নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

খাবেন না কি জাপানীজ কাসুতেরা (স্পঞ্জ কেক)!!!

২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪



কাসুতেরা হচ্ছে জাপানী ধাঁচের স্পঞ্জ কেক যার রয়েছে সুন্দর ডিমের গন্ধ এবং ভেজা ভেজা রসালো একটা স্বাদ ।



উপকরণ( ৪ জনের জন্য):



(১) ময়দা- ৭০ গ্রাম,

(২) ডিম- ২ টা,

(৩) চিনি- ৫০ গ্রাম,

(৪) দুধ বা পানি- ২ টেবিল-চামচ (৩০ মিলিলিটার),

(৫) মধু- ২ টেবিল-চামচ (৩০ মিলিলিটার),

(৬) লবণ- এক চিমটি,

(৭) কেকের ছাঁচের নীচে দেয়ার জন্য ১ টেবিল-চামচ বা ১৩ গ্রাম দানাদার চিনি বা সাধারণ চিনি।





প্রস্তুতপ্রণালী:



(১) কেক বানানোর পুরু কাগজ দিয়ে চারকোণাকৃতি ২০ সেন্টিমিটার দীর্ঘ, ৯ সেন্টিমিটার প্রশস্ত ও ৫ সেন্টিমিটার গভীর একটি ছাঁচ তৈরি করে নিন। পুরো ছাঁচের উপর এলুমিনিয়াম ফয়েলের একটা আবরণ দিয়ে নিন এবং তারপর ভিতরে কাগজ বসিয়ে নিন।



(২) একটি পাত্রে ডিম ভেঙ্গে রাখুন, কাঁটা চামচ দিয়ে ফেটান এবং চিনি যোগ করুন। এই পাত্রটি এর থেকে বড় অপর একটি পাত্রের মধ্যে গরম পানি (প্রায় ৫০ ডিগ্রী সেলসিয়াস) নিয়ে তার মধ্যে বসিয়ে দিন এবং মিশ্রণটি ভালভাবে ফেটে নিন। ফেটানো মিশ্রণের মধ্যে দুধ বা পানি ও মধুর মিশ্রণ যোগ করুন এবং ভালভাবে মিশিয়ে নিন।



(৩) ময়দার সাথে লবণ মিশিয়ে নিন। লবণ মেশানো ময়দা ৩-৪ ভাগে ভাগ করে নিন। তারপর চালনিতে চালতে চালতে ফেটানো ডিমের মিশ্রণের সাথে যোগ করুন এবং কাঠের চামচ দিয়ে ভালভাবে মিশিয়ে নিন।





(৪) এভাবে তৈরি কেকের মিশ্রণ ছাঁচের মধ্যে ঢেলে দিন।





(৫) ১৬০ ডিগ্রীতে আগে থেকে গরম করে রাখা ওভেনের নীচের তাকে প্রায় ১ ঘন্টা কেক বেক করে নিন। যদি মনে হয় যে কেকের উপরিভাগ বেশি পুড়ে যাচ্ছে তাহলে এলুমিনিয়ামের ফয়েল দিয়ে ঢেকে দিতে পারেন।

মন্তব্য ১২ টি রেটিং +৫/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

শায়মা বলেছেন: কাসুতেরা খেতে দারুন মজা হবে মনে হচ্ছে!:)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

সরকার আলী বলেছেন: মটরভাতের কথা মনে ..............




আবার কাল রাঁধবো ওকে? তারপর ফোটো।


এই (আগামী)কাল যে কবে আসবে/:)/:)

২| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

শিপু ভাই বলেছেন:
ভাল জিনিস!!!

++++++++++

ট্রাই করতে হইব!!!

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪

সরকার আলী বলেছেন: ফলাফল জানাতে ভুলবেন না, please.

৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

যোগী বলেছেন: দিন দিন জাপানিজ খাবারের প্রতি আগ্রহ না বেড়ে কমছে /:)

২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

সরকার আলী বলেছেন: কমবেই তো ।

দিন দিন বাড়ি যাওয়ার সময় ঘনিয়ে আসছে যে !!!

৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

যাযাবরমন বলেছেন: ওভেন নাই

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:১০

সরকার আলী বলেছেন: অমন কথা বলিতে নাই/:):((

৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৪:১২

আরজু পনি বলেছেন:

দেখেই খেতে ইচ্ছে করছে। আহারে কেউ যদি বানিয়ে খা্ওয়াত! :(

২৩ শে এপ্রিল, ২০১৩ ভোর ৫:৫৬

সরকার আলী বলেছেন: আপা ইচ্ছাকৃত গাফিলতি নয়, চাই কর্তার ইচ্ছায় কর্ম।

৬| ১০ ই মে, ২০১৩ সকাল ১১:৪৫

কালোপরী বলেছেন: বানায়ে দেন, তাইলে খাব :)

১১ ই মে, ২০১৩ বিকাল ৩:২৩

সরকার আলী বলেছেন: দোয়া করছি আপু দুলাভাই যেন এমনই পান যিনি আপনাকে নিদেনপক্ষে কাসুতেরা বানিয়ে খাওয়াবেন;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.