![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের কিছু পত্রিকা রয়েছে যারা খবরের সত্যতা বা স্থির চিত্র ধারন ও সেই ছবির সত্যতার কোন ধার ধারে না। সদ্য বাংলানিউজ এর একটি খবর চোখে পড়লো - “জামায়াত নিষিদ্ধের দাবিতে শুরু হচ্ছে আলেমদের সংঘবদ্ধ আন্দোলন”। খবরটি পড়তে ক্লিক করুন
খবরটি একটি প্রতিবেদন, রিপোর্টারের কল্পনাপ্রসুত। কিন্তু প্রশ্ন হলো যে ছবিটি লটকানো হয়েছে তা কিন্তু কোন আলেম সমাজের নয়। বরং সরকার বিরোধী আন্দোলনের একটি ছবি।
মিথ্যাচারের একটা নমুনা থাকা চাই, এভাবে অনরগল জনগনকে বোকা বানানোর কোন মানেই হয় না। কিছুদিন আগে প্রথম আলো এহেন কাজ করার চেষ্টা করেছে। সব দোষ ঐ নন্দ ঘোষের। একটি ছবি দিয়ে আমারদেশ পত্রিকার জাত পাত সব ধুয়ে ফেলা হয়েছে, ভুল তেমন না হলেও ক্ষমা চেয়েছে তারপরও আজকে পত্রিকাটি বন্ধ। কিন্তু এসব পত্রিকা ক্ষমা তো দুরের কথা অনরগল মিথ্যাচার কল্পনাপ্রসুত দলকানার মত খবর ছেপেই যাচ্ছে।
২| ০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩
খোমেনী বলেছেন: মুক্ত বাক স্বাধীনতার চর্চা যদি আমরা করার কথা বলি তাহলে সবার কথা বলার স্বাধীনতা থাকা উচিত।
©somewhere in net ltd.
১|
০৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
প্রভাষ প্রদৌত বলেছেন: আমার দেশ তো আমার পাকিস্তান .....।এমন একটা পত্রিকার পক্ষে কথা বলতে লজ্জা করে না ????????????????