নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

দিলের দশটা রোগ

১৫ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩৪

১. লোভ-দুনিয়ার লোভ।



২. দীর্ঘ আশা।



৩. গোস্বা, রাগ। সীমাহীন গোস্বা। এত গোস্বা যে, ইনসান না জানোয়ার বুঝা যায় না।



৪. মিথ্যাবলা।



৫. গীবত।



৬. কার্পণ্য, কৃপণতা।



৭. হিংসা-হাসাদ। কারো মধ্যে কোনো গুণ দেখে এই কামনা করা যে, এটা নষ্ট হয়ে যাক। এটা হল হিংসা। আর এই আশা করা যে, তার মধ্যে যে গুণ আছে তা বজায় থাকুক। তবে আল্লাহ আমাকেও তা দান করুক। এটা হিংসা না, এটাকে বলা হয় গিবতা বা ঈর্ষা। গিবতা জায়েয, কিন্তু হাসাদ বা হিংসা হারাম।



৮. রিয়া- লোক দেখানো।



৯. কিবর, অহংকার। নিজেকে বড় মনে করা।



১০. কীনা। এটা হিংসার কাছাকাছি। মনে মনে জ্বলতে থাকা যে, এই গুণটা তাকে কেন দেওয়া হল! সে কেন এই জিনিসের মালিক হল! এই ইলম তাকে কেন দেওয়া হল ইত্যাদির নাম হল কীনা।



আল্লাহতা'আলা আমাদের সবাইকে হেফাজত করুন (আমিন)।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.