নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট

ভাষাহীন বাবুই

খেয়া ঘাট › বিস্তারিত পোস্টঃ

একজন মাতালের স্বরুপ

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

একজন মাতালের স্বরুপঃ

অল্প ড্রিংক করলে- কথা অগোচালো হবে।

ড্রিংকের পরিমাণ আরেকটু বাড়লে- কোনো অর্থবহ কথা বলতে পারবেনা।

পরিমাণ যদি আরেকটু বাড়ে-আগের কথার সাথে পরের কথার কোনো মিলই থাকবেনা।

যখন মাতাল ড্রিংকের পরিমাণ আরো বাড়িয়ে দিবে-চিন্তাশক্তি একেবারেই হ্রাস পাবে। যা বলবে তা সত্য-মিথ্যা, বানোয়াট বলবে।

একেবারে ঝানু মাতাল-এমন আজে বাজে কথা বলবে, নিজের কথায় যে অন্যরা লজ্জা পাচ্ছে- তার কোনো খেয়াল থাকবেনা।

পাঁড় মাতাল-নিজের আচরণে অন্যের যে কোনো ক্ষতি হচ্ছে তাও বুঝবেনা।

বদ্ধ মাতাল- এ অবস্থায় যেকোনো ধরণের অনিষ্ট কাজ করলেও তার বোধোদয় হবেনা।



আমাদের তথাকথিত রাজনীতিবিদদের সাথে মাতালের এখানেই পার্থক্য যে উনারা মাতাল না হয়েই উপরের সবগুলো কাজই করেন।

(আমার কিছু বন্ধু যারা দেশের কল্যাণেই আসলে রাজনীতি করেন। আমাকে ফেসবুকে ম্যাসেজে বলছেন-এভাবে বলা ঠিক হয়নি। আমি বিনীত ভাবে আপনাদের বলছি- আমি কিন্তু " তথাকথিত" শব্দটি ব্যবহার করেছি।)

মন্তব্য ৩৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১২

সাদা মনের মানুষ বলেছেন: দারুণ উপমা দিলেন, ওরা শুধু মাতালই নন একেবারে বদ্ধ মাতাল।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৪

খেয়া ঘাট বলেছেন: কিন্তু ওনাদেরতো ভাই মাতাল বলতে পারবেন না।

২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০

মোঃ আনারুল ইসলাম বলেছেন: অসাধারণ পোস্ট ।

+++++++++++++++++++++++++++

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৩

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। কিন্তু পাপ হবেনাতো

৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৯

মশিকুর বলেছেন:
হা হা। এরা জাতে মাতাল, কিন্তু তালে ঠিক!!

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

খেয়া ঘাট বলেছেন: হাহাহহাহা। ভালো বলেছেন।

৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২২

মোমেরমানুষ৭১ বলেছেন: মশিকুর বলেছেন:
হা হা। এরা জাতে মাতাল, কিন্তু তালে ঠিক!!

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:২৩

খেয়া ঘাট বলেছেন: মোমেরমানুষ৭১ বলেছেন: মশিকুর বলেছেন:
হা হা। এরা জাতে মাতাল, কিন্তু তালে ঠিক!!

৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৩৭

হাসান মাহবুব বলেছেন: ক্লাসিফিকেশন যথার্থ হয়েছে।

১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই।
কিন্তু উনারা মানে উনারা মানে উনারাই মানে যাদেরকে মিন করছি, মানে যাদের কথা বলছি সেই উনারাই কি বুঝবেন।

৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: তথাকথিত শব্দটা মানলাম না । লন্কায় সবাই রাবন, রাজনীতিতে সবাই মাতাল ।

ভাই, মাতালের আগে-পিছে-সাথে থেকে 'আমি মাতাল' নই বলাটা কথাটুকু যুক্তিযুক্ত!

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

খেয়া ঘাট বলেছেন: মামুন ভাই আপনার কথার সাথে একমত। তবে উনাদের কথা হলো-সব রাজনীতিবিদরা মাতাল না। আর দেশ কিন্তু রাজনীতিবিদরাই চালায়। মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা উনারাও রাজনীতিবিদ ছিলেন।তাই সবাইকে এককাতারে ফেলা যায়না। আমলারা দেশ চালাবেননা, ডাক্তার ইন্জিনীয়ার, প্রফেসর, কর্পোরেটের বড় কর্তাব্যক্তি, বিশাল ব্যবসায়ী উনারাও দেশ চালাবেন না। পলিটিশিয়ানদেরই চালাতে হবে। তাই সবাই মাতাল না। তবে এখনকার যে রাজনীতি তারা মাতাল বলেই নিজেদের মাতাল ভাবতে পছন্দ করেন না। ইজ্জতে লাগে।

কাজের ফাঁকে.সব গুছিয়ে লিখতে পারছিনা। বিশাল দেন দরবারতো হয়েই গেলো। উনাদের কথাও কিন্তু ফেলে দেয়া যায়না।

৭| ১৩ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৪১

বোধহীন স্বপ্ন বলেছেন:
পোস্ট কোথা থেকে কোথায় চলে গেল ঠাওর করতে মুসকিল হয়ে গিয়েছিল। ভালো উপমা দিয়েছেন।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: কিন্তু এইসব উপমা শুধু উপমাই হয়ে থাকবে ভাই। কারো বোধোদয় হবেনা। শুভকামনা রইলো বিনীত ধন্যবাদ।

৮| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:২৬

আমিনুর রহমান বলেছেন:



দারুন বলেছেন ব্রাদার।

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

খেয়া ঘাট বলেছেন: !:#P !:#P !:#P !:#P !:#P

৯| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১

স্বপ্নবাজ অভি বলেছেন: দারুন মিলিয়েছেন !

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১০| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫০

মন্নুবেগ বলেছেন: উপমা মিলেছে , পুরাই খাপে খাপ ।

১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৮

খেয়া ঘাট বলেছেন: অনেক ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা।

১১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমাদের তথাকথিত রাজনীতিবিদদের সাথে মাতালের এখানেই পার্থক্য যে উনারা মাতাল না হয়েই উপরের সবগুলো কাজই করেন।

-আমাদের মহামতি স্ব-নাম ধন্য, স্ব-স্ব ক্ষেত্রে উজ্জ্বল রাজনীতিবিদদের আগে তথাকথিত (বদ শব্দ) ব্যবহারের কারণে কেন আপনার দরজায় ৫৭ধারা প্রয়োগ করা হইবে না?

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৩

খেয়া ঘাট বলেছেন: আমাদের মহামতি স্ব-নাম ধন্য, স্ব-স্ব ক্ষেত্রে উজ্জ্বল রাজনীতিবিদদের আগে তথাকথিত (বদ শব্দ) ব্যবহারের কারণে কেন আপনার দরজায় ৫৭ধারা প্রয়োগ করা হইবে না? খুব ডরাইছি ভাই। খুউব........

১২| ১৩ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: হায় হায়....শুরু দেখে আমি ভাবলাম কী না কী.... ;)
তথাকথিতদের সম্পর্কে বলে তো লেখার নিম্নাংশটি দূষিত করে দিলেন...
তার চেয়ে ওপরের অংশটিই বরং ভালো ছিলো...



তথাকথিতদের নির্যাতন থেকে বাঁচিবার কোন উপায় কি কাহারও জানা আছে?


প্রশ্ন রাখিয়া গেলাম...প্রিয় খেয়াঘাট ভাইয়ের দরবারে :)

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৫

খেয়া ঘাট বলেছেন: উপায় আছে, তবে কইতে ডর লাগে। :-0 :-0

১৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৩৮

মায়াবী ছায়া বলেছেন: যে কথা বলেও বলা হয়নি এতদিন তা বলে ফেললেন আপনি ।
আসাধারন পোস্ট ।

১৪ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৭

খেয়া ঘাট বলেছেন: সাহস করে বলেই ফেললাম। তবে আরো কিছু মাতলামির স্বরুপ যোগ করার ইচ্ছে ছিলো।কিন্তু ঐ যে ডর লাগে।
বিনীত ধন্যবাদ।

১৪| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:২০

কান্ডারি অথর্ব বলেছেন:


দারুণ লিখেছেন তো ।

১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ ভাই। অনেক শুভকামনা রইলো।

১৫| ১৪ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৩৯

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
যথার্থ বিশ্লেষণ।

১৪ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০১

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ রইলো । অনেক শুভকামনা।

১৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩

শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা , বেশ বলেছেন। ক্ষমতাই সবচেয়ে বড় মদ, যে যত ক্ষমতাবান সে তত বড় মাতাল। :) :)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৫

খেয়া ঘাট বলেছেন: ক্ষমতাই সবচেয়ে বড় মদ, যে যত ক্ষমতাবান সে তত বড় মাতাল।
+++++++++++++++++++++++++++++++++++++++
এই লাইনটিতো ঘরে বাঁধিয়ে রাখার মতো।

১৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শান্তির দেবদূত বলেছেন:
হা হা হা , বেশ বলেছেন। ক্ষমতাই সবচেয়ে বড় মদ, যে যত ক্ষমতাবান সে তত বড় মাতাল। :) :)

লেখক বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++
এই লাইনটিতো ঘরে বাঁধিয়ে রাখার মতো।

অন্তহীন প্লাস+

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৫

খেয়া ঘাট বলেছেন: আসলেই বাঁধিয়ের রাখার মতো।
আপনাকেও ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই। শুভকামনা রইলো। ধন্যবাদ রইলো।

১৮| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:২১

নাছির84 বলেছেন: তথাকথিত !!!! মানতে পারলাম না। যে যায় লঙ্কায় সেই হয় রাবন। আর আমরা...সেই সুর্যের আলো ফোটা থেকে অস্ত যাওয়া পর্যন্ত তাদেরই নিকুচি করে পাঁচবছর শেষে ভোটকেন্দ্রে ফিরে যাই রাবনের নির্বাচনে !!!!!!!!
আমরা আসলে কি বস্তু ?

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: আমরা আসলেই ফুটবল জাতীয় বস্তু। পাঁচবছর এই মাতালের দল খেলে। বাকী পাঁচ বছর ঐ মাতালের দল। আর রেফারী হলো উনারাই। মানে পাশের একজন আর দূরের একজন। উনারাই নির্ধারণ করে দেন।এবছর পহেলা কারা কিক করবে।

অনেকদিন পর আসলেন। কেমন আছেন?

১৯| ১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৪১

নীল ভোমরা বলেছেন: হুম!........

১৯ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৬

খেয়া ঘাট বলেছেন: বিনীত ধন্যবাদ নীল ভোমরা ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.