নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

কত ঠোঁট রে ...............

২৪ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮



কাঠঠোকরার ঠোঁট- একই সাথে বাটালি ও হাতুড়ি দিয়ে খোদাই করার কাজ সারে





পেলিক্যানের (pelican) ঠোঁট- মাছ ধরার ফাঁদ হিসেবে কাজ করে





ঈগলের ঠোঁট যেন আকশি, সাঁড়াশি ও কাঁচি





স্পুনবিলের (spoonbill) ঠোঁট শিকার হওয়া ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণীর উপস্থিতিও আঁচ করতে পারে





আইবিসের (ibis) লম্বা ঠোঁট ফস করে কাদায় খোঁচা দেয়





কলহংসের (flamingo) ঠোঁট 'পানি-ছাঁকনি' হিসেবে কাজ করে খাদ্যের ছোট টুকরাও ধরে ফেলে





বকের ঠোঁট খপ করে মাছ ধরায় ওস্তাদ





পুফিন (puffin) তার ঠোঁটের রং উজ্জ্বল করে সাথীকে নীড়ে ডাকে





সারসের ঠোঁট (ভাল)বাসা বুননেও সাহায্য করে





পেঙ্গুইনের ঠোঁট বাসা তৈরীর নুড়ি সংগ্রহ করতে জানে





ঠোঁটে ঠোঁট মিলানোর অর্থ হলো আমরা একে অপরের





ফল খেতে ওস্তাদ তোতাপাখির এই ঠোঁট





ঠোঁটের ডগা উপরের দিকে বাঁকানো থাকে Avocet-এ





মধুখেকো ঠোঁট !!!





কিউই (kiwi) এর ঠোঁট এতো সহজ-সরল ???





কত ঠোঁট রে ...............

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪৪

রাইসুল সাগর বলেছেন: দারুনতো। ভাললাগলো। শুভকামনা জানিবেন নিরন্তর॥

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:০১

সরকার আলী বলেছেন: আপনার জন্য আরও একটি দারুণ ঠোঁট-

২| ২৪ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: লগে মাইনসের একখান দিলেন না যে ? =p~ =p~ =p~

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:১১

সরকার আলী বলেছেন: এই নিন-


এবার খুশি হয়েছেন তো?

৩| ২৪ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮

মাক্স বলেছেন: ঠোটপোস্ট!

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫২

সরকার আলী বলেছেন: সবিশেষ উল্লেখযোগ্য আরও একটি-

৪| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০০

জ্যাক রুশো বলেছেন: ঠোঠা ঠা ঠা ঠা ঠা ঠা ঠা ঠা


:P

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০১

সরকার আলী বলেছেন: এমন ঠোঁটে ঠাঁই পাওয়া কঠিন-

৫| ২৪ শে জুন, ২০১৩ রাত ১১:০৬

আর.হক বলেছেন: সো সুইট

২৫ শে জুন, ২০১৩ দুপুর ১:০৬

সরকার আলী বলেছেন: আদতেই মনোহর-

৬| ২৫ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪১

বিভ্রান্ত মানুষ বলেছেন: :#> :#>

২৫ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

সরকার আলী বলেছেন: মনে বিভ্রান্তি সৃষ্টি না হলে এই নিন-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.