাকাতে থাকি।মাঝে মাঝে চাচার বাসায় আসলে চাচাকে একটু সাহায্য করি।

তো তুমি করো কি ঢাকায়?

চাচা, আমিতো ঢাকা মেডিকেলে পড়ি।

চাচা বললেন, তাই নাকি, বেশতো। তো তোমরা কয় ভাই বোন?

চাচা, আমরা একভাই আর দু বোন।

ওরা কি করে?

ছোট বোনটা এইযে এইবার গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা মেডিকেলেই ভর্তি হলো আর ওর বড়টা বুয়েটে পড়ছে চাচা। আমাদের জন্য দোয়া করবেন চাচা যেন আমরা মা-বাবার দুঃখ কষ্ট দূর করতে পারি।



ও তা তোমার বাবা কী করেন?

উনিতো চাচা ছোট একটা চাকুরি করতেন। এখন রিটায়ার্ড। ঘরে বসেই থাকেন।

তাইলে তোমাদের এতো পড়ালিখার খরচ এত সব যোগাড় হয়ে কেমন করে?

চাচা,আমিতো টিউশনি করেই পড়ালেখার খরচ চালাই। বোন দুটাও তাই করে। আবার প্রতি মাসে বাড়িতে কিছু টাকাও পাঠাই।

চাচা বললেন- বাহঃ । বেশতো। কী সুন্দর এক পরিবার। মনটা ভরে গেলো বাবা তোমার সাথে পরিচয় হয়ে।



এরপর চাচা একপ্যাকেট চিনি আর চা পাতা নিয়ে -আমাকে বেশ দোয়া করে চলে গেলেন।



উনি চলে যেতেই বন্ধু আরিফ বললো- তোর কোনো কথার আগা মাথাই বুঝলাম না। কী দিন দুপুরেই আজ গান্জা খালি নাকি। কী দরকার ছিলো বেটাকে এতগুলা মিথ্যা বলার, শালা দুই নাম্বার ফাউল।



আমি বললাম, দোস্ত আসল মজাতো সবে শুরু হলো। বেটার বাসায় গিয়ে এখন একবার দেখগে যা, ওর বখাটে পোলাপানগুলাকে বেটা কেমন করে এবার প্যাদানি দেয়া শুরু করেছে ।







মন্তব্য ৬৩ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩২

খেয়া ঘাট বলেছেন: ধন্যবাদ।

২| ১৭ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৫২

িটউব লাইট বলেছেন: B-)) B-)) B-)) B-))

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: আপনাকে ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:১৪

আমি অপদার্থ বলেছেন: =p~ =p~ =p~
মজা পাইলাম।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৩

খেয়া ঘাট বলেছেন: যাক, আপনারা আগে পড়েন নি, তাই মজা পেয়েছেন। ধন্যবাদ।

৪| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

বটের ফল বলেছেন: ভাই খেয়াঘাট, আজকের লেখাটি পড়ে ঠিক খেয়াঘাটিয় লেখা বলে মনে হলোনা। সত্যি বলতে কি, লেখাটি আমি আগে কোথও পড়েছি। বলতে খারাপ লাগছে, আজকে আপনার ব্লগ থেকে বিফল মনোরথে ফিরে গেলাম।

দুঃখিত।

ভালো থাকবেন। নতুন লেখার প্রত্যাশায় থাকলাম।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৫

খেয়া ঘাট বলেছেন: জ্বি, নীচে । পোস্ট ট্যাগে লিখা আছে। এটা অনেক আগের লিখা পোস্ট।
তারপরও আগে যারা পড়েনি নি,,,,,,,তাদের জন্য লিখলাম।

আজকে একটা পোস্ট দিয়েছিলাম। এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে।
তাই, কী আর করা।

আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা।

৫| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

বটের ফল বলেছেন: কোথও- কোথাও হবে।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৮:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
আমারো বটের ফলের মতো একই ভাবনা।
এ লেখাটা কি আপনি আগে পাবলিশ করসিলেন ??

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩৬

খেয়া ঘাট বলেছেন: জ্বি ভাই।। পোস্ট ট্যাগে লিখা আছে। এটা অনেক আগের লিখা পোস্ট।
তারপরও আগে যারা পড়েনি নি,,,,,,,তাদের জন্য লিখলাম।

আজকে একটা পোস্ট দিয়েছিলাম। এডিট করতে গিয়ে ডিলিট হয়ে গেছে।
তাই, কী আর করা।

আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা।

৭| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৪৬

কান্ডারি অথর্ব বলেছেন:

B-) B-) B-)

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫০

খেয়া ঘাট বলেছেন: মজা লাগছে না???

৮| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫২

না পারভীন বলেছেন: আগেও পড়েছি , কিন্তু এখন পড়ে বেশি মজা পেলাম । মেহবুব আজ যে প্যাচ লাগিয়ে দিয়েছে শামসু মিয়ার ছেলেমেয়েদের কপালে আজ শনি । :P :P

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:০৪

খেয়া ঘাট বলেছেন: হাহাহাহাহাহহহহহহহহহহহহহহহাহহাহাহাহাহাহহাহাহা
হোহোহোোোহোহোোহোহোহোহোহোহোহোহোোোহোহোহোহোহহো

৯| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

অপূর্ণ রায়হান বলেছেন: হা হা হা হা +++++++++

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫১

খেয়া ঘাট বলেছেন: মজা লেগেছে না< অনেক ধন্যবাদ।

১০| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৫৭

আমিনুর রহমান বলেছেন:


ব্যফুক মজা।
=p~ =p~ =p~

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫২

খেয়া ঘাট বলেছেন: ব্যফুক মজা..................

১১| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

বৃতি বলেছেন: আগে পড়েছিলাম । প্যাচকিবাজী বুদ্ধি ।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫২

খেয়া ঘাট বলেছেন: জ্বি , আগে ও পোস্ট করেছিলাম। ভালো থাকবেন প্রিয় বৃতি।

১২| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:০১

মনিরা সুলতানা বলেছেন: এক নাম্বার গ্যাড়াবাজ শামসু মিয়া...
পরছে এক নাম্বার প্যাচকিবাজ এর হাতে . B-))


আফনেরা টেনশিত না হয়ে পপ কর্ণ নিয়া বসেন ।।

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৪

খেয়া ঘাট বলেছেন: চাচার মেজাজ বিলা, আর আপনার পপকর্ণ খান............হায়রে মানবসমাজ। আফসুস , বড়ই আফসোস।

১৩| ১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৪১

বাংলাদেশী দালাল বলেছেন:
বুড়া বয়সে চাচারে মনে কষ্ট দিলেন??? :(

এক পরিবারের তিন জন মেডিকেলে পড়লে চাচার পোলায় চান্স পাইবো কেমনে?

১৭ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৬

খেয়া ঘাট বলেছেন: চাচা, আজকে পিডাইয়া পোলাপানের শরীরের চামড়া আলগা করে পোলাপানদের মেডিকেলেই পাঠাবে :) :) :)

১৪| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৪৮

ইমরান নিলয় বলেছেন: :P :P

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

খেয়া ঘাট বলেছেন: :) :)

১৫| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

মাহমুদ০০৭ বলেছেন: হাহাহাহা, শামশু চাচা আজ কোপা শামশু হইব :)
মজা পাইলাম গল্পে ।
আরিফ কি আপ্নে নিজেই নি ?
+++++++++

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

খেয়া ঘাট বলেছেন: কোপা শামশু................হাহাশে।
জ্বিনা, গল্পের বন্ধু আরিফ :)
অনেক ধন্যবাদ ভাই।

১৬| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৫১

অনাহূত বলেছেন: হা হা হা। দারুন শিক্ষা।

১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ :)

১৭| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০

সপ্নাতুর আহসান বলেছেন: B-) B-) B-) B-) B-) বেটার বাসায় গিয়ে এখন একবার দেখগে যা, ওর বখাটে পোলাপানগুলাকে বেটা কেমন করে এবার প্যাদানি দেয়া শুরু করেছে ।

১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৬

খেয়া ঘাট বলেছেন: :P :P :P

১৮| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৫

বাহলুল বলেছেন: ;) ;) ;) পেঁচগি লাইগা গেছে

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৩

খেয়া ঘাট বলেছেন: B-) :> |-)

১৯| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৯

অপর্ণা মম্ময় বলেছেন: লেখার আগা মাথা কিছু পাইলাম না !

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১২:৫৫

খেয়া ঘাট বলেছেন: আপনার এ মন্তব্যটি আমার সবচেয়ে বেশী পছন্দ হয়েছে। আর সবচেয়ে বেশী পছন্দ হয়েছে আপনার সরলতা।

আপনাকে বিনীত ধন্যবাদ।

২০| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪১

মামুন রশিদ বলেছেন: ঠিক আছে, ১০০তম পোস্টের অপেক্ষায় রইলাম :)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:১১

খেয়া ঘাট বলেছেন: ১০০ তম পোস্ট প্রকাশ করলাম।
আপনাকে ধন্যবাদ।

২১| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৫০

শাহরিয়ার রিয়াদ বলেছেন:
:D :D :D :D :D :D :D

জাউরামির এক শেষ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:২৩

খেয়া ঘাট বলেছেন: জাউরামির এক শেষ।মন্তব্য ব্যাফুক পছন্দ হয়েছে। !:#P !:#P !:#P

২২| ১৭ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: গ্যাড়াবাজের সাথে প্যাচকিবাজ.... মন্দ নয় :)
কিন্তু সবাই উপযুক্ত ব্যক্তির সাথে উপযুক্ত আচরণ করতে পারে না।
আপনাকে তাই অভিনন্দন ;)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ৩:৪৫

খেয়া ঘাট বলেছেন: গ্যাড়াবাজের সাথে প্যাচকিবাজ.... মন্দ নয়
কিন্তু সবাই উপযুক্ত ব্যক্তির সাথে উপযুক্ত আচরণ করতে পারে না।
আপনাকে তাই অভিনন্দন ।

আপনার জন্যও মেলা শুভকামনা ভাই মইনুল।

২৩| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৫

মাসুম আহমদ ১৪ বলেছেন: :) :) :)

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-)

২৪| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪২

হাসান মাহবুব বলেছেন: হাহাহা! ভালোই পেজগি!

১৮ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৪৪

খেয়া ঘাট বলেছেন: B-) B-)

২৫| ১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

সমুদ্র কন্যা বলেছেন: এমন প্যাজগি যদি দিতে পারতাম! মাঝে মধ্যে খুব দিতে ইচ্ছা করে। কিন্তু আমি নিতান্তই ভাল মানুষ। আফসুস /:)

১৮ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৫

খেয়া ঘাট বলেছেন: এটাই ট্রাই করতে পারেন। :) :) :)
তবে নিজ দায়িত্বে।

২৬| ১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০১

প্রোফেসর শঙ্কু বলেছেন: ভালই তো!

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:০৩

খেয়া ঘাট বলেছেন: মজা পেয়েছেন না :)

২৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৮

আমিভূত বলেছেন: হাহাহাহা কি কাজ টাই না করলেন :P B-))

১৯ শে জুলাই, ২০১৩ রাত ২:১৭

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :) :) :) :)

২৮| ১৯ শে জুলাই, ২০১৩ রাত ১:৫৪

নাজিম-উদ-দৌলা বলেছেন: হে হে ! জব্বর পেজগি লাগাইছে! B-)

২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:১৪

খেয়া ঘাট বলেছেন: B-) B-) B-) B-) B-) B-)

২৯| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০২

স্বপ্নবাজ অভি বলেছেন: এমন মিথ্যাও পূন্য !

০৬ ই আগস্ট, ২০১৩ রাত ১:১১

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় অভি। শুভকামনা।

৩০| ০৪ ঠা আগস্ট, ২০১৩ রাত ১:৩৬

শান্তির দেবদূত বলেছেন: হা হা হা ..... ব্যাপক মজা পেলাম। বেশি মজা পেলাম কারন নিজের জীবনের সাথে মিলে গেলত তাই।

স্কুলে থাকতে যেদিন আব্বু বাহির থেকে শুনে আসত যে কারও ছেলে/মেয়ে ফাস্ট বা সেকেন্ড হয়েছে বা বৃত্তি পেয়েছে বা অনেক ভাল রেজাল্ট করেছে, সেদিন আমার আর ছোট ভাই এর রফা দফা সারা। বাসায় এসেই বলত, অংক বইটা নেয়ে আস। তারপর চ্যাপ্টারের পর চ্যাপ্টার দাগিয়ে বলত আজকের মধ্যে শেষ করবি, কালকে পরীক্ষা নিব। সে দিনটা যে কি দুঃশ্চিন্তায় কাটত !! তবে সুখের কথা হল, সেই "কালকে" আর কালকে আসত না। আবার ২/৩ মাস পরে সম্পূর্ণ ঘটনার পূনরাবৃত্তি। হা হা হা

০৬ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:১১

খেয়া ঘাট বলেছেন: আপনার ঘটনার সাথে আমার ও দেখি অনেক কিছু মিলে গেলো।
শুভকামনা সবসময়ের। ঈদমোবারক।

৩১| ০৯ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০১

প্রত্যাবর্তন@ বলেছেন: হা হা হা ।

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :) :) :)

৩২| ১০ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৪

অবচেতনমন বলেছেন: :) ;) 8-|

১০ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৮

খেয়া ঘাট বলেছেন: :) :) :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.