নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

তিন ভাইয়ের কথা- রাসুলুল্লাহ (সাঃ) এর জবানে

২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:২১

একবার রাসুলুল্লাহ (সাঃ) সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, এক ব্যক্তির তিনজন ভাই ছিল। মুমূর্ষু অবস্থায় সে তার এক ভাইকে ডেকে বললো- আমার মৃত্যু আসন্ন। তুমি আমার জন্য কি করতে পার? সে বললো, তুমি যদি মারা যাও তাহলে আমি তোমার পর হয়ে যাবো। দ্বিতীয়জনকে বললো, ভাই তুমি আমার জন্য কি করবে? সে বললো, আমি তোমার জন্য তোমার মৃত্যু পর্যন্ত চিকিৎসা করবো। অতঃপর তুমি যখন মারা যাবে তখন আমি তোমাকে তোমার কবরে রেখে চলে আসবো। তৃতীয় ভাইকে জিজ্ঞেস করলো, তুমি আমার জন্য কি করবে? সে বললো, আমি তোমার সঙ্গে থাকবো- কবরে, হাশরে, মিযানের পাল্লায়, জান্নাতে যাওয়া পর্যন্ত। এবার রাসুলুল্লাহ (সাঃ) প্রশ্ন করলেন- বলো তো, এই তিন ভাইয়ের মধ্যে উত্তম কে? সাহাবায়ে কেরাম বললেন, যে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে সেই তো উত্তম। তখন রাসুলুল্লাহ (সাঃ) ইরশাদ করলেন- প্রথম ভাই হলো তার সম্পদ। মৃত্যুর সঙ্গে সঙ্গেই সে পর হয়ে যায়। দ্বিতীয় ভাই তার সন্তান ও আত্মীয়-স্বজন যারা কবর পর্যন্ত গিয়ে তার পর হয়ে যায়। তিন দিন পর কান্না থেমে যায়, শোকের পরিবেশ বদলে যায়। সকলেই ভুলে যায় বেদনার আঘাত। বিষয়টা এমন সহজ হয়ে যায় যেন এখানে একজন এসেছিল সে চলে গেছে। এক সময় তার নামও কেউ স্মরণ রাখে না। তৃতীয় ভাইটি হলো- তোমাদের আমল যা তোমাদের সঙ্গে যাবে।



আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন (আমিন)।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৩

পাগলাগরু বলেছেন: রেফারেন্স কই?

২| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন (আমিন)।

৩| ২৬ শে জুন, ২০১৩ রাত ৮:২৯

খেয়া ঘাট বলেছেন: আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন (আমিন)। ++++++++++++++++++++++++++++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.