![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়া দেখি, পত্রিকা দেখি,
যুক্তি দেখি, তর্ক দেখি
টকশো দেখি নিত্য।
মন্ত্রীর হাঁটা দেখি,
মেয়রের ঝাটা দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।
কাস্তে দেখি, নাচতে দেখি
ধান কাটার ঢং দেখি ,
দেখি তামাশার নৃত্য
কৃষকের কান্না দেখি,
অবিশ্বাসের ঘৃণা দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।
বালিশ দেখি, বিলাশ দেখি
ভেজালের তালাশ দেখি
দেখি পদলেহী ভৃত্য
কোটি টাকার লুট দেখি
ভোট বিহীন ভোট দেখি
শুধু দেখিনা কোনো সত্য।
দেশ দেখি, দ্বেষ দেখি,
দেশ প্রেমের বেশ দেখি,
দেখেই জুড়ায় চিত্ত
আলাপ দেখি, প্রলাপ দেখি
সিংগাপুর দেখি, কানাডা দেখি
শুধু দেখিনা কোনো সত্য।
ব্যালট দেখি, বুলেট দেখি,
আইন দেখি, শৃঙখলা দেখি,
দেখি নানান কৃত্য
ঘুষ দেখি, মুনাফা দেখি,
ডিজিটালের নমুনা দেখি,
শুধু দেখিনা কোনো সত্য।
মিটিং দেখি, সিটিং দেখি
উন্নয়নের চমক দেখি,
দেখি নানান তথ্য।
ডানে দেখি, বায়ে দেখি,
ভিতর বাহির সবি দেখি
শুধু আজ দেখিনা কোনো সত্য।
২| ২৩ শে মে, ২০১৯ রাত ১১:৪৩
ইব্রাহীম আই কে বলেছেন: বাস্তবতাটা কবিতায় পূর্ণতা পাইছে।
৩| ২৪ শে মে, ২০১৯ সকাল ৮:৩৫
রাজীব নুর বলেছেন: চমৎকার হয়েছে।
৪| ২৪ শে মে, ২০১৯ সকাল ৯:৩২
বাকপ্রবাস বলেছেন: হা হা হা সত্যটা কেবল কাব্যেই আছে
৫| ২৪ শে মে, ২০১৯ রাত ৯:১৬
মেঘ প্রিয় বালক বলেছেন: সত্য, সে তো দুর্লভ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মে, ২০১৯ রাত ১১:০১
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবনটাই এখন মিথ্যে !