নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সরকার আলী

অজানাকে জানা

সরকার আলী › বিস্তারিত পোস্টঃ

পোলা কয়- আমরা কি গরীব?

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৫:৫৭

আমাদের ডানপাশের বাসায় বসবাসকারী ভদ্রলোক আমদানি-রপ্তানি শুল্ক (customs) কর্মচারী এবং বামপাশেরজন ডিপ্লোমা প্রকৌশলী। কর্মচারীর আমার ছেলের বয়সী একটি ছেলে থাকায় আমার বাচ্চা খেলার সাথী হিসেবে ঐ বাসায় যাতায়াত করে। ঐ বাসায় নানারকম জিনিসপত্রের আধিক্য দেখে আমার বাচ্চা আফসোস করে তাদের (আমাদের) জিনিসপত্র এতো কম! লোডশেডিংয়ের সময় প্রকৌশলীর বাসা IPS এর ব্যবহারে আলোকিত থাকে। আমরা থাকি হারিকেনের বাতিতে। একদিন প্রায় ৭ বছর বয়সী আমার বাচ্চা জিজ্ঞাসা করে- আমরা কি গরীব? উত্তর দেই- না, গরীব না। এই দেখ আল্লাহ আমাদের কত সুন্দর হাত, পা, নাক, চোখ, মুখ দিয়েছেন। এগুলোর দাম অনেক। ভাগ্যিস বাচ্চা আবার জানতে চায় নাই- তাহলে আমাদের অনেক-বেশী জিনিসপত্র নাই কেন?

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০১

আহলান বলেছেন: এটাই প্রবলেম .... আল্লাহ হেফাজত করুন .........

২৪ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:০৭

সরকার আলী বলেছেন: সর্বদা সসংশয়ে থাকি না জানি ছেলে আবার কি প্রশ্ন করে বসে।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন (আমিন)।

২| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৭

মোমেরমানুষ৭১ বলেছেন: ছেলেকে সবসময় যথেষ্ট সময় দিবেন। তাকে নিয়ে খেলা করবেন, ঘুরতে বের হবেন। সে যেন পাশের বাড়ীর ছেলের খেলনা দেখে কিছু ভাবতে না পারে

২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ৮:২০

সরকার আলী বলেছেন: ইতোমধ্যে ঐ বাসায় আর যাতায়াত নাই বললেই চলে।

সদোপদেশের জন্য আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন (আমিন)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.