নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,
থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর।
পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,
এক সাথে খেলি আর পাঠশালে যাই।
আমাদের ছোট গ্রাম মায়ের সমান,
আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ।
মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,
চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি।
আম গাছ, জাম গাছ, বাঁশ ঝাড় যেন,
মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন।
সকালে সোনার রবি পুব দিকে ওঠে,
পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে।
NB: ছবিগুলো Google থেকে নেয়া।
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৩১
সরকার আলী বলেছেন: সবিশেষ ধন্যবাদ।
২| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০২
সরদাররকস্ বলেছেন: Your concept just touch my heart
thanks
০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২৫
সরকার আলী বলেছেন: Your comment play on my heart strings.
Thanks a lot.
©somewhere in net ltd.
১| ০৩ রা নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
সেলিম মোঃ রুম্মান বলেছেন: কনসেপ্টটা সুন্দর, ভাল লাগল।