![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন করে এখন সরকারের প্রথম শ্রেনীর কর্মকর্তা। স্বপ্ন দেখি একটা সাধারন জীবনের।মানুষের মাঝে বেচেঁ থাকতে চাই অনন্তকাল।
আমার বাবার গত দশ মাসে তিন বার হার্ট এটাক হয়েছে।রংপুর মেডিকেলে তার চিকিৎসা হয়।এখন সুস্থ আছে।তবে আমি চাচ্ছি এখন ঢাকায় ভাল কোন হার্টের ডাক্তার দেখাতে। কোন ডাক্তার ভাল হবে অভিজ্ঞ ভাইয়ারা প্লিজ এক্টু হেল্প করেন।আমার বাবার হার্ট ফাউন্ডেশনে যাওয়ার ইচ্ছা।
২| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৫৪
শুভ৭১ বলেছেন: কোন বিকল্প ব্যাবস্থা না চিন্তা করে সরাসরি "ইউনাইটেড হসপিটাল" এ চলে যান।আমার দেখা বাংলাদেশের সেরা হসপিটাল ফর হার্ট ডিজিজ, আপনাকে কিছুই করতে হবেনা,সব তারাই করে নিবে।।।।।
৩| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:১৪
বটের ফল বলেছেন: হার্ট এর প্রচলিত চিকিৎসায় তাৎক্ষনিক ভাবে ভালো ফল পাওয়া গেলেও তা আবার ফিরে আসে। কারন হার্ট এর অসুখ হয় কিছু অনিয়ন্ত্রিত অভ্যাস এর কারনে। যদি আপনি আপনার বাবার সত্তিকারের ভালো চান, তাহলে আমার পরামর্শ কে হেলাফেলা করবেননা।
আগামী মাসের অর্থাৎ নভেম্বর এর ১৩ তারিখ থেকে ঢাকায় শুরু হচ্ছে কোয়ান্টাম মেথড কোর্স। আপনি আপনার বাবাকে এই কোর্সে অংশগ্রহন করান। এরপর কোয়ান্টাম এর " কোয়ান্টাম হার্ট ক্লাব" আয়োজিত কোর্স্ টি করিয়ে নিন। আশা করা যায়, সুস্থ জীবন দৃষ্টি গ্রহনের মাধ্যমে আপনার বাবা পরিপূর্ন ভাবে সুস্থ হয়ে উঠবেন ধীরে ধীরে।
নোটঃ পরামর্শের কথা গুলো আমার মন গড়া কথা নয়। একজন বিখ্যাত হার্ট স্পেশালিষ্ট এর কাছ থেকেই এটি গ্রহন করা।
ভালো থাকবেন।
৪| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:৫০
আনোয়ার খোকন বলেছেন: ধন্যবাদ সবাই কে।আমার বাবার বয়স 48.
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৯
চাঁদগাজী বলেছেন:
উনার বয়স কতো?